Srity কথা シ

  • Home
  • Srity কথা シ

Srity কথা シ Assalamu Walaikum

ঘুম থেকে উঠে এরকম নিউজ শু'না'র জন্য মোটেই প্রস্তুত ছিলাম না 😥মুনতাহা আর বেঁ'চে নেই...ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি...
10/11/2024

ঘুম থেকে উঠে এরকম নিউজ শু'না'র জন্য মোটেই প্রস্তুত ছিলাম না 😥
মুনতাহা আর বেঁ'চে নেই...
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মানুষের জনপদে কী নি'ষ্ঠু'র নি'র্ম'ম'তা..
জান্নাতে ভালো থেকো প্রিয় বোন আমার 😥

29/10/2024

Follow this page....🫶

বন্ধু নিয়ে গর্ব করতে নেই সময়ের ব্যবধানে একদিন সবচেয়ে কাছের বন্ধুরাও থাকে না!'💔😅
27/10/2024

বন্ধু নিয়ে গর্ব করতে নেই সময়ের ব্যবধানে একদিন সবচেয়ে কাছের বন্ধুরাও থাকে না!'💔😅

27/10/2024

নারীর জেদ মারাত্মক ভয়ংকর 🫶😅

কৃতিকা আর আরমানের অ্যানিভার্সারিতে পায়েল কৃতিকাকে সারপ্রাইজ দিয়েছে। আমি জানিনা পায়েল কিভাবে এসব সহ্য করে। তবে পায়েলের হা...
17/10/2024

কৃতিকা আর আরমানের অ্যানিভার্সারিতে পায়েল কৃতিকাকে সারপ্রাইজ দিয়েছে। আমি জানিনা পায়েল কিভাবে এসব সহ্য করে। তবে পায়েলের হাসির মাঝেও কেমন যেন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে। ওদেরকে বলছে Aap log enjoy karo main jati huu..💔
এভাবে নিজের স্বামীকে অন্যের সাথে দেখার মতন কষ্ট বোধহয় আর কিছুতে নেই।
তবুও পায়েল সবকিছু মেনে নিয়ে সহ্য করেই চলছে রীতিমতো।💔😅

14/10/2024

কেমন আছেন? 🧐

13/10/2024

ওরে আয় না কাছে আয় না❤️‍🩹

゚viralfbreelsfypシ゚viral

দুবাই এর রাজকন্যা শেইখা মাহরা ৩০ বছর বয়সে ২০২৩ সালে ধুমধাম করে বিয়ে করেন শেখ মানার বিন মোহাম্মদ কে। অথচ বিয়ের বছর পার হত...
11/10/2024

দুবাই এর রাজকন্যা শেইখা মাহরা ৩০ বছর বয়সে ২০২৩ সালে ধুমধাম করে বিয়ে করেন শেখ মানার বিন মোহাম্মদ কে।

অথচ বিয়ের বছর পার হতে না হতেই মাহরা তার স্বামী কে ডিভোর্স দেন। ডিভোর্সের সময় তাদের একমাত্র পুত্র সন্তানের বয়স ছিলো দুই মাস।

মাহরা দাবি করেন তার স্বামী পরকিয়ায় আসক্ত।

মাহরা তার স্বামী কে উদ্দেশ্য করে বলেন - “যেহেতু তুমি অন্য নারীর সঙ্গ উপভোগ করছো সেহেতু আমি তোমাকে মুক্ত করে দিলাম।”

তারমানে পুরুষের পরকিয়ায় জড়ানোর জন্য আসলে তার স্ত্রীর অসৌন্দর্য, অযোগ্যতা কিংবা অন্য কোনো সমস্যাকেই দায়ি করা যাচ্ছে না। তা না হলে প্রিন্সেস মাহরা কিংবা প্রিন্সেস ডায়নার স্বামীরা পরকিয়া করতো না।

রাজকুমার মানার কিংবা রাজপুত্র চার্লস এর পরকিয়ায় জড়ানোর কারন তাদের স্ত্রীর অযোগ্যতা নয়।
পুরুষ আসলে পরকিয়া করে স্বভাবজনিত কারনে। পুরুষের চোখে পর নারী সর্বদাই আকর্ষনীয়।

সুতরাং আপনার স্বামী পরকিয়ায় জড়ালে নিজের দোষ খোঁজা বন্ধ করুন।

দুবাইয়ের রাজকন্যা শেইখা মাহরা সম্প্রতি তাঁর বিউটি ব্র্যান্ড ‘মাহরা এম১’ থেকে একটি সুগন্ধি বাজারে এনেছেন। সুগন্ধিটির নাম ‘ডিভোর্স’। মাহরার আলোচিত বিচ্ছেদের কয়েক দিন পরেই বাজারে এই সুগন্ধি আসে।

মাহরা হয়তো বিচ্ছেদেই সুখ এবং শান্তি খুঁজে পেয়েছেন আর তাই হয়তো তিনি চেয়েছেন ডিভোর্সের সেই সুখের সুভাস পৃথিবীময় ছড়িয়ে দিতে।

কখনো কখনো বিচ্ছেদেই হয়তো সুখ লুকানো থাকে।

পৃথিবীর সকল মানুষ সুখি হোক; সঙ্গী নিয়ে কিংবা সঙ্গী হীনতায়।

Copied by
সামান্তা শামস

10/10/2024

মানুষ শুধু ব্যাথায় না; কথায়'ও মরে,,
কথার যে কত ব্যাথা! তা কেবল কথার দ্বারা মরে যাওয়া মানুষ'ই জানে🥀😅

05/10/2024

তুমি যতটা সস্তা ভেবেছো আমি ততটা সস্তা না, তোমার জন্য যাদের অবহেলা করছি তারা জানে আমার মূল্য! 🙂❤️‍🩹

04/10/2024

বাহিরে Rain মনে pa/in তার উপ্রে আবার আনমেরিট।🙂

আয়মান সাদিক মুনজারিন আর তাসনিয়া ফারিন আমাদের এটাই শেখালো যে "কোনো সম্পর্ক শেষ অবধি নিতে চাইলে সেটাকে গোপন রাখা ভালো" ❤️
04/10/2024

আয়মান সাদিক মুনজারিন আর তাসনিয়া ফারিন আমাদের এটাই শেখালো যে "কোনো সম্পর্ক শেষ অবধি নিতে চাইলে সেটাকে গোপন রাখা ভালো" ❤️

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Nusrat Jahan Nuchaiba, পাখি সোনা, Muntah...
04/10/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Nusrat Jahan Nuchaiba, পাখি সোনা, Muntaha Islam, Mesbah Uddin, Halima Akter, Moner Maje Tumi, طالب العلم, Choton Sarker, Mi M Islam, Angel Queen

29/09/2024

সত্যি কথা হইলো, পোলা মানুষ চাইলেই একটা সংসার টিকাইতে পারে, পোলা মানুষ চাইলেই একটা রিলেশন শেষ পর্যন্ত 'বিয়ে' তে গড়াইতে পারে! কিছু 'আলাদা' ব্যাপার থাকে কিন্তু দিনশেষে এইটাই সত্যি যে ছেলেরা চাইলেই সম্পর্ক থাকে, বিয়ের সম্পর্ক সুন্দর হয়!

ছেলে ঘাড়/ত্যা/ড়ামি করলে,অবুঝ এর মতো আচরণ করলেই যতো ঝামেলা বাড়ে, ইগো দেখাইয়া থাকলেই সম্পর্ক দিন দিন নষ্ট হয়৷ 'আমি আমার মতোই থাকবো' বলে বসে থাকলেই শেষ, অথচ সে যদি নিজের ইগো একসা/ইডে রেখে মেয়েটাকে বুঝে, কেয়ার করে, তাইলে মেয়েটা তাকে আরো বেশি দিবে।

ছেলেদের দায়িত্ব অনেক, ভালোবাসা ও বেশি দেওয়া দরকার ❤️

©️উমেদ

Ahhh valobasha 🥰
27/09/2024

Ahhh valobasha 🥰

26/09/2024

Hmmm💔😅

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Srity কথা シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share