Sinan Suad

Sinan Suad Passionate storyteller and content creator, I explore life, humor, and entertainment through my blogs.

Balancing creativity with parenthood, I share insights, laughs and everyday experiences with my son, Sinan & Suad.

30/07/2025

*আমার সোনার দেশ*

আমার দেশের আকাশটাতে
রৌদ্র ঝরে সোনার আলো,
সবুজ মাঠে ধান পাকে,
বয়ে চলে নদীর মালা।

পাখির ডাকে ভোর হয় এখানে,
গ্রামের পথের ধুলো সোনা,
মায়ের মতন বুক পেতে রাখে,
এই দেশ আমার সবার চেয়েও জ্যোতিষ্মত।

শিশুর হাসি, কৃষকের গান,
তাতেই বাজে দেশের প্রাণ।
রক্তে লেখা স্বাধীনতা,
তাইতো গর্ব বাংলার কথা।

মাটি, মানুষ, ধুলোবালি,
সব কিছুই প্রাণের খুঁটি,
এই দেশ আমার গর্ব, আশা,
প্রাণ দিয়ে রাখি ভালোবাসা।

**বাংলা মায়ের আঁচল ধরে,
চলবো আমি পথের শেষে।**

28/07/2025

একটি সত্যঘটনার অনুপ্রেরণামূলক উদাহরণ দেওয়া হলো, যেটা "সন্তান বিপদে পড়লে মা-বাবার আত্মত্যাগ" তুলে ধরে:

*ঘটনাটি ভারত থেকে:*

২০১৮ সালে কেরালার বানভাসি বন্যার সময়, এক মা তার ১১ মাসের সন্তানকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন। সেই সময় তারা ঘরে আটকা পড়েছিলেন। হঠাৎ পাহাড়ি স্রোত এসে পড়লে, তিনি বুঝতে পারেন তারা ভেসে যাবে। পানি আসার আগে মা নিজের গায়ের ওড়না দিয়ে শিশুটিকে শক্ত করে পিঠে বেঁধে দেন, যেন সে স্রোতে হারিয়ে না যায়। পরে দুজনই স্রোতে ভেসে যান। কয়েক ঘণ্টা পর উদ্ধারকর্মীরা বাচ্চাটিকে জীবিত উদ্ধার করেন, কিন্তু মা মারা যান।

এই ঘটনা আজও অনেকের হৃদয়ে গেঁথে আছে — সন্তান বিপদে পড়লে মা-বাবা কীভাবে নিজের সবকিছু দিয়ে তাদের রক্ষা করে — সেটার এক মর্মান্তিক কিন্তু মহান উদাহরণ।

*এই ধরনের ঘটনা বাস্তবেই প্রমাণ করে:*
*"মা-বাবা কখনো হাল ছাড়ে না। সন্তান যেখানে বিপদে, সেখানেই তারা সাহস হয়ে দাঁড়ায়।"*

28/07/2025
24/07/2025

দুর্নীতি করবে দুর্নীতিবাজরা, লো গ্রেড বিমান কিনে টাকা পকেটে ঢুকাবে আর বিমান ক্র্যাশ করে স্কুল ছাত্ররা মারা যাবে এই হলো বাংলাদেশ।

24/07/2025

মাইলস্টোন ট্রাজেডি হলো আমাদের অনেক বছরের চলমান দুর্নীতির বাস্তব প্রতিফলন।

22/07/2025

মাইলস্টোন ট্রাজেডির সঠিক তদন্ত ও নিহতদের সঠিক সংখ্যা প্রকাশের জোরালো দাবি জানাচ্ছি

21/07/2025

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা

সুয়াদের গোসল করার পরের স্টাইল
20/07/2025

সুয়াদের গোসল করার পরের স্টাইল

16/05/2025

“ভোট বিক্রি মানেই ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া।”

বাঘের সাথে বসবাস
29/04/2025

বাঘের সাথে বসবাস

25/04/2025

🌙 জুম্মার দিনের করণীয়:
গোসল করা

1.জুম্মার দিন পবিত্রতার জন্য গোসল করা সুন্নত। রাসুল (সা.) বলেছেন, “প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিনে গোসল করা আবশ্যক।” (বুখারি)

2.পবিত্র ও পরিচ্ছন্ন পোশাক পরা
সুন্দর, পরিষ্কার কাপড় পরা ও সুগন্ধি ব্যবহার করা উত্তম।

3.জুম্মার নামাজের আগে মসজিদে আগেভাগে যাওয়া
যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করা উচিত।

4.সূরা কাহফ পড়া
হাদিসে এসেছে, জুমার দিনে সূরা কাহফ পড়লে আল্লাহ তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর (আলো) দেন। (সহীহ মুসলিম)

5.দরুদ শরীফ পাঠ করা
এই দিনে বেশি করে নবীজী (সা.) এর উপর দরুদ পাঠ করা উচিত। এটি বিশেষভাবে ফজিলতপূর্ণ।

6.ইমামের খুতবা মনোযোগ সহকারে শোনা
খুতবার সময় একদম চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা জরুরি।

7.জুম্মার নামাজ আদায় করা
জামাআতের সঙ্গে জুম্মার নামাজ আদায় করা ফরজ। যারা অকারণে এ নামাজ ছাড়ে, তাদের জন্য কঠোর সতর্কতা এসেছে হাদিসে।

8.দু'আ করা
জুম্মার দিনে একটি মুহূর্ত আছে, যখন দোয়া কবুল হয়। অনেকে বলেন, সেটা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়। তাই এই সময় দোয়ায় বেশি মনোযোগ দেয়া উচিত।

9.সাদকাহ ও ভালো কাজ করা
এই দিনে বেশি বেশি সাদকাহ (দান) করা ও অন্যকে সাহায্য করাও একটি উত্তম আমল।

Send a message to learn more

Address

Noya Para,Pahartali,

4202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sinan Suad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share