
28/06/2025
🤲🤲
[আমাদের শ্রদ্ধেয় শহিদ স্যার এখন ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন — আপনাদের সাহায্য ও দোয়া প্রয়োজন]
শহিদ স্যার — আমাদের প্রিয় শিক্ষক, যিনি জীবনের পড়তে পড়তে আমাদের শিখিয়েছেন সাহস, সততা আর শিক্ষা কীভাবে মানুষ গড়ে। আজ তিনিই এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর শরীরে ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি, আর এই সময়টায় তিনি আমাদের সকলের সাহায্য ও দোয়া প্রত্যাশা করছেন।
যাঁরা স্যারের ছাত্র ছিলেন, কাছের মানুষ ছিলেন, বা কৃতজ্ঞতাবোধ থেকে পাশে দাঁড়াতে চান — তাঁদের সকলকে বিনীত অনুরোধ করছি, আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন।
📌 সাহায্য পাঠানোর মাধ্যমগুলো: বিকাশ/নগদ নম্বর (পার্সোনাল): ছাত্র জাবেদ – 01894 200808
💳 ব্যাংক একাউন্ট (BRAC Bank): অ্যাকাউন্ট নাম্বার: 1070786680001 অ্যাকাউন্ট হোল্ডার: Jabedul Islam ব্রাঞ্চ: চরপাড়া সাব ব্রাঞ্চ
💳 ইসলামি ব্যাংক: অ্যাকাউন্ট নাম্বার: 20507776700303681 অ্যাকাউন্ট হোল্ডার: Jabedul Islam ব্রাঞ্চ: ছমদিয়া পুকুর পাড়
📞 যোগাযোগ: জাবেদুল ইসলাম – 01894 200808 (সার্বিক তত্ত্বাবধানে আছেন)
আসুন, আমরা সকলে শহিদ স্যারের জন্য একসাথে দোয়া করি এবং সামান্য সাহায্য নিয়ে হলেও পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। আমিন। 🤲