30/07/2025
*আমার সোনার দেশ*
আমার দেশের আকাশটাতে
রৌদ্র ঝরে সোনার আলো,
সবুজ মাঠে ধান পাকে,
বয়ে চলে নদীর মালা।
পাখির ডাকে ভোর হয় এখানে,
গ্রামের পথের ধুলো সোনা,
মায়ের মতন বুক পেতে রাখে,
এই দেশ আমার সবার চেয়েও জ্যোতিষ্মত।
শিশুর হাসি, কৃষকের গান,
তাতেই বাজে দেশের প্রাণ।
রক্তে লেখা স্বাধীনতা,
তাইতো গর্ব বাংলার কথা।
মাটি, মানুষ, ধুলোবালি,
সব কিছুই প্রাণের খুঁটি,
এই দেশ আমার গর্ব, আশা,
প্রাণ দিয়ে রাখি ভালোবাসা।
**বাংলা মায়ের আঁচল ধরে,
চলবো আমি পথের শেষে।**