সত্য প্রকাশ-SOTTO PROKASH

  • Home
  • সত্য প্রকাশ-SOTTO PROKASH

সত্য প্রকাশ-SOTTO PROKASH পথচলা লক্ষ্য একটাই
“সত্যকে উন্মোচন করা।

গাজায় আর যুদ্ধ করতে না চাওয়ায় বন্দী করা হলো ইসরায়েলি সেনাদের গাজার যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেছে ইসরায়েলি নাহাল ব্রিগেড...
28/07/2025

গাজায় আর যুদ্ধ করতে না চাওয়ায় বন্দী করা হলো ইসরায়েলি সেনাদের

গাজার যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেছে ইসরায়েলি নাহাল ব্রিগেডের কয়েকজন সেনা। তারা অভ্যন্তরীণ গভীর সংকটের কথা জানিয়ে লড়াইয়ে যেতে চায়নি। এ জন্য তাদের সামরিক কারাগারে পাঠানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে এ ধরনের বিরল বিদ্রোহ চলমান যুদ্ধ ক্লান্তি ও নৈতিক দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে।

27/07/2025

তুরস্কের সর্বাধিক শক্তিশালী সাধারণ বোমা ‘GAZAP’ প্রকাশ্যে, বিস্ফোরণে ছড়িয়ে পড়ে ১০,০০০ টুকরা

তুরস্ক তার সবচেয়ে শক্তিশালী প্রচলিত (নন-নিউক্লিয়ার) বোমা GAZAP তৈরি করেছে। প্রায় ৯৭০ কেজি ওজনের এই থার্মোব্যারিক বোমাটি তৈরি করা হয়েছে সর্বোচ্চ ধ্বংসক্ষমতা নিশ্চিত করার জন্য।

বিস্ফোরণের সময় এটি ১০,০০০টি ধাতব টুকরো ছড়িয়ে দেয়, এবং বিস্তৃত অঞ্চলে তীব্র তাপ ও চাপ সৃষ্টি করে। ফলে একসঙ্গে অনেক লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব হয়। (hn)

27/07/2025

গাজা থেকে প্রায় একশত কিলোমিটার দূরে থাকতেই ত্রাণবাহী জাহাজ হানজালায় ইসরায়েলি সেনাদের অভিযান।

ইসরায়েলি বাহিনী এখন জাহাজটিকে আশদোদ বন্দরে নিয়ে যাবে।

গাজায় প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে আরো এক ইসরায়েলি সেনা নিহত।
27/07/2025

গাজায় প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে আরো এক ইসরায়েলি সেনা নিহত।

  থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির লক্ষ্যে একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।কারণ উভয় দেশই যুদ্ধবিরত...
26/07/2025

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির লক্ষ্যে একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

কারণ উভয় দেশই যুদ্ধবিরতিতে রাজি।

আবার যুদ্ধবিরতিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র উভয় দেশের সাথে কোনো বাণিজ্য চুক্তিও করবেনা।

খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে। ...
23/07/2025

খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে। শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

নবীগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে যে সালিশ বৈঠকের বোর্ড গঠন করা হয়েছিল। ২য় দফা বৈঠক শেষে ক্ষতিগ্রস্ত...
23/07/2025

নবীগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে যে সালিশ বৈঠকের বোর্ড গঠন করা হয়েছিল। ২য় দফা বৈঠক শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন সালিশ বোর্ডের নেতৃবৃন্দ।

মাইলস্টোনে হতাহতের ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শোক প্রকাশ।
23/07/2025

মাইলস্টোনে হতাহতের ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শোক প্রকাশ।

22/07/2025

চট্টগ্রামের চকবাজারে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বহিস্কৃত যুবদল নেতা বাদশার অনুসারিরা যেভাবে সশস্ত্র হামলার সূত্রপাত ঘটিয়েছে সেটার বর্ণনা করছেন এই প্রত্যক্ষদর্শী

চলমান পদ্ধতিতে ৩৩% ভোট পেয়ে ক্ষমতায় যাওয়া আর ৩৬% ভোট পেয়ে ৫৭ আসন নিয়ে বিরোধী দলে বসার নজীর কিন্তু বাংলাদেশে আছে।PR জার্ম...
22/07/2025

চলমান পদ্ধতিতে ৩৩% ভোট পেয়ে ক্ষমতায় যাওয়া আর ৩৬% ভোট পেয়ে ৫৭ আসন নিয়ে বিরোধী দলে বসার নজীর কিন্তু বাংলাদেশে আছে।
PR জার্মান, নরওয়ে, অস্ট্রেলিয়া, নেপালসহ (আংশিক) বহুদেশেই পিআর পদ্ধতি বিদ্যমান।
PR পদ্ধতি মানে কী?
PR (Proportional Representation) মানে হলো- যত ভোেট, তত আসন।
এই পদ্ধতিতে, মানুষ একজন প্রার্থীকে নয়, একটি দলকে ভোট দেয়। যে দল যত বেশি ভোট পায়, তারা তত আসন পায় সংসদে।
উদাহরণ:
একটি সংসদে ১০০টি আসন আছে।
★দল A পায় ৪০% ভোেট পাবে ৪০টি আসন
★দল B পায় ৩০% ভোট পাবে ৩০টি আসন
★দল C পায় ৩০% ভোট পাবে ৩০টি আসন
এই পদ্ধতির সুবিধা:
ভোট নষ্ট হয় না
ছোট দলগুলোও সুযোগ পায়
জনগণের রায় ঠিকভাবে সংসদে দেখা যায়
1, PR পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের ও সবার মতামত সংসদে জায়গা পায়।
এটাই গণতন্ত্রের সুন্দর্য।
প্রশ্ন: আপনি কী চান বাংলাদেশেও PR পদ্ধতি চালু হোক?
#কপি

21/07/2025

🔴 বার্ন ইউনিট হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে নতুন করে আরো ৮ জনকে শনাক্ত করা হয়েছ। তারা হলেন-

২৯. আরিয়ান (১২)
৩০. তৌফিক (১৩)
৩১. নূসরাত (১৩)
৩২. তানভীর আহমেদ (১৩) [নিহত]
৩৩. রাইয়ান (১৪)
৩৪. জুনায়েদ (১১) [নিহত]
৩৫. জারিফ (১২)
৩৬. সবুজা বেগম (৪০)

এর পূর্বে ২৮ জনকে শনাক্ত করা হয়েছিল। এখন পর্যন্ত মোট সংখ্যা দাঁড়ালো ৩৬।

21/07/2025

🔴 বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ২৮ জনের নাম পাওয়া গেছে। যাদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা হচ্ছেন :

১. শামীম ইউসুফ (১৪)
২. মাহিন (১৫)
৩. আবিদ (১৭)
৪. রফি বড়ুয়া (২১)
৫. সায়েম (১২)
৬. সায়েম ইউসুফ (১৪)
৭. মুনতাহা (১১)
৮. নাফি
9. মেহেরিন (১২)
১০. আয়মান (১০)
১১. জায়েনা (১৩)
১২. ইমন (১৭)
১৩. রোহান (১৪)
১৪. আবিদ (৯)
১৫. আশরাফ (৩৭)
১৬. ইউশা (১১)
১৭. পায়েল (১২)
১৮. আলবেরা (১০)
১৯. তাসমিয়া (১৫)
২০. মাহিয়া
২১. অয়ন (১৪)
২২. ফয়াজ (১৪)
২৩. মাসুমা (৩৮)
২৪. মাহাতা (১৪)
২৫. শামীম
২৬. জাকির (৫৫)
২৭. নিলয় (১৪)
২৮. সামিয়া

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্য প্রকাশ-SOTTO PROKASH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share