25/11/2024
যখন দু’জন মুসলিম তাদের তরবারি নিয়ে, একজন আরেক জনকে মারতে প্রস্তুত হবে, তখন যে হত্যা করবে এবং যে ব্যক্তি নিহত হবে (তারা উভয়ই) জাহান্নামে যাবে। জিজ্ঞেস করা হলঃ ইয়া রাসূলাল্লাহ্! যে হত্যা করেছে সে তো জাহান্নামে যাবে, কিন্তু যে নিহত হয়েছে সে ব্যক্তির অপরাধ কি? তিনি বলেনঃ এ জন্য যে, সেও তো তাঁর ভাইকে হত্যা করার ইচ্ছা করেছিল।
[হাদিস- ৪২১৯, সূনান আবু দাউদ, প্রকাশনা- ইসলামিক ফাউন্ডেশন]