Nur's Creation

Nur's Creation ~আসসালামু আলাইকুম ~
Nur's Creation পেইজে আপনাকে স্বাগতম।
(32)

হুদাই নাটক ゚
16/08/2025

হুদাই নাটক

চাঁদের সাথে পাদের তুলনা 😁😁😁
11/08/2025

চাঁদের সাথে পাদের তুলনা 😁😁😁

একটা সময় ছিলো যখন আমার কাছে লিপস্টিক কেনার মতো টাকাও ছিলোনা। আর আজ আমার নামে গুলশান এবং বসুন্ধরায় দুটো ফ্ল্যাট আছে। আমার...
10/08/2025

একটা সময় ছিলো যখন আমার কাছে লিপস্টিক কেনার মতো টাকাও ছিলোনা। আর আজ আমার নামে গুলশান এবং বসুন্ধরায় দুটো ফ্ল্যাট আছে। আমার দিন বদলের ঘটনাটা শুনবেন? আমার একটা ছেলের সাথে রিলেশন ছিলো। সে তখনো সেটেল্ড ছিলোনা তাই আমার বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারছিলো না। আমি বিবাহযোগ্যা তাই বাসায় নিয়মিত পাত্রপক্ষ দেখতে আসতো এবং হাতে তিন-চার হাজার করে টাকা দিয়ে যেতো। আমি বিনা সংকোচে সেই টাকাটা নিয়ে নিতাম এবং ফোনে "ছেলে পছন্দ হয়নি বলে" বিয়ে বানচাল করে দিতাম। পাত্রপক্ষের দেওয়া টাকাগুলো খরচ না করে জমিয়ে রাখতাম। এভাবেই কেটে গেলো ৭ টি বছর। এখনো আমার প্রেমিক সেটেল্ড হতে পারেনি। অথচ আমাকে দেখতে আসা পাত্রপক্ষের টাকা জমিয়ে আজ আমি কোটিপতি। সেই জমানো টাকা দিয়েই গুলশান এবং বসুন্ধরায় দুটো ফ্ল্যাট কিনেছি। ভাবছি ইউরোপ থেকে একটা ট্যুর দিয়ে আসবো। কোন দেশে গেলে ভালো হয়?
কালেক্টেড পোস্ট

গতকাল গরমে অস্থির হয়ে একটা দোকানে বললাম - একটা হাফ লিটার পানি দেন।সে আমাকে এইটা হাতে দিলো।বোতলের হাবভাব দেখে ভাবলাম এটা ...
09/08/2025

গতকাল গরমে অস্থির হয়ে একটা দোকানে বললাম - একটা হাফ লিটার পানি দেন।
সে আমাকে এইটা হাতে দিলো।
বোতলের হাবভাব দেখে ভাবলাম এটা বিদেশী।
আমি বললাম - না না ২০ টাকা দামের টা দেন।
সে বলল - আপা এটাও ২০ টাকা। বাংলাদেশী।

আবার প্রমাণিত হইলো আউটলুক দেখে বিচার করতে নাই।
কালেক্টেড

শশুর বাড়িতে ভাতের দাম বেশি। 😄ছবি তে যে খাবার টা দেখছেন,, আমার ফুপি শাশুড়ি আমাদের জন্য দিয়েছিল সকালে,,  সবাই খাইছিলো শুধু...
09/08/2025

শশুর বাড়িতে ভাতের দাম বেশি। 😄
ছবি তে যে খাবার টা দেখছেন,, আমার ফুপি শাশুড়ি আমাদের জন্য দিয়েছিল সকালে,, সবাই খাইছিলো শুধু আমি বাদে। শাশুড়ি আমাকে খেতে বলেনি তাই আমিও আর খাইনি শশুর দুপুরে খেতে আসিলো শশুর রে যা ভাত সিলো সব দিয়ে দিলো শশুর আবার আরেক প্লেট এ উঠায় রাখসে শাশুড়ি বলে উঠায় রাখো কেন আমরা সবাই খাইছি তুমি খাও। শশুর বলে বৌমা কি খাইসে শাশুড়ি বলে আরে তোমাকে খেতে বলছি তুমি খাও তাও শশুর আমার জন্য রেখে দিছে ❤️ আমি খাই নাই আমার জামাইর জন্য রেখে দিয়েছি ওই অফিস থেকে আসলে দিবো। যেখানে শাশুড়ি এ chai না আমি এই খাবার টা খাই তাহলে আমি খাবো কেন?
NB: যাদের ভালো লাগবে না ইগনোর করবেন বাজে কমেন্ট করবেন না। এইখানে লোভের কিছুই নাই। এটা শুধু ম্যারিড আপুরাই বুঝবে।।
কপি পোস্ট

“যাকে দেখতেছেন, সে একটা স্বনামধন্য অফিসে চাকরি করে। আজকে লাঞ্চের সময় সে এখানে শুয়ে আছে… পাশে জুতা। তার গেটআপ ইত্যাদি দে...
05/08/2025

“যাকে দেখতেছেন, সে একটা স্বনামধন্য অফিসে চাকরি করে। আজকে লাঞ্চের সময় সে এখানে শুয়ে আছে… পাশে জুতা। তার গেটআপ ইত্যাদি দেখে, আমি আর আমার এক বন্ধু তার পাশে গেলাম। বললাম, ‘এভাবে শুয়ে আছেন কেনো?’ বলতেছে, ‘ছোট ভাই, ডিস্টার্ব করো না, ঘুমটা নষ্ট করে ফেলো না!’

তখন বলল, ‘শোনো, আমি বিয়ে করেছি প্রায় তিন বছর হলো। আমার পিতা-মাতা মেনে নেয়নি… কারণ আমার শ্বশুর নেই (আরো অনেক কারণ বলেছে)। আমি এখানে চাকরি করি, আমার ওয়াইফকে নিয়ে এখানেই একটা ভাড়া বাসা নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, চার দিন হলো আমাদের একটি কন্যা সন্তান হয়েছে—সিজারের মাধ্যমে। তিনদিন হসপিটালে থাকতে হয়েছে ওয়াইফকে নিয়ে। আমার কোম্পানি আমাকে তিনদিন ছুটি দিয়েছিল। আজ আমার ছুটি শেষ, তাই অফিসে এসেছি। এই তিনদিন আমি প্রায় ঘুমবিহীন অতিবাহিত করেছি। কারণ আমার ওয়াইফ ও সন্তান দেখার মতো এই শহরে কেউ নেই। আমাকে একাই সব সামলাতে হয়েছে। দেখো ছোট ভাই, এই প্যান্ট আমি চারদিন ধরে পড়ে আছি।’

আমি বললাম, ‘আপনার ওয়াইফ প্রেগন্যান্ট অবস্থায়—আপনার বাবা-মা বা শ্বশুরবাড়ির কেউ তাকে নিতে আসেনি? বা দেখতে আসেনি?’

বললো, ‘আমার শাশুড়ি মারা গেছেন প্রায় এক বছর হলো। আর শ্বশুরবাড়িতেও আমার বউয়ের আপন কেউ নেই যে আসবে। আর আগেই তো বলেছি, আমার পরিবার মেনে নেয়নি। আমি যোগাযোগ করতে চাইলেও তারা আমার সাথে যোগাযোগ করে না। আমাকে বলে, এই বউ বাদ দিতে! না হলে বাড়ির মায়া ছাড়তে হবে। আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে। আমিও তাকে ভালোবাসি। আমি ছাড়া ওর আপন কেউ নেই। তাহলে বলো ভাই, এই মেয়েটাকে আমি কীভাবে ছেড়ে দিই? আমি আমার পরিবারকে খুশি রাখতে পারিনি, তাই তারা আমার খোঁজও রাখে না।’

আমি বললাম, ‘লাঞ্চ করছেন?’

সে বললো, ‘সকালে রান্না করে ওয়াইফকে খাইয়ে নিজেও খেয়ে এসেছি।’

আমি বললাম, ‘তাহলে লাঞ্চ টাইমে বাসায় যাননি কেন?’

বললো, ‘এখান থেকে বাসায় যেতে ১৫ মিনিট, আসতে ১৫ মিনিট—টোটাল ৩০ মিনিট। আমার লাঞ্চ টাইম ৪৫ মিনিট। ওয়াইফকে বলে এসেছি, দুপুরে খাবারটা তুমি খেয়ে নিও। আমি বাইরে খেয়ে নেব। আমার চোখ আর কুলাচ্ছে না। অফিসে ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, তাই এখানে… ৩০ মিনিটের জন্য এলার্ম দিয়ে পকেটে ফোনটা রেখে ঘুমিয়েছিলাম। আর ২০ মিনিট না যেতেই আপনারা ডেকে তুললেন।’

শেষে বলল, ‘শোনো ছোট ভাই, জীবন সহজ না। বাবা-মার কথা মেনে চলো, তাহলে তাদেরকে পাশে পাবে। না হলে নয়।’

আমার প্রশ্ন অনেক কিছু থেকেই গেলো… আর তার লাঞ্চ টাইম শেষ 🙂

04/08/2025

অসাধারণ বাচনভঙ্গির
কারণে মেয়েটা সহজে
পটে গিয়েছে। ゚

নিজের ভাগ বুঝে নিয়ে চলে যাচ্ছি গাইস 😏🥴 ゚
30/07/2025

নিজের ভাগ বুঝে নিয়ে চলে যাচ্ছি গাইস 😏🥴

চি*ল্লায়ে কন কথা ঠিক কিনা? ゚
28/07/2025

চি*ল্লায়ে কন কথা ঠিক কিনা?

লায়লা আপা কামডা করল কি ゚
26/07/2025

লায়লা আপা কামডা করল কি

কখন যে কি হয় বুঝতেই পারি না ゚
26/07/2025

কখন যে কি হয় বুঝতেই পারি না

এদের জন্যই পৃথিবীটা এখনো সু্ন্দর  ゚
25/07/2025

এদের জন্যই পৃথিবীটা এখনো সু্ন্দর ゚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category