Athwee Marma - বাংলা

  • Home
  • Athwee Marma - বাংলা

Athwee Marma - বাংলা Sharing positivity and raising awareness through my videos! DM here: [email protected] Let's learn, grow, and inspire each other.

Welcome to Athwee Marma - বাংলা! 🌟

I create engaging educational videos to uncover fascinating facts and raise awareness on important topics. Join me on this journey of discovery as we explore the unknown together! Your curiosity is the key! 🚀✨

13/08/2025

পাহাড়ের নিউজগুলো যে দাদাদের ইশারায় করা হয় সেটা কেউ বিশ্বাস করতে চায় না। দ্যাশের মানুষ দাদাদের দেখানো চোখেই পাহাড়কে দেখে আর তারা যে কি পরিমাণ মোহের মধ্যে আছে সেটা তাদের বোধে কখনোই আসবে না।

ভাবুন তো একজন মানুষ, যার দুধ বা গরুর সাথে কোনো সম্পর্কই নেই, সে একদিন দুধ দিয়ে বদলে দিল পুরো দেশ!১৯৪৯ সাল, ভারতের গুজরাট...
12/08/2025

ভাবুন তো একজন মানুষ, যার দুধ বা গরুর সাথে কোনো সম্পর্কই নেই, সে একদিন দুধ দিয়ে বদলে দিল পুরো দেশ!

১৯৪৯ সাল, ভারতের গুজরাটের আনন্দ শহর। এখানে পোস্টিং হলো এক তরুণ ইঞ্জিনিয়ারের নাম ভার্গিজ কুরিয়েন। মনে কোনো বিশেষ স্বপ্ন নেই, শুধু সরকারি চাকরি করছে আর দিন গুনছে, কখন বড় শহরে ফিরে যাবে।

কিন্তু আনন্দের এক কৃষক নেতা, ত্রিভুভনদাস প্যাটেল, তাকে বললেন—

“আমরা চাই, গ্রামের কৃষকরা নিজেরা দুধ বিক্রি করুক, দালালেরা নয়। আপনি যদি আমাদের সাথে থাকেন, আমরা একদিন ইতিহাস গড়ব।”

শুরু হলো এক অসম্ভব যাত্রা।

কুরিয়েন কৃষকদের নিয়ে তৈরি করলেন সমবায় আমুল। দুধ সরাসরি কৃষকদের কাছ থেকে এসে পৌঁছাতে লাগল শহরে। কোনো দালাল নেই, কোনো ঠকানো নেই।

তারপর এল ১৯৭০ সাল। শুরু হলো অপারেশন ফ্লাড ভারতের “সাদা বিপ্লব”। ফলাফল? ভারত বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ হয়ে গেল। লাখো কৃষক দারিদ্র্য থেকে উঠে এলেন, গ্রামগুলো বদলে গেল।

সবচেয়ে অবাক করা ব্যাপার?
এই বিপ্লবের নায়ক কিন্তু কখনো দুধ বিক্রি করেননি তিনি শুধু কৃষকদের শক্তি আর স্বপ্নে বিশ্বাস করেছিলেন।

তুমি কোথা থেকে এসেছো সেটা বড় কথা নয় তুমি কোথায় যেতে চাও, আর কাকে সাথে নিচ্ছো সেটাই ইতিহাস গড়ে দেয়।

যেই বান্দা জিন্দেগীতে বান্দরবান আসে নাই সেই বান্দাও চিল্লায়ে বলে, বান্দরবান আলাদা হয়ে যাচ্ছে। কি এক মুসিবত! কমেন্টে সম্প...
11/08/2025

যেই বান্দা জিন্দেগীতে বান্দরবান আসে নাই সেই বান্দাও চিল্লায়ে বলে, বান্দরবান আলাদা হয়ে যাচ্ছে। কি এক মুসিবত! কমেন্টে সম্পূর্ণ প্রেস দেওয়া আছে 👇

11/08/2025

পাহাড়ে যারা প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। কমেন্টে তাদের মেনশন করুন এবং সবাই ফলো করুন।👇

08/08/2025

IELTS, GRE, PTE প্রিপারেশন নেয়ার চিন্তা-ভাবনা থাকলে আজই ট্রাই করুন। কমেন্টে লিংক দেওয়া আছে।

06/08/2025

কিছু অপ্রিয় সত্য কথা

18/07/2025
ধ/র্ষনের দায়ে গ্রেপ্ত/র করা হয়েছে, অথচ হাসি টা দেখেন। না আছে লজ্জা, না আছে অনুশোচনা, না আছে ভয়! কারন এরা জানে দুইদিন পরে...
17/07/2025

ধ/র্ষনের দায়ে গ্রেপ্ত/র করা হয়েছে, অথচ হাসি টা দেখেন। না আছে লজ্জা, না আছে অনুশোচনা, না আছে ভয়! কারন এরা জানে দুইদিন পরেই আবার বেরিয়ে আসবে। এটাই ৭১ আর ২৪ এর বাংলাদেশ।

গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঋতুপর্ণা চাকমার বাড়িতে গিয়ে তার মায়ের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা দিয়ে আসলেন!...
10/07/2025

গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঋতুপর্ণা চাকমার বাড়িতে গিয়ে তার মায়ের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা দিয়ে আসলেন! আর এতে হাপ্পো-উপজাতিদের রিজভীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই! অনেকেই উনাকে মাথায় তুলে নাচানাচি শুরু করে দিয়েছেন।

হাপ্পো-উপজাতিদের কিছু টাকা দিয়ে, কিছু উন্নয়ন দিয়ে অতি সহজে কেনা যায়, রিজভীকে নিয়ে অতিরিক্ত লাফালাফিই এর প্রমাণ! অথচ এই রিজভীই কিছুদিন আগে বলেছিলো যে, "ওরা আদিবাসী হলে আমরা কি পরবাসী!"

আত্মপরিচয় ও অধিকারের চেয়েও টাকা ও উন্নয়ন দিয়ে কোন রাজনৈতিক দল এবং ব্যক্তিকে পরিমাপ করা হাপ্লো-উপজাতিদের জন্য হাসিনা-খালেদা-নাহিদ-শফিকরাই আইডল হবে এটা অস্বাভাবিক কিছু না!

মূল পোস্ট: Rumen Changma

29/06/2025

এআই দিয়ে দারুণ স্টোরিটেলিং। এপ্রিসিয়েট করার মতো। সবাই সাপোর্ট করুন👏❤️

সিকিমকে ভারতের জাপান বলাটা ভুল হবে না। জ্ঞান-বিজ্ঞানের দিক থেকে জাপানের মতো না হলেও, অনেক কিছুতেই জাপানের মতই। আজকের ভার...
19/06/2025

সিকিমকে ভারতের জাপান বলাটা ভুল হবে না।
জ্ঞান-বিজ্ঞানের দিক থেকে জাপানের মতো না হলেও, অনেক কিছুতেই জাপানের মতই।

আজকের ভারতে সিকিম যেন এক উজ্জ্বল ব্যতিক্রম। ছোট্ট একটি রাজ্য, কিন্তু চিন্তাধারায়, দৃষ্টিভঙ্গিতে এবং দায়িত্ববোধে বহু বড় রাজ্যকেও ছাপিয়ে গেছে।
🏔️ পর্যটনের স্বর্গভূমি সিকিম শুধু সৌন্দর্যের রাজ্য নয়, আত্মার আরাম পাওয়ার জায়গা।

সিকিম এমন একটি স্থান, যেখানে মানুষ প্রকৃতিকে শুধু ব্যবহার করে না— শ্রদ্ধা করে, ভালোবাসে, আগলে রাখে। এখানকার আকাশ যতটা নীল, মনও ততটাই নির্মল।

🚯 সাম্প্রতিক এক উদ্যোগে সিকিমে ঘুরতে গেলে এখন নিজের জন্য আবর্জনার ব্যাগ নিয়ে যেতে হয়। কারণ তাঁদের বক্তব্য হলো—
“আমরা তোমাকে প্রকৃতি দেখতে ডেকেছি, প্রকৃতিকে ডাস্টবিন বানাতে নয়।”
এমন সচেতনতা সত্যিই বিরল।

🍀 ভারতের একমাত্র পুরোপুরি জৈব রাজ্য হলো সিকিম।
সিকিমে রাসায়নিক সার, কীটনাশক বা কোনো কৃত্রিম উপাদান ব্যবহার হয় না। ২০১৬ সালেই সিকিমকে ‘১০০% জৈব রাজ্য’ ঘোষণা করা হয়। এখানে চাষের প্রতিটি শস্য, সবজি, ফল প্রকৃতির কোলে জন্মায়— বিশুদ্ধ, নিরাপদ, আর পরিবেশবান্ধব।

🔇 সিকিমের রাজধানী গ্যাংটক একটি শান্তির শহর, এখানকার রাস্তা হর্নহীন।
গ্যাংটক শহরে হর্ন বাজানো নিষিদ্ধ। কল্পনা করুন, এক পাহাড়ি শহর যেখানে গাড়ি চলে কিন্তু শব্দ নেই! এখানকার পরিবেশ এতটাই শান্ত যে পাখির ডাকও শুনতে পাবেন স্পষ্টভাবে।

👩‍🎓 নারীর সম্মান ও শিক্ষার আলোতেও সিকিম অনেক এগিয়ে। সিকিমে নারী-পুরুষের মাঝে অসমতা নেই বললেই চলে। শিক্ষার হার প্রায় ৮১%। নারীরা প্রশাসন, ব্যবসা, শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। একটি সুশৃঙ্খল ও সাম্যবাদী সমাজ গড়ে তুলেছে তারা।

🌎 টেকসই উন্নয়নের পথপ্রদর্শক
সিকিম আমাদের শেখায়— উন্নয়ন মানেই প্রকৃতিকে ধ্বংস নয়। বরং প্রকৃতির সঙ্গে মিলেই সম্ভব উন্নত সমাজ গড়া। তারা রাস্তা বানায়, স্কুল তৈরি করে, পর্যটন বাড়ায়— তাও পরিবেশের ক্ষতি না করেই।

সিকিম আমাদের ভবিষ্যতের দিশা দেখায়।
সিকিম যেন সেই নিঃশব্দ শিক্ষক, যে চিৎকার করে কিছু বলে না— কাজ করে দেখায়। যে শেখায়, সচেতনতা, দায়িত্ববোধ, শান্তি ও প্রাকৃতিক ভারসাম্যই ভবিষ্যতের মূল চাবিকাঠি। ❤️

19/05/2025

যে কারণে বিলম্ব হয়

Address


Alerts

Be the first to know and let us send you an email when Athwee Marma - বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Athwee Marma - বাংলা:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share