PBTV News

PBTV News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PBTV News, TV Network, .

11/12/2023
চান্দাইর পাড়া শিক্ষা পল্লীতে বই বিতরণ এবং ইস্ট লন্ডন যুবলীগের ভাইস প্রেসিডেন্ট টিপন আহমেদের বাড়ীতে সৌজন্য সাক্ষাতে সিলে...
05/01/2023

চান্দাইর পাড়া শিক্ষা পল্লীতে বই বিতরণ এবং ইস্ট লন্ডন যুবলীগের ভাইস প্রেসিডেন্ট টিপন আহমেদের বাড়ীতে সৌজন্য সাক্ষাতে সিলেট ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ।
——————————————
চারদিকে উৎসবের আমেজ। এমন উৎসবের আবহে বছরের প্রথম দিন নতুন বই হাতে নিল ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে উদ্বেল মন, মুখে নতুন হাসি। সকল শিক্ষার্থীরা এই আনন্দে সারা দিন উৎফুল্ল ছিলো। এ চিত্র নতুন বই পাওয়ার আনন্দে ফুটে উঠেছে। রবিবার (১ জানুয়ারী ২০২৩) চান্দাইর পাড়া শিক্ষা পল্লীতে এক উৎসবের মিলন মেলা তৈরি করেছিলো বই বিতরণ অনুষ্টান।

বছরের প্রথম দিনেই সিলেটের বালাগঞ্জ উপজেলার শিক্ষা পল্লী খ্যাত চান্দাইর পাড়া শিক্ষা পল্লীতে প্রতিষ্ঠিত চান্দাইর পাড়া ফাজিল মাদ্রাসা, চান্দাইর পাড়া উচ্চ বিদ্যালয়, চান্দাইর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চান্দাইর পাড়া রেনেসা কিন্টার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে চান্দাইর পাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ২ নং বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী,
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজিনা আক্তার, বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া, চান্দাইর পাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সারওয়ারে জাহান, চান্দাইর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্রদেব নাথ। এবং বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন।

বই বিতরণ অনুষ্টানের পূর্বে চান্দাইর পাড়া গ্রামের হাজী আব্দুল জব্বারের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য যুবলীগ ইস্ট লন্ডন শাখার ভাইস প্রেসিডেন্ট টিপন আহমেদের আমন্ত্রণ ও আয়োজনে তার বাড়িতে যান সিলেট ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ২ নং বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুজিনা আক্তার , বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া, বালাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী এবং বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সহ সামাজিক ও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা টিপন আহমেদের বাড়িতে দুপুরের খাবারের পর তার ছেলের জন্মদিন উপলক্ষে কেক কেটে তার ছেলেকে শুভেচ্ছা ও দু'আ কামনা করেন। এ সময়ে পুরো বাড়িতে আমন্ত্রিত অতিথি সহ সাধারণ মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when PBTV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share