26/12/2024
নির্দিষ্ট একটা লক্ষ্য, পরিশ্রম, এগিয়ে যাওয়া আর সব শেষ সফলতা। মহান আল্লাহর নিকট অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ, আগামীতে আরো ভালো কিছু আসবে। এবারের জার্নিটা অত সহজ ছিলো না সেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসে প্যান প্যাসিফিক সোনারগাঁও এর মত যায়গায় সেলিব্রিটি তারকা ও গুনিজনের মিলনমেলা করানো।
জমকালো আয়োজনে বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৩ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিভ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে গতকাল রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজিসি অ্যাওয়ার্ড সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ম্যাজিশিয়ান, বংশীবাদক জুয়েল আইচ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও বিএনপি আন্তর্জাতিক সমর্পক কমিটির সদস্য এবং বিএনপি মিডিয়া সেল-এর আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন লিফ ম্যাগাজিন উপদেষ্টা ও এশিয়ান স্পেশালিষ্ট হাসপাতাল এর চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আলী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্তর শোবিজের চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরী, একুশে টেলিভিশন ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, এশিয়ান টিভির জাহিদুল ইসলাম শোভন, গ্রীণ লিফ ম্যাগাজিন উপদেষ্টা ক্যাপ্টেন আবদুল মোতালেব, এশিয়ান বিজনেস সামমিট এর চেয়ারম্যান গোলাম ফারুক মজনু সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মিউজিশিয়ান, বংশিবাদক, বীর মুক্তিযোদ্ধা জাদু শিল্পী জুয়েল আইচ কে আজীবন সম্মাননা দেন গ্রীণ লিফ পরিবার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।
সেরা গায়ক হিসেবে পুরস্কার পান বিশিষ্ট সংগীত শিল্পী মনির খান, গুনী সিনিয়র অভিনয় শিল্পী অঞ্জনা, জনপ্রিয় চিত্র নায়িকা অপু বিশ্বাস, চিত্র নায়িকা তমা মির্জা, চিত্র নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, চিত্র নায়ক ইমন, চিত্রনায়ক আদর আজাদ, অভিনয় শিল্পী রুনা খান, অভিনয় শিল্পী কুসুম সিকদার, অভিনয় শিল্পী সখ, অভিনয় শিল্পী পারসানা ইভানা, অভিনয় শিল্পী সাইদুর রহমান পাভেল, জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লুবাবা, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, কোরিয়ার, ট্রেনার বুলবুল টুম্পা, ফ্যাশন মডেল সৈয়দ রুমা, ব্রান্ড প্রোমোটার বারিশ হক, ইনফ্লুয়েঞ্জার সানজিদা সায়মা, উদ্যোক্তা তাসলিমা ইসলাম, অর্গানাইজার উর্মী ইসলাম সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজন সম্মাননা, সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের জনপ্রিয় নৃত্য শিল্পী আনিকা কবির ও নৃত্য শিল্পী সোহেল সহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় অসাধারণ নৃত্য, অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় তরুণ শিল্পী জাহিদ অন্তু ও সংগীত শিল্পী আদিবা।
গ্রীণ লিফ ম্যাগাজিন সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সব সময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করতে, নতুন কিছু উপহার দিতে ও সেই সাথে পুরাতন ঐতিহ্য ফুটিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চেষ্টা করি সব সময়। ইনশাআল্লাহ, গ্রীণ লিফ এর ধারাবাহিকতা বজায় থাকবে।
সব শেষ আবারো মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। পুরো প্রোগ্রাম সফল করার পিছনে অনেকের অবদান ছিলো বিশেষ করে, প্রিয় ভাই Salauddin Ali , বান্ধবী Urmi Islam, ব্যারিস্টার Monwar Hossain ভাই, বন্ধু Md. Golam Faruk Majnu, Karu Krishan দাদা, Setu Afrin , MD Hasan Ekram Ahmed ভাই, Apple Mahmud Mahmud ভাই, Md Saidul Islam স্যার, MD Mohsin Alam ভাই, Mohammad Maruf ভাই, Taslima Akter Konika, Mohammad Jahidul Islam, Samiul Haque সহ অনেকেই পাশে ছিলেন সবার নিকট কৃতজ্ঞতা।