09/08/2022
রাস্তা এখন মরণফাঁদ; ভোগান্তির শেষ কোথায়?
লক্ষ্মীনারায়ণপুর সড়ক। মাইজদী-কবিরহাট যাতায়াতের অন্যতম মাধ্যম এটি।সামান্য বৃষ্টিতে যেন দরিয়া।দুর্ঘটনার নৈমিত্তিক সাক্ষী শহরতলীর ব্যস্ততম এ সড়ক।
নোয়াখালী পৌর এলাকা। ইমাম বাজার বছিরের দোকান থেকে আদর্শ মোড়। আধা কিলোমিটার রাস্তা ভোগান্তির মূল কেন্দ্র।
প্রতি ঘন্টায় চাকা ঘোরে ক'য়েক হাজার ছোট-বড় গাড়ীর।
হাসপাতালগামী রোগীর মরনদশা।স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তি। দেখার যেন কেউ নেই!
স্থানীয় সাবেক সমবায় কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন- 'গত তিন-চার বছর ধরে খানা-খন্দকে ভরা এরাস্তাটিতে মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এনায়েত উল্লাহ বলেন- 'মানুষ অফিস আদালতে যেতে খুব কষ্ট হয়, বাচ্চারা স্কুলে যেতে পারছে না।বিশেষ করে হাসপাতালগামী রুগীরা বেশি কষ্ট পাচ্ছে।
স্থানীয় নোয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মিয়া জানান- 'রাস্তাটির বেহালদশা সম্পর্কে এমপি সাহেবকে জানিয়েছি।সড়ক বিভাগের জেলা অফিসে জানিয়েছি। কোনো সদুত্তর পাইনি।'
স্থানীয় সূত্রে জানা যায়-অর্ধ-যুগেও সংস্কারের বাতাস লাগেনি এখানে।তবে মাঝে মধ্যে বিল্ডিং ভাঙ্গার কংক্রিট ফেলা হয়।
সরেজমিনে দেখা যায়-সামান্য বৃষ্টিতে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে।জনসাধারণের রাস্তায় পা ফেলার ঠাই নেই।দূর্ঘটনা এড়াতে গর্তের উপর লাল কাপড় টাঙ্গিয়ে রাখতে দেখা গেছে।