09/04/2025
ডিজিটাল ভূমি জরিপে নব দিগন্তে সূচনা,
"বিমান আলোকচিত্র জরিপ" আপনি জানেন কি নারায়ণগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এছাড়া কুষ্টিয়া ও মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই উপজেলাতে ডিজিটাইজ পদ্ধতিতে ভূমি জরিপ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহযোগীতায় বাংলাদেশে এই প্রথম বারের মত বিমান এর সহায়তায় এরিয়াল ফটোগ্রাফ গ্রহণের মাধ্যমে ভূমি জরিপ শুরু হচ্ছে। আপনি আপনার জমির আইল সীমানা সঠিক রাখুন যাতে নির্ভুল ম্যাপ বা নকশা প্রস্তুত করা সম্ভব হয়। নির্ধারিত সময়ে জরিপ টিমের নিকট আপনি আপনার জমির মালিকানার স্বপক্ষে দলিল, খতিয়ান ইত্যাদি উপস্থাপন করে নতুন মালিকানা খতিয়ান গ্রহণ করুন..।