29/09/2024
সত্যি কথা হইলো, পোলা মানুষ চাইলেই একটা সংসার টিকাইতে পারে, পোলা মানুষ চাইলেই একটা রিলেশন শেষ পর্যন্ত 'বিয়ে' তে গড়াইতে পারে! কিছু 'আলাদা' ব্যাপার থাকে কিন্তু দিনশেষে এইটাই সত্যি যে ছেলেরা চাইলেই সম্পর্ক থাকে, বিয়ের সম্পর্ক সুন্দর হয়!
ছেলে ঘাড়/ত্যা/ড়ামি করলে,অবুঝ এর মতো আচরণ করলেই যতো ঝামেলা বাড়ে, ইগো দেখাইয়া থাকলেই সম্পর্ক দিন দিন নষ্ট হয়৷ 'আমি আমার মতোই থাকবো' বলে বসে থাকলেই শেষ, অথচ সে যদি নিজের ইগো একসা/ইডে রেখে মেয়েটাকে বুঝে, কেয়ার করে, তাইলে মেয়েটা তাকে আরো বেশি দিবে।
ছেলেদের দায়িত্ব অনেক, ভালোবাসা ও বেশি দেওয়া দরকার ❤️
©️উমেদ