God's servant omor

  • Home
  • God's servant omor

God's servant omor তাহাজ্জুদ এমন একটি নামাজ,,
যে নামাজে কোন মুয়াজ্জিন ডাকে না,,
স্বয়ং আল্লাহ নিজেই ডাকে �
(1)

11/08/2025

সমস্ত নবীরা যত দোয়া করেছেন তার মধ্যে এই দোয়াটিকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়

23/06/2025

ফেসবুক ইউটিউব থেকে দিন শিখা সম্ভব নয়
আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান ভাই

15/05/2025

কোরআন ওই একমাত্র কিতাব ,, যে কিতাবকে আজকে সব থেকে বেশি অবহেলা করা হয় 🥹

04/05/2025

পার্থক্য একটাই,, আমরা সৎ সঙ্গে দৌড়াই,,,
তোমার প্রতি কাজ করে দুনিয়ার লোভ, আমার প্রতি কাজ করে আল্লাহর ভালোবাসা,,

কার সুন্নত কে পালন করে⁉️❖ পুরুষদের পোশাক বিষয়ে, রাসূল (সাঃ) বলেন,"যে ব্যক্তি অহংকার সহকারে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে চলে, ...
19/04/2025

কার সুন্নত কে পালন করে⁉️
❖ পুরুষদের পোশাক বিষয়ে, রাসূল (সাঃ) বলেন,
"যে ব্যক্তি অহংকার সহকারে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে চলে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না।"
— [সহীহ বুখারী: ৫৭৮৮]
অন্য হাদীসে:
"টাখনুর নিচে যা থাকে, তা জাহান্নামে যাবে।"
— [সহীহ বুখারী: ৫৭৮৭]
→ তাই পুরুষের কাপড় থাকবে টাখনুর উপরে। অহংকার ছাড়া হলেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

❖ নারীদের পোশাক বিষয়ে, নারীদের পোশাকের ক্ষেত্রে হাদীসে এসেছে:
"আবূ হুরায়রা (রাঃ) বলেন, নারীদের যেন তাদের কাপড় টাখনুর নিচে ঝুলে থাকে।"
— [তিরমিজি: ১৭৩১, আবু দাউদ: ৪১১৮]
→ নারীরা শরীর ঢাকা ও পর্দা বজায় রেখে টাখনুর নিচে পোশাক পরবে, যাতে সতীত্ব রক্ষা পায়।

❖ নেশা জাতীয় বস্তু সম্পর্কে, রাসূলুল্লাহ (সাঃ) বলেন:
"প্রত্যেক নেশা আনয়নকারী জিনিস হারাম।"
— [সহীহ মুসলিম: ২০০৩]
→ মাদক, সিগারেট, গাঁজা, শিশা, ইয়াবা — সবই হারাম।

আজকের ফ্যাশনের নামে চলছে সুন্নাহ বিরোধী জীবনযাপন!
ছেলেরা টাখনুর নিচে প্যান্ট পরে, মেয়েরা টাইট ও শর্ট ড্রেসে ঘোরে।
যুবক-যুবতীরা হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে।
একাকীত্বে চলছে গোপন গুনাহ, যা ধ্বংসের পথে নিয়ে যায়।

মাওলানা জুবায়ের সাহেব (দা.বা) বলেন—আল্লাহ তা’আলা মানুষকে চারটি উপাদান থেকে সৃষ্টি করেছেন:১. আগুন২. পানি৩. বাতাস৪. মাটিএ...
19/04/2025

মাওলানা জুবায়ের সাহেব (দা.বা) বলেন—
আল্লাহ তা’আলা মানুষকে চারটি উপাদান থেকে সৃষ্টি করেছেন:
১. আগুন
২. পানি
৩. বাতাস
৪. মাটি

এই চারটি উপাদান যেমন দুনিয়ার জিনিসপত্রে আছে, তেমনি আমাদের মানসিকতা ও চরিত্রেও এই উপাদানগুলোর প্রভাব বিদ্যমান। প্রত্যেক উপাদানের স্বতন্ত্র স্বভাব আছে, এবং সেই স্বভাবই আমাদের ভেতরে বিভিন্ন নৈতিক দুর্বলতা হিসেবে প্রকাশ পায়।

১. আগুন:

আগুনের স্বভাব হলো – উপরের দিকে উঠা। সবসময় উপরের দিকে যেতে চায়।
মানুষের মধ্যেও এই আগুনের প্রভাব আছে। সে চায়—আমি বড় হই, আমাকে সবাই স্যালুট করুক, আমার সম্মান হোক, আমার কথা সবাই শুনুক।
এই হলো অহংকার। অহংকার তো একমাত্র আল্লাহর জন্য, কিন্তু মানুষ নিজেই আল্লাহর গুণ ধারণ করতে চায়—নিজেকে মহান ভাবে, নিজেকে বড় মনে করে।

২. পানি:

পানির স্বভাব হলো—যেদিকে ঢালু, সেদিকেই বয়ে যায়। নিজের কোনো নিয়ন্ত্রণ নেই।
মানুষও অনেক সময় এমন হয়। সমাজের স্রোত যেদিকে যাচ্ছে, সে-ও সেদিকে চলে যায়।
চলচ্চিত্র, ফ্যাশন, লাইফস্টাইল, ট্রেন্ড—সবকিছুতে স্রোতের মতো ভেসে যায়।
নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি থাকে না। হারিয়ে যায় আত্মপরিচয়, হারিয়ে যায় আল্লাহভীতির গুণ।

৩. বাতাস:

বাতাস সর্বত্র ছড়িয়ে পড়ে। কোনো সীমানা মানে না।
মানুষও এমন হয়ে যায়। নিজের ক্ষমতা, প্রভাব, প্রভাবশালীতা—সব জায়গায় বিস্তার করতে চায়।
চায়—সবার ওপর আমার আধিপত্য থাকুক, আমার কথাই শেষ কথা হোক।
এই হলো নেতৃত্বপ্রবণতা, যেটা যদি হক পথে না হয়, তাহলে তা হয় জুলুমের হাতিয়ার।

৪. মাটি:

মাটির স্বভাব হলো—সবকিছু নিজের দিকে টেনে নেওয়া।
মানুষও এমন—সবকিছু নিজের করে রাখতে চায়। কৃপণতা করে।
দেনা-পাওনার হিসাব করতে গিয়ে মন থেকে দয়া উঠে যায়।
চায়—আমার টাকাই থাকুক, অন্য কাউকে এক টাকাও দিতে হবে না।
এই হলো লোভ ও কৃপণতা।
ইসলামের সমাধান

সুবহানাল্লাহ!
ইসলাম শুধু এই দুর্বলতাগুলো চিহ্নিত করে থেমে যায়নি। ইসলাম আমাদেরকে প্রতিটি সমস্যার নিরাময়ও দিয়েছে। চলুন, দেখে নিই কীভাবে:

১. অহংকার থেকে মুক্তির উপায় – নামায

নামায আমাদের শেখায় বিনয়।
যে মানুষ সিজদায় মাথা রাখে, সে আর কিভাবে অহংকার করে?
দিনে পাঁচবার রুকু ও সিজদা তাকে শেখায়—তুই বড় কিছু না, তুই একজন বান্দা, তোর স্রষ্টা মহান।
নামায মানুষকে ধ্বংসের আগুন থেকে বাঁচায়।

২. নিয়ন্ত্রণহীন জীবন থেকে মুক্তির উপায় – রোযা

রোযা মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়।
ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে—তবুও খাচ্ছি না, পান করছি না। কেন?
কারণ আমার রাব্ব আমাকে দেখতে পাচ্ছেন।
এই অনুভূতি থেকেই জন্ম নেয় তাকওয়া।

৩. ক্ষমতার লোভ থেকে মুক্তির উপায় – হজ্ব

হজ্ব আমাদের শেখায়—সবাই এক।
কোনো রাজা-গরীব নেই, সবার গায়ে সেলাইহীন সাদা কাপড়, টুপিহীন মাথা, উসকোখুসকো চুল।
কোনো পার্থক্য নেই। কেউ বড় না, কেউ ছোট না।
হজ্ব আমাদের অহংকার ভেঙে দিয়ে বান্দা বানিয়ে তোলে।

৪. কৃপণতা থেকে মুক্তির উপায় – যাকাত

যাকাত আমাদের হৃদয়কে প্রশস্ত করে।
আমরা বুঝি—আল্লাহ যা দিয়েছেন, তার মধ্যে গরীব-দুঃখীর হক আছে।
যাকাত আমাদের ধনকে পবিত্র করে, সমাজকে সুন্দর করে, অন্তরকে প্রশান্তি দেয়।
প্রিয় ভাই ও বোনেরা,
আমাদের ভেতরে যদি অহংকার, নিয়ন্ত্রণহীনতা, ক্ষমতার লোভ বা কৃপণতা থাকে—তাহলে বুঝতে হবে আমাদের মূল উপাদানগুলোর প্রভাব এখনো কাজ করছে।
ইসলাম চায় আমরা শুধু বাহ্যিকভাবে মুসলমান না হই, বরং ভেতর থেকে একজন পরিপূর্ণ, সুন্দর, নম্র, দয়ালু ও আত্মনিয়ন্ত্রিত মানুষ হয়ে উঠি।

আসুন, আমরা এই চারটি আমল—নামায, রোযা, হজ্ব ও যাকাত—নিজের জীবনে পূর্ণ গুরুত্ব দিয়ে আমল করি, এবং নিজের ভেতরের আগুন, পানি, বাতাস, ও মাটির খারাপ প্রভাব থেকে মুক্ত হয়ে একজন পরিপূর্ণ মুসলিম হই।

12/04/2025

মুসলমানের জন্য বিকল্প এই পণ্যগুলো বর্জনও গ্রহণ করার মাধ্যমেই মুসলিম জাতির জিহাদ হতে পারে,, যে সকল পণ্য থেকে ইসরাইল আমাদের কাছ থেকে লাভের মুনাফা পাচ্ছে,,
সেই মুনাফা দিয়ে তারা বোমা গোলাবারুদ সহ ইত্যাদি ইত্যাদি ধ্বংসস্ত্র দিয়ে আমাদের ভাইবোনদের উপর ওই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে,, হতে পারে পণ্যগুলো বর্জনের মাধ্যমে আমাদের ঈমানের রক্ষা হতে পারে পণ্যগুলো বর্জনের মাধ্যমে আমার আর একটা ভাইয়ের জীবন রক্ষা,,

06/04/2025

আফ”গানিস্তান সরাসরি পক্ষ নিল ফিলি”স্তিনের মাঠে যু”দ্ধের জন্য নেমে গেল আলহামদুলিল্লাহ্...🤲☝️😭

07/03/2025

কাপড় পরিবর্তন দ্রুত করা যায়
চরিত্রের পরিবর্তন দ্রুত করা যায় না,,,
হেদায়েত পাওয়া সহজ
হেদায়েতের উপর টিকে থাকা কঠিন,,

02/03/2025

খেলাফত ব্যবস্থা বাংলাদেশ কায়েম হবেই আজকে হোক বা দুদিন পরে হোক কেউ চাক বা না চাক
ইনশাআল্লাহ,, দেশের জন্য ইসলামের জন্য বুক উজাড় করে দিব

28/02/2025

বাংলাদেশের খেলাফত কায়েম হোক,
সকলেই নিজের অবস্থান থেকে কঠোর সতর্কতা অবলম্বন করলেই সমাজে শান্তি আসবে 🚧

27/02/2025

আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দরকার প্রত্যেককে নিজের জায়গা থেকে সচেতন হওয়া
যেমন আমি নিজে অন্যায় করব না কারো অন্যায়কে প্রশ্রয় দিব না,,

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when God's servant omor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share