Captured Scene

Captured Scene "Telling the story of nature's beauty through cinematic shots – Captured Scene."
(2)

🤲🤲
28/06/2025

🤲🤲

[আমাদের শ্রদ্ধেয় শহিদ স্যার এখন ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন — আপনাদের সাহায্য ও দোয়া প্রয়োজন]

শহিদ স্যার — আমাদের প্রিয় শিক্ষক, যিনি জীবনের পড়তে পড়তে আমাদের শিখিয়েছেন সাহস, সততা আর শিক্ষা কীভাবে মানুষ গড়ে। আজ তিনিই এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর শরীরে ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি, আর এই সময়টায় তিনি আমাদের সকলের সাহায্য ও দোয়া প্রত্যাশা করছেন।
যাঁরা স্যারের ছাত্র ছিলেন, কাছের মানুষ ছিলেন, বা কৃতজ্ঞতাবোধ থেকে পাশে দাঁড়াতে চান — তাঁদের সকলকে বিনীত অনুরোধ করছি, আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন।

📌 সাহায্য পাঠানোর মাধ্যমগুলো: বিকাশ/নগদ নম্বর (পার্সোনাল): ছাত্র জাবেদ – 01894 200808

💳 ব্যাংক একাউন্ট (BRAC Bank): অ্যাকাউন্ট নাম্বার: 1070786680001 অ্যাকাউন্ট হোল্ডার: Jabedul Islam ব্রাঞ্চ: চরপাড়া সাব ব্রাঞ্চ

💳 ইসলামি ব্যাংক: অ্যাকাউন্ট নাম্বার: 20507776700303681 অ্যাকাউন্ট হোল্ডার: Jabedul Islam ব্রাঞ্চ: ছমদিয়া পুকুর পাড়

📞 যোগাযোগ: জাবেদুল ইসলাম – 01894 200808 (সার্বিক তত্ত্বাবধানে আছেন)

আসুন, আমরা সকলে শহিদ স্যারের জন্য একসাথে দোয়া করি এবং সামান্য সাহায্য নিয়ে হলেও পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। আমিন। 🤲

15/06/2025

Happy Father Day ❤️
সকল বাবারা আমাদের জীবনের নীরব যোদ্ধা।
তাঁরা নিজের স্বপ্নগুলোকে পাশে রেখে সন্তানের স্বপ্নগুলো পূরণ করতে লড়ে যান প্রতিদিন।
তাঁদের ভালোবাসা প্রকাশে শব্দ কম পড়ে যায়,
কিন্তু তাঁদের ত্যাগ, ধৈর্য আর মমতা—অপরিসীম।

বাবা মানেই নিরাপত্তা, নির্ভরতা আর নিঃশব্দ ভালোবাসা।
আজকের এই দিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই পৃথিবীর সব বাবাকে।
আপনারা আছেন বলেই আমরা আছি।

শুভেচ্ছা ও ভালোবাসা—সব বাবাদের জন্য!
#বাবা_আমার_গর্ব াবার_জন্য_শ্রদ্ধা

02/06/2025

📍Barishal — The City of Canals and Calm.
Wake up to misty mornings, drift through rivers that tell stories.
Barishal isn’t just a place — it’s a peaceful emotion wrapped in nature and nostalgia. 🌿🌊
📍বরিশাল — নদীর শহর, হৃদয়ের স্পর্শ!
যেখানে ঘুম ভাঙে কুয়াশায় ভেজা সকালে, আর সন্ধ্যা নামে নৌকার শব্দে।
বরিশাল শুধু একটি জায়গা নয়, এটা একটি অনুভব — মাটির গন্ধ, পানির সুর আর মানুষের ভালোবাসা। ⛵🌾
📸 Barishal Vibes
#বরিশাল #নদীর_শহর #ভ্রমণবাংলা #প্রকৃতির_শহর #বাংলার_সৌন্দর্য #নস্টালজিয়া

02/06/2025

📍Mayabi Waterfall, Jaflong
A crystal-clear cascade flowing from the heart of the hills — nature’s silent poetry.
Every drop whispers peace, every moment feels magical. 🍃💦
Come, feel the calm where the mountains meet the mist.
📍মায়াবী ঝর্ণা, জাফলং
পাহাড়ের বুকে ঝরে পড়া এক স্বচ্ছ ভালোবাসা — মায়াবী ঝর্ণা।
যেখানে পানির শব্দে মিশে থাকে প্রকৃতির গভীর গান।
চোখে দেখলে বোঝা যায়, প্রকৃতি কতটা শান্ত আর রহস্যময় হতে পারে। 🌿💧
#বাংলার_ঝর্ণা #মায়াবী_ঝর্ণা #জাফলং #প্রকৃতি_প্রেমী #ভ্রমণবাংলা

02/06/2025

📍Teknaf — Where the land ends and beauty begins.
The perfect harmony of hills, sea, and serenity.
Experience the southern edge of Bangladesh like never before. 🌊⛰️
📍টেকনাফ — পাহাড়, সাগর আর সীমান্তের মুগ্ধতা!
যেখানে বাংলাদেশের শেষ প্রান্ত ছুঁয়ে যায় নীল জলরাশির সাথে।
টেকনাফ শুধু একটা জায়গা নয়, এটা এক অনুভব, এক শান্তির নাম। 🌊⛰️
ঘুরে এসো, হারিয়ে যাও এই সীমান্ত শহরের নীল-সবুজ সৌন্দর্যে।
#বাংলার_সৌন্দর্য #টেকনাফ #ভ্রমণবাংলা #প্রকৃতি #সীমান্তের_গল্প #নীল_সাগর

02/06/2025

📍Jaflong, by the Mystical Mayabi Waterfall…
A magical blend of hills, crystal-clear waters, and whispering falls — nature at its most serene.
Take a break and lose yourself in this peaceful paradise. 🍃✨
#মায়াবী_ঝর্ণা #জাফলং #বাংলার_প্রকৃতি #ভ্রমণ #প্রকৃতির_ছোঁয়া

18/05/2025

Most Aesthetic Place In CU
📸Sayem With Cam

18/05/2025

খোলা বিলের প্রশান্ত বাতাস, চারপাশে সবুজের ছোঁয়া,
আর মাঝখান দিয়ে চলে যাওয়া শান্ত পথ —
এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি।
Open bill, fields on all sides, and a tree-lined path through the heart —
A living painting drawn by the hands of nature.
📸Sayem With Cam

#গ্রামবাংলা #প্রকৃতিরছবি #বিলপথ

18/05/2025

In the burst of colors, every worry fades —
Baganbilash , nature’s vibrant poetry.
রঙের উচ্ছ্বাসে হারিয়ে যায় হৃদয়ের সব ক্লান্তি —
এ যেন প্রকৃতির আপন আঁকা বাগানবিলাস।
📸Sayem With Cam
#বাগানবিলাস

18/05/2025

A day of dreams, memories, and pride —
5th Convocation 2025, University of Chittagong
These moments are ours forever, etched in honor and joy.💖
স্বপ্ন, স্মৃতি আর সম্মানের এক অনন্য দিন —
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ২০২৫
এই মুহূর্তগুলো শুধুই আমাদের, চিরদিনের জন্য গর্বের স্মৃতি।💖


Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Captured Scene posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share