The Daily NSTU

The Daily NSTU সত্য প্রকাশে দৃঢ় প্রত্যয় "The Daily NSTU"

24/10/2025
কেনো পড়বেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে...
24/10/2025

কেনো পড়বেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে...

‘জুলাই সংহতি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটিআজ (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ‘জুলাই সংহতি’ আয়োজ...
23/10/2025

‘জুলাই সংহতি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি

আজ (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ‘জুলাই সংহতি’ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতার ফাইনালে তারা মুখোমুখি হয় নোয়াখালী মেডিকেল কলেজ ডিবেটিং সোসাইটির সঙ্গে।

বিস্তারিত কমেন্টে....
23/10/2025

বিস্তারিত কমেন্টে....

23/10/2025

গুচ্ছ নিয়ে উপাচার্যদের সঙ্গে আজ সভায় বসছে ইউজিসি, বাড়ছে বিশ্ববিদ্যালয়

সূত্র - ডেইলি ক্যাম্পাস

নতুন মুখ আর নতুন স্বপ্ন নিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্পোর্টস ক্লাব...
22/10/2025

নতুন মুখ আর নতুন স্বপ্ন নিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্পোর্টস ক্লাবের Orientation Program 2025।

গতকাল অনুষ্ঠিত এ আয়োজনে নতুন সদস্যদের প্রাণচাঞ্চল্য, উদ্দীপনা ও হাসিতে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।

আয়োজকদের মতে, এটি শুধু একটি আনুষ্ঠানিক সূচনা নয়। বরং ক্লাবের একটি নতুন অধ্যায়ের সূচনাবিন্দু। তারা বিশ্বাস করেন, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দলগত চেতনার মাধ্যমে খেলাধুলার প্রতিটি অঙ্গনে গড়ে উঠবে সাফল্যের নতুন ইতিহাস।

হায় রে তিস্তার চর! অসুস্থ মাকে কাঁধে নিয়ে ভোরের আলোয় দুই সন্তানের রুদ্ধশ্বাস দৌড়​‘বর্ষায় নাও, শুকনায় পাও’—এভাবেই চলছে লা...
22/10/2025

হায় রে তিস্তার চর! অসুস্থ মাকে কাঁধে নিয়ে ভোরের আলোয় দুই সন্তানের রুদ্ধশ্বাস দৌড়

​‘বর্ষায় নাও, শুকনায় পাও’—এভাবেই চলছে লালমনিরহাট কালীগঞ্জের চরাঞ্চলের জীবনযাত্রা;
স্বাস্থ্যসেবার চরম সংকট:
​অসুস্থ মাকে দ্রুত হাসপাতালে পৌঁছাতে কাঁধে তুলে নিয়ে দিগন্ত বিস্তৃত বালুচর আর ভাঙা পথে ছুটে চলছেন দুই যুবক। মধ্যরাতে মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ভোরের আলো ফুটতেই শুরু হয় তাদের এই জীবন বাঁচানোর লড়াই। রাস্তার অভাবে গাড়ি তো দূরে থাক, এমনকি হেঁটে চলাও যেখানে দুরূহ, সেখানে একমাত্র ভরসা নিজেদের সন্তানের কাঁধ। হৃদয়বিদারক এই চিত্রটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তা চর এলাকার।
​স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা চরের বাসিন্দা এক বৃদ্ধা মধ্যরাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চরাঞ্চলে দ্রুত চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় এবং হাসপাতাল বহুদূরে হওয়ায় দুই ছেলে নিরুপায় হয়ে নিজেদের কাঁধকেই অ্যাম্বুলেন্স বানিয়ে নেন। বালুচর উপেক্ষা করে হাসপাতাল পৌঁছানোর জন্য ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তারা প্রায় কিলোমিটারের পর কিলোমিটার পথ মাকে কাঁধে করে পাড়ি দিতে শুরু করেন। নদী আর বালুচরের এই রুক্ষ পথে সন্তানেরা মায়ের জীবন বাঁচাতে যে রুদ্ধশ্বাস দৌড় শুরু করেন, তা মুহূর্তে স্থানীয়দের চোখে এনেছে জল।

​বর্ষায় নাও, শুকনায় পাও: অভিশাপ তিস্তা

​এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা একটি প্রবাদেই বাঁধা পড়ে আছে—"বর্ষায় নাও, শুকনায় পাও"। তিস্তা নদীর গতিপথের পরিবর্তন এবং পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থার অভাবে চরাঞ্চলের মানুষের কাছে জীবনযাত্রা এক কঠিন পরীক্ষা। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে উঠলে নৌকা ছাড়া যাতায়াতের উপায় থাকে না। আবার শুকনো মৌসুমে তিস্তার বুকে ধু-ধু বালুচর জেগে ওঠায় নৌকা চলে না, সড়ক না থাকায় গাড়িও পৌঁছায় না। ফলে চরের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হন। জরুরি স্বাস্থ্যসেবা নিতে যাওয়াটা যেন তাই আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

​স্বাস্থ্যসেবা ও অবকাঠামো সংকট:

​চরাঞ্চলের একাধিক বাসিন্দা জানান, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল এই এলাকা থেকে বহু দূরে। শুকনো ও বর্ষা, দুই মৌসুমেই যোগাযোগ ব্যবস্থা চরম খারাপ থাকায় দ্রুত রোগী পরিবহন অসম্ভব হয়ে পড়ে। বর্ষায় ভাঙন আর বন্যায় যেমন সব ভাসিয়ে নিয়ে যায়, তেমনি শুকনায় বালুচর আর যোগাযোগ বিচ্ছিন্নতা তিস্তার মানুষকে পিছিয়ে রেখেছে। সড়ক, সেতু বা কালভার্টের মতো জরুরি অবকাঠামোগত উন্নয়নের অভাবে এই এলাকার কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত মানবেতর জীবন যাপন করছেন।

​এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত নজর দেওয়া এবং চরাঞ্চলের মানুষের জন্য আধুনিক যোগাযোগ ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে নদীভাঙন ও যোগাযোগ সংকটের সমাধান হয়ে চরাঞ্চলের এই দুর্ভোগের চিত্র পাল্টানো সম্ভব।

Md Rakibul Hasan
The Daily BRUR Campus

প্রশাসনের বিরুদ্ধে বিদ্যুৎ অপচয়ের অভিযোগনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন গ্যারেজে ২৬টি লাইট...
21/10/2025

প্রশাসনের বিরুদ্ধে বিদ্যুৎ অপচয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন গ্যারেজে ২৬টি লাইট জ্বালানো হয়েছে, যেখাে কয়েকটি বাতি জ্বালিয়ে রাখলেই পর্যাপ্ত আলো নিশ্চিত করা সম্ভব। প্রশাসনের এমন অপচয়ে
ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মতে, এমনভাবে আলোর ব্যবহারের ফলে বিদ্যুৎ খরচের পাশাপাশি পরিবেশগত ক্ষতির সম্ভাবনাও বাড়ছে। তারা মনে করেন, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও সচেতন হওয়া উচিত।

Address

Noakhali,chottogram, Bangladesh
Chottogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily NSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share