
19/07/2025
খাজাঞ্চী ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি'র পরিচিতি সভা সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি'র নবগঠিত কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১৮ই জুলাই)বিকেলে চারিগ্রাম ভোলাগঞ্জ পয়েন্টে ২নংওয়ার্ড বিএনপি'র অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাও:আবুল বশর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল শহীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য
বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া,বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনাঈম খান,আসাদুজ্জামান নুর আসাদ,ওল্ডহ্যাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল আহমদ,উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আং লতিফ,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান,উপজেলা কৃষকদলের আহবায়ক ইরণ মিয়া,উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন,ইউনিয়ন কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম।
এ সময় আবুল কালাম আজাদ সভাপতি ও সাধারণ সম্পাদক আপ্তাব আলীসহ মোট ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র সহ সভাপতি লাল মিয়া,সহ সভাপতি ফজরুল ইসলাম,খোয়াজ আলী,আংগুর মিয়া,আমিনুর রহমান,শফিক মিয়া,তাজুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,আং করিম,আং শহিদ,সিরাই মিয়া,সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী,সহ সাংগঠনিক সম্পাদক আং মানিক, দেলোয়ার হোসেন, বারিক আলী,দপ্তর সম্পাদক নুর মিয়া,সহ দপ্তর সম্পাদক মুজিব আলী,প্রচার সম্পাদক মখতার আলী,সহ প্রচার সম্পাদক আতিক মিয়া, ধর্ম সম্পাদক আং হক,সমাজ সেবা সম্পাদক মানিক মিয়া, সহ সমাজ সেবা সম্পাদক রইছ মিয়া,কৃষি সম্পাদক মনাই মিয়া,সহ কৃষি সম্পাদক আংরব,আইন সম্পাদক মানিক মিয়া,সহ আইন সম্পাদক চেরাগ আলী,ক্রীড়া সম্পাদক বাবুল মিয়া,সহ ক্রীড়া সম্পাদক আলকাছ আলী, সদস্য শাহাব উদ্দিন, খুরশিদ আলী,তোতা মিয়া,সুন্দর আলী,আং জব্বার, ইব্রাহীম আলী,আপ্তাব আলী,ছোরফান আলী,লাল মিয়া,তাজ উদ্দিন,কালাম,আনছার আলি,রাশিদ আলী,লিয়াকত আলী,আং বারী,ইসকার আলী,আং ছত্তার,হাবিবুর রহমান,শহিদ, নুরুল আমীন ও আং হেকিম।
এছাড়াও উপদেষ্টা মন্ডলী কমিটিতে রয়েছেন আং মন্নান,হাজী শরকত আলী,আং খালিক,শফিকুর রহমান, হুসিয়ার আলী,আহমদ আলী,শরিয়ত আলী,হাবিবুর রহমান,মসাইদ আলী,চান্দ আলী ও হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,খাজাঞ্চি ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল করিম।