Love story of puran dhakar polapains

  • Home
  • Love story of puran dhakar polapains

Love story of puran dhakar polapains If you believe your love is true & you are brave enough to share,
then we are here ;)
Coz, boyz of puran dhaka never fear .............

® ✔ Original And Official Page √

06/09/2025

এক সাহাবীকে জিজ্ঞেস করা হলো - “তুমি তোমার স্ত্রীর কোন গুণকে সবচেয়ে ভালোবাসো?”
তিনি বললেন - “সে আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়।”
আসল ভালোবাসা হলো, যে ভালোবাসা আল্লাহর কাছে পৌঁছে দেয় ❤️

06/09/2025

মানুষের পদ-পদবী, অর্থবিত্ত না দেখেও যারা মানুষকে সম্মান দিয়ে কথা বলে - তারা সত্যিকারের ভালো মানুষ!'❤️🌸

06/09/2025

অবহেলা কইরেন না অযত্নে মানুষ হারায়েন না কেউ চলে গেলে বুঝবেন পুরো পৃথিবীটা এনে দিলেও তার শূন্যতা পূরণ হবে না..
মনের মধ্যে না বলা এক কথার জাহাজ ডুবি..

06/09/2025

অচেনা তুমি কিভাবে,করো চেনা এই মুখটাকে
অবাক লাগে কি বিবেক তোমার...

18/08/2025

তুমি ঠিকই বলছিলা, শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট না। ঘর বাঁধতে আরো অনেককিছু লাগে। সেটা সৌন্দর্য কিংবা টাকা-পয়সা না। এছাড়াও আরও অনেক কিছুই লাগে।

আল্লাহ যারে দেয় - তারে ঐ টাকা-পয়সা, সৌন্দর্য, আরো অনেক কিছু সবই দেয়।

আর যারে দেয় না, তারে আমার মতোই শূন্য হাতে পৃথিবীতে পাঠায়...

18/08/2025

আমাকে কিছু একটা কথা বলো।
-"আমি তোমাকে চিরকাল ভালোবাসবো"

না, তা নয়।

আমাকে কথা দাও তুমি আমার ছোট ছোট অনিশ্চয়তা, আমার সন্দেহ, আমার অযৌক্তিক ভয় বুঝতে পারবে।

আমি যখন সবাইকে দূরে ঠেলে দিতে চাই তখন তুমি তা বুঝতে পারবে।

আমাকে কথা দাও যে আমরা যখন ঝগড়া করি, তখনও তুমি বিশ্বাস করো যে আমি একজন ভালো মানুষ।

হয়তো আমার এমন একজনের প্রয়োজন যে আমাকে খুব ভালোভাবে জানে এবং তবুও আমাকে ভালোবাসতে পছন্দ করে.. এমন একজনের চেয়ে যে আমাকে ভালোবাসে কারণ সে সবকিছু জানে না।

13/08/2025

তোমারে ভালোবাসি " এর মানে হলো তোমারে না পেলে মরে যাবো না! কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদী যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না 🖤

25/07/2025

এটাও কি ভালোবাসা নয়
ইচ্ছে হলেই তোমাকে ছুতে পারিনা
দেখতে পারিনা একটু সময়ের জন্য তোমার
সাথে কথা বলতে পারিনা
তবুও আছো তুমি আমার মনের গহীনে
বিশাল জায়গা জুড়ে,,তুমি আছো
আমার কল্পনা জুড়ে ☺️

03/07/2025

না পাওয়া ও একধরনের পাওয়া "
এই যে তোমাকে পেলাম না অথচ
সারাজীবন চাইতে থাকবো
এইটা কি ভালোবাসা নয়?

03/07/2025

কেউই একা থাকতে চায়না, কেউই একাকিত্ব পছন্দ করেনা।
কিন্তু যখন মানুষ অনেকের ভীড়ে থেকেও একা অনুভব করে,
কারো সঙ্গ চেয়েও সঙ্গিহীন হয়ে দিনের পর দিন চলাফেরা করে,
তখন মানুষ বাধ্য হয়ে একা থাকতে শুরু করে, একা থাকতে থাকতে একটা সময় মানুষ একাকিত্ব কে ভালোবেসে ফেলে।
তখন সে সবকিছু একা একাই সামলে নিতে শিখে যায়!🖤

03/07/2025

জানা, অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া।
কিছুটা সুখ, কিছুটা ব্যথা।

সব ভুলে, না ভুলে,
দিন শেষে ভেবে যাই শুধু নিজেরই কথা।

আমি ছাড়া কে আছে আমার? থাকবেই বা কে?
তাই ভালোবেসে যাই আমি আমারই আমাকে ♥️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Love story of puran dhakar polapains posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love story of puran dhakar polapains:

  • Want your business to be the top-listed Media Company?

Share