Khan Zihan

Khan Zihan আমি একজন মুসলিম এবং বাংলাদেশি
আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বাঙালি জাতীয়তাবাদকে আমি ঘৃণা করি।

31/08/2024

যারা ছাকিবালের ৩ টা উইকেট দেখে ছাকিবালের আওয়ামী এমপি হবার কথা ভুলে গেছেন,
তারা একটু পঙ্গু হাসপাতালে গিয়ে দেখে আসুন।

এইরকম বীভৎস ভাবে ছাত্রদেরকে হত্যা করেছে মুজিবকন্যা হাসিনা। আর সেই হাতকে শক্তিশালী করেছিলেন আমাদের। প্রিয় মাশরাফি , ছাকি...
31/08/2024

এইরকম বীভৎস ভাবে ছাত্রদেরকে হত্যা করেছে মুজিবকন্যা হাসিনা।
আর সেই হাতকে শক্তিশালী করেছিলেন আমাদের। প্রিয় মাশরাফি , ছাকিবালের মতো মানুষেরা। কিন্তু তাদের কোনো শাস্তি দেওয়া মানা হবে না। কারণ তারা দেশের বিশাল বড় সম্পদ। ছাকিবাল বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের নাম ফুটায়,তারা বিদেশি লীগে খেলে রেমিট্যান্স পাঠায় বলে আমরা দুবেলা দুমুঠো খেতে পাই 😅

28/08/2024

যেসমস্ত মানুষ রুপি নরপশুগুলো বলছে, গণহত্যায় চুপ থাকার কারণে সাকিব দোষী হতে পারে কিন্তু খুনী নয়।
তাদের এই কথা তখনই প্রযোজ্য হতো, যদি সাকিব আওয়ামী অবৈধ এমপি না হতো, তার পরিচয় যদি শুধু ক্রিকেটার থাকত। কিন্তু ক্রিকেটার ছাড়াও তার আরেকটি পরিচয় হলো, তিনি আওয়ামী এমপি, যিনি খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।
অন্যান্য আওয়ামী এমপি খুনী হলে সাকিব কীভাবে নির্দোষ হয় ??

27/08/2024

যেসকল মানুষ রুপি নরপশু এখন সুশীলগীরি করছে আর বলছে , কেবল রাজনৈতিক কারণে সাকিবকে খুনের মামলায় জড়িত করে হয়রানি করা হলে আওয়ামী স্বৈরাচার আর বর্তমান সময়ের মধ্যে তফাৎ থাকল কি ?

সেসকল নরপশুদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, সাকিবাল কি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নি ?

হাসিনা যদি খুনী হয় তাহলে তার হাতকে যে বা যারা শক্তিশালী করবে তারা কি ফেরেশতা?

ক্রিকেটার হবার কারণে সাকিবাল যদি দেশের বিশাল বড় সম্পদ হয় এবং গণহত্যায় লিপ্ত দলের সহকারী হওয়া সত্ত্বেও নির্দোষ হয় তাহলে শেখ হাসিনা আরো বড় সম্পদ এবং নির্দোষ।
কারণ শেখ হাসিনা মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হাজার মাইল রাস্তা অনেক উন্নয়ন করেছে। কারণ এগুলো দিয়ে আমরা নদী পার হতে পারব, বিদ্যুৎ পাব, চলাচল করতে পারব, অর্থনীতিতে ভূমিকা রাখবে,

কিন্তু সাকিবের ক্রিকেট খেলা দিয়ে কি আমরা নদী পার হতে পারব ? বিদ্যুৎএত পাবো ? একবেলা খাবার জুটবে?

এতকিছু করার পরও যদি শেখ হাসিনা যদি এতবড় খুনী হয় তাহলে সাকিবাল তো একদম দুগ্ধপোষ্য শিশুর মতো নিষ্পাপ 😂 তাই না?

শেখ হাসিনার আমলে রাজনৈতিক কারণে মামলা দিয়ে হয়রানি করা হয়ে এরকম মানুষের একটু খোঁজ নিয়ে দেখবেন? দেশের ক্রান্তিকালে এরা কয়জন " আপনি দেশের জন্য কি করেছেন?" কথাটি বলে আনন্দ ভ্রমণে জন্তু জানোয়ারের সাথে সাক্ষাৎ করতে বের হয়েছে ? কয়জনের আসনে শতাধিক ছাত্র ছাত্রী আহত হয়েছে আর মারা গিয়েছে? কয়জন নির্বাচনে অবৈধভাবে পাশ করেছিল ?

আমরা দেশের জন্য কিছু করতে না পারলেও অন্তত যাদের কাছে দেশের মানুষের জীবনের মূল্য নেই তাদের দোসর হবো না।

মানুষের ভালো না করতে পারলেও অন্তত ক্ষতি করার অধিকার কারো নেই ।

শিক্ষার্থীদের পানি পান করানোর অপরাধে যদি মুগ্ধকে প্রাণ বিসর্জন দিতে হয় , তাহলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অপরাধের শাস্তি কি হওয়া উচিত ????

আর ক্রিকেটের শত শত ট্রফি আর অর্জন থেকে কিন্তু একটা মানুষের জীবনের মূল্য কম হতে পারে না। সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে ‌।

27/08/2024

সাংসদ সাকিব আল হাসান, এবং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাদেরকে কি ক্ষমা করে দেয়া যায় না ?
তিনি তো বেশি কিছু করেন নি ,
শুধু খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছেন যাতে খুনি হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকতে পারে এবং আমাদের রক্ত পান করতে পারে ।
তার এলাকায় দশ জনেরও কম ছাত্রকে হত্যা করা হয়েছিল, একশোরও কম ছাত্র আহত হয়েছিল, তিনি ছিলেন ঐ এলাকার সাংসদ, তার এলাকার প্রশাসন ও ছাত্রলীগ আওয়ামী লীগ সব ছিল তার নেতৃত্বাধীন। ওরা খুন করেছে, তিনি বড়জোর হয়তো কানাডা থেকে নির্দেশ দিয়েছেন, "প্রধানমন্ত্রী হাসিনা যা বলেন তাই করো তোমরা "। কিন্তু তিনি সরাসরি তো এসে কাউকে গুলি করেন নি‌ তাই তাকে তো খুনী বলা যায় না।
ঠিক একইভাবে শেখ হাসিনাও খুনি নন। কারণ তিনি নিজ হাতে কাউকে গুলি করেন নি, হত্যা করেন নি। তিনি তো পুলিশ বিজিবি ছাত্রলীগের মাস্তান আর Rab কে বলেছেন প্রয়োজনে পঞ্চাশ লাখ ছাত্র মেরে ফেল, তবুও আমি পদত্যাগ করব না। গুলি চালিয়েছে তো আওয়ামীলীগের নেতাকর্মী পুলিশ রেব বিজিবিরা, তাই দোষ ওদের।
শেখ হাসিনা দোষী নন।

তাই যারা শুধু সাকিব আল হাসানের পক্ষে কথা বলছে তাদের শেখহাসিনার পক্ষেও কথা বলা দরকার, এবং বেশি জোরালোভাবেই বলা দরকার। কারণ সাকিব হলো দেশের সম্পদ এবং শেখ হাসিনা হলেন দেশরত্ন ,দুজনের নামেই কিন্তু হত্যা মামলা হয়েছে, এবং দুজন ই আওয়ামী সাংসদ।
😃

27/08/2024

হ্যাঁ, কখনো কখনো জালিমদের বাহ্যিকভাবে সফল মনে হয়, কিন্তু সময়ের পরিবর্তনে একসময় মানুষ অনুভব করে যে ওই সাময়িক সফলতা জালিমকে চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মহান আল্লাহ সঠিক সময়ে ঠিকই তাদের পাকড়াও করেন। ইরশাদ হয়েছে, ‘অচিরেই জালিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।’

(সুরা : শুআরা, আয়াত : ২২৭)

তাই মুমিনের উচিত কারো ওপর জুলুম হয় এমন কাজ থেকে দূরে থাকা।

কোনো জালিমকে জুলুমের কাজে সহযোগিতা করা থেকে বিরত থাকা। যারা তা করবে, তাদের সঙ্গে প্রিয় নবী (সা.) সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এবং তাদের হাউসে কাওসার থেকে বঞ্চিত করা হবে। কাআব ইবনে উজরা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে বলেছেন, হে কাআব ইবনে উজরা, আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের (অনিষ্ট) থেকে তোমার জন্য আল্লাহ তাআলার সহায়তা প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (সান্নিধ্য লাভ করল), তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম-নির্যাতনে সহায়তা করল, আমার সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সঙ্গে আমারও কোনো সংস্রব নেই। ওই ব্যক্তি ‘কাউছার’ নামে হাউজের ধারে আমার কাছে আসতে পারবে না। অন্যদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (তাদের কোনো পদ গ্রহণ করল) কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও জুলুম-নির্যাতনে সহায়তা করল না, আমার সঙ্গে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এ ব্যক্তির সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে। শিগগিরই সে ‘কাউছার’ নামে হাউজের কাছে আমার সঙ্গে দেখা করবে। হে কাআব ইবনে উজরা, নামাজ হলো (মুক্তির) সনদ, রোজা হলো মজবুত ঢাল (জাহান্নামের বিরুদ্ধে প্রতিবন্ধক) এবং সদকা (জাকাত বা দান-খয়রাত) গুনাহসমূহ মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। (তিরমিজি, হাদিস : ৬১৪)
নাউজুবিল্লাহ, যার সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠে গোটা মানবজাতি অসহায় হয়ে পড়বে, সেই নবী (সা.) যদি কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে তার চেয়ে পোড়া কপাল আর কে হতে পারে? অতএব, দুনিয়ার হীন স্বার্থে জালিমের অসংলগ্ন কাজকে সমর্থন ও উৎসাহ দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। তাদের থেকে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কারণ জুলুমে সহযোগিতা করাও জঘন্য গুনাহ। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Zihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share