Nancy's Craft

  • Home
  • Nancy's Craft

Nancy's Craft হিংসা বিদ্বেষ কে না বলি সুন্দর সমাজ গড়ি

Emni 🤝 Hmm.
04/08/2025

Emni 🤝 Hmm.

মিশর থেকে সমুদ্রে নিক্ষেপ করা শস্যভর্তি বোতলগুলো গাযায় এসে পৌঁছেছে। এরকম একটা বোতলের সাথে পাঠানো চিরকুটে লেখা ছিল:"ক্ষমা...
30/07/2025

মিশর থেকে সমুদ্রে নিক্ষেপ করা শস্যভর্তি বোতলগুলো গাযায় এসে পৌঁছেছে। এরকম একটা বোতলের সাথে পাঠানো চিরকুটে লেখা ছিল:

"ক্ষমা করে দিও, প্রিয় ভাইয়েরা; এটুকুই আমরা করতে পারি!"
হে আল্লাহ,
তুমি মাজলুমের দোয়া কবুল কর, তাদের তুমি সহায় হও! 😥

25/07/2025

এবার আসল ঘ'টনা ফা''শ করলেন, মাইলষ্টোনের শিক্ষক ৷ দেখুন বিস্তারিত । লা শ সংখ্যা গোপন করা কি আদো সম্ভব ? 😱😱😱😱

😱😲💞


....

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

#ভোক্তা #অধিকার

👉 ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বি...
25/07/2025

👉 ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসীন দলের সোনার ছেলে "জসিমউদদীন মানিক" এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।
👉 দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজা কে কুপিয়ে তার মাথা কয়েকভাগ করে সিলেটের বদরুল,খাজিদার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।
👉 ২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে
একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি
হয় নি।
👉সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি।
👉 ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী,ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও,
ফাঁসি কিন্তু হয় নি।
👉 কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায়
৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে
হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।
👉 গত কয়েকবছর আগে দেখলাম ৩ বছরের শিশুর
যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়,
সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।
👉 এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই,
কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।
👉 আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলাঙ্গার।

{ধর্ষনের সাজা}

👉আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
👉রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
👉চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
👉পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
👉মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।
👉 সৌদি আরব: শুক্রবার জুম্মা শেষে জনসম্মক্ষে শিরচ্ছেদ!
👉দক্ষিন আফ্রিকা: ২০ বছরের কারাদন্ড।
👉মঙ্গোলিয়া: ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড দিয়ে প্রতিশোধ পুরণ ।
👉 নেদারল্যান্ড: ভিন্ন ভিন্ন সাজা ।
👉আফগানিস্তান: ৪ দিনের ভিতর গুলি করে হত্যা ।
👉মালয়শিয়া: মৃত্যুদন্ড।

👉 বাংলাদেশে:👇
-: প্রতিবাদ🙌
-: ধর্না😉
-: তদন্ত😉
-: কয়েকসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
-: সমঝোতার চেষ্টা😉
-: ঘুষ দেওয়া😛
-: প্রভাবশালীদের লোক 😉
-: ধমক-চমক😛
-: মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা😰
-: বোরকা পরে ছিলো কি না?😰
-: সংবাদমাধ্যমে আলোচনার আসর😒
-: রাজনীতি করন😡
-: জাতি নির্ধারণ😡
-: জামিন😡
-ফের ধর্ষন😯😱
-:মেয়েটির আত্মহত্যা 😭

হুম এটাই আমাদের বাংলাদেশ 🙃

24/07/2025

আব্বা আব্বা বলে তরুণীর আহাজারি!!
গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এক তরুণীকে প্রকাশ্যে রাস্তায় পাইপ দিয়ে এলোপাতাড়ি পে'টাচ্ছে…

ছিঃ ছিঃ

24/07/2025

রিয়েল হিরো

জুনায়েদ পলক—তরুণ বয়সে এমপি, এরপর প্রতিমন্ত্রী।আর এখন জেলখানায়! চোখে পানি, মুখে হতাশা।একটা ছোট্ট বন্দি খোপে কাটছে দিন।নেই...
24/07/2025

জুনায়েদ পলক—তরুণ বয়সে এমপি, এরপর প্রতিমন্ত্রী।
আর এখন জেলখানায়! চোখে পানি, মুখে হতাশা।

একটা ছোট্ট বন্দি খোপে কাটছে দিন।নেই মোবাইল, নেই আপনজন, কথা বলার মতো মানুষও নেই।দিন-রাতের হিসাব নেই!কত বছর থাকতে হবে তাও অনিশ্চিত।
হয়তো লুৎফুজ্জামান বাবরের মতো—বৃদ্ধ বয়সে মুক্তি, কিন্তু ততদিনে সব কিছু হারানো!

একটাই জীবন — কী নিদারুণ অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কী ছিল না তার?
গাড়ি, বাড়ি, প্রভাব, কর্মীবাহিনী, অর্থ…
আর ছিল নিখুঁত সাজ-পোশাকের পরিপাটি জীবন!
চশমা, জামা, ঘড়ি — সব কিছুতেই থাকত রুচির সুশৃঙ্খল সামঞ্জস্য।

আজ সব শেষ।

প্রিয় স্ত্রীরাও নেই পাশে।
যাদের জন্য নিজের সর্বস্ব নিঃশেষ করেছিলেন, তারা আজ দেশ ছেড়ে নিরাপদ দূরত্বে।
তাদের একজনও আটক হয়নি, গ্রেপ্তার তো দূরের কথা!

এই ছবি এক ভয়ংকর বাস্তবতা ও শিক্ষার প্রতীক।

আজ যারা ক্ষমতায়, কিংবা যারা হতে চান—মনে রাখবেন,ক্ষমতা ক্ষণিকের।
মানুষ পাশে থাকে হৃদয়ের বন্ধনে, সুযোগের জন্য নয়।

শেষ পর্যন্ত থেকে যায় কেবল সততা, সঠিক অবস্থান আর মানুষের ভালোবাসা।

23/07/2025

মাইলস্টোন এ বিমান ক্র্যাশ করার আগ মুহূর্তে সিসিটিভি ফুটেজ

22/07/2025

লাশ নিয়েও রাজনীতি চলছে দেশে । মাইলস্টোন কলেজে শিক্ষক এর বক্তব্য

22/07/2025

We will all bring Sheikh Hasina back to the country 🗿🔥
কি একটা অবস্থা

22/07/2025

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধি,ক্কার.😅

22/07/2025

সড়কে উল্টে গেল মাইলস্টোন কলেজ শিক্ষার্থীর মরদেহবাহী ফ্রিজিং ভ্যান!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nancy's Craft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share