
28/01/2025
ফেসবুক লিনাক্সকে 'সাইবার নিরাপত্তা হুমকি' হিসেবে চিহ্নিত করেছে
ফেসবুক সম্প্রতি লিনাক্স সম্পর্কিত বিষয়গুলোকে "সাইবার নিরাপত্তা হুমকি" হিসেবে চিহ্নিত করেছে বলে খবর পাওয়া গেছে, যার ফলে অনেক ব্যবহারকারীর পোস্ট এমনকি পুরো অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। রেডিটের r/technology তে "ফেসবুক লিনাক্স বিষয়গুলোকে 'সাইবার নিরাপত্তা হুমকি' হিসেবে চিহ্নিত করছে — পোস্ট ও ব্যবহারকারী ব্লক" শিরোনামের একটি থ্রেডে এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে, যেখানে অনেকেই এই পরিস্থিতিকে হাস্যকর বলে উল্লেখ করেছেন।