বন্ধুত্বের আড়ালে ভালবাসা কথা বলে।

  • Home
  • বন্ধুত্বের আড়ালে ভালবাসা কথা বলে।

বন্ধুত্বের আড়ালে ভালবাসা কথা বলে। True ♥ takes you by the hand
and caresses it with care
True ♥ makes you feel needed
and part of an inseperable pair.
♥♥L♥I♥N♥A♥♥

মজার মজার ♥ Poem/Picture পেতে পেজ টিতে Like দিন ।

31/10/2025
28/10/2025

এই মূহুর্তে চর এলাহী, উড়িরচর মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হচ্ছে! আজ দুপুর থেকে রাতের মধ্যে সাতক্ষীরা,খুলনা,বাগেরহাট,বরগুনা,বরিশাল,নোয়াখালী,,চট্টগ্রাম,রাঙামাটি,বান্দরবান,খাগড়াছড়ি জেলার অল্প কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে,অল্প কিছু স্থানে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য দু-এক জায়গায় অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা আছে!
আপডেট: ২৮ শে অক্টোবর দুপুর ২:৩০ টা।

28/10/2025

Breaking news
উপকূলের খুব কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় মন্থা।এর প্রভাবে আজকে দুপুর থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতেপারে। এবং দেশের অভ্যান্তরে আগামীকাল থেকে বৃষ্টিপাতের স্থানের পরিমাণ বাড়তে পারে।

ঘূর্ণিঝড়টি আজ বিকাল থেকে রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় আকারে অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে।এটি সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে আগামীকাল থেকে শুরু হচ্ছে বৃষ্টি বলয় আঁখি।

বৃষ্টি বলয় আঁখির জেলাভিত্তিক আপডেট দুপুরের আগেই পেজে পোস্ট করা হবে।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

27/10/2025

🌀** ঘূর্ণিঝড় “মন্থা” (Montha) — দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে**

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড় “মন্থা” দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। গত ৬ ঘণ্টায় এটি প্রায় ১৭ কিমি/ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র বর্তমানে আনুমানিক অক্ষাংশ ১২.৮° উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৪.৬° পূর্বে অবস্থান করছে, যা চেন্নাই (তামিলনাড়ু) থেকে ৪৮০ কিমি পূর্বে, কাকিনাড়া (আন্ধ্রপ্রদেশ) থেকে ৫৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৬০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, গোপালপুর (ওড়িশা) থেকে ৭২০ কিমি দক্ষিণে এবং পোর্টব্লেয়ার (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ) থেকে প্রায় ৮৯০ কিমি পশ্চিমে অবস্থিত।

ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় “মন্থা” আগামী কয়েক ঘণ্টায় আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল নাগাদ একটি প্র'ব'ল ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm) পরিণত হতে পারে। পরবর্তীতে এটি একই দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে আন্ধ্রপ্রদেশ উপকূলের মাচিলিপটনম ও কালিংগাপটনমের মধ্যবর্তী অঞ্চল, কাকিনাড়া এলাকার আশেপাশে উপকূল অ'তি'ক্র'ম করার সম্ভাবনা রয়েছে।

অতিক্রমের সময় সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি থাকতে পারে প্রায় ৯০-১০০ কিমি/ঘণ্টা, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ১১০+ কিমি/ঘণ্টা পর্যন্ত বেগে পৌঁছাতে পারে।

©ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)

27/10/2025

বঙ্গোপসাগরে সৃষ্টি হ‌ওয়া ঘূর্ণিঝড়টি ভারতের চেন্নাই থেকে ৬৬১ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থিত, এবং গত ৬ ঘন্টা ধরে ঘন্টায় ১৯ কিলোমিটার (১০ নটিক্যাল) বেগে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ উল্লেখযোগ্য তরঙ্গের উচ্চতা ৪.৩ মিটার ( প্রায় ১৪ ফুট)। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সুন্দরবন উপকূল থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে অবস্থিত। ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবর সকাল ৬টায় সবোর্চ্চ ৯৫ কিলোমিটার ঘূর্ণন বেগ অর্জন করতে পারে।

24/10/2025
23/10/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুত্বের আড়ালে ভালবাসা কথা বলে। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share