SST Attire

SST Attire গ্রাহকের চাহিদানুযায়ী পণ্য সরবরাহ করা SST Attire এর উদ্দেশ্য।
Order for message ❤️

03/07/2025

Bigg Boss season 13 Sidharth Shukla 🥺 Shefali Jariwala Rip 💔

যার চরিএ যত সুন্দর তার স্ত্রী তার চোখে তত সুন্দর ❤️
03/07/2025

যার চরিএ যত সুন্দর তার স্ত্রী তার চোখে তত সুন্দর ❤️

03/07/2025
একজন মা বলেনঃ"আমি এমন একজন ছেলে বড় করছি না, যে শুধু আমার পাশে থাকবে, বরং এমন একজন মানুষ গড়ে তুলছি, যে তার পরিবারের মূলভি...
03/07/2025

একজন মা বলেনঃ
"আমি এমন একজন ছেলে বড় করছি না, যে শুধু আমার পাশে থাকবে, বরং এমন একজন মানুষ গড়ে তুলছি, যে তার পরিবারের মূলভিত্তি হবে।"

যদি একদিন আমার ছেলে তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে পড়ে, দ্বিধায় পড়ে যায়—আমার প্রতি তার দায়িত্ব আর স্ত্রীর প্রতি তার ভালোবাসার মধ্যে—তাহলে বুঝবো, কোথাও না কোথাও আমি ভুল করেছি।
আমি এমন একজন ছেলে চাই না, যে নিজের সুখ হারিয়ে শুধু আমার প্রতি বিশ্বস্ত থাকবে।
আমি এমন একজন মানুষ চাই, যে জানে তার হৃদয়, তার পরিবার, তার ভালোবাসা আর রক্ষা করার দায়িত্ব কার জন্য।

যেদিন আমি প্রথম তাকে কোলে নিয়েছিলাম, সেদিনই আমি শুধু তাকে আমার সন্তান হিসেবে দেখিনি, বরং ভাবেছি—সে একদিন আরেক নারীর ভরসা হবে।
একজন অচেনা নারী, যিনি তার জীবন আমার ছেলের হাতে তুলে দেবেন।
আর আমি, একজন মা হিসেবে, প্রথম শিক্ষক হবো—যে তাকে শিখাবে কিভাবে কাউকে নিরাশ না করতে হয়।
আধা-ভালোবাসা যেন না দেয়।
ভুল দায়িত্ববোধে যেন না জড়ায়।
নিজের জীবন বাঁচানোর জন্য যেন অপরাধবোধে না ভোগে।

আমি তাকে শেখাই যেন সে আমাকে "না" বলতে পারে, যাতে ভবিষ্যতে সে তার স্ত্রীকে "হ্যাঁ" বলতে পারে।
আমি তাকে শেখাই যেন সে আমার সামনে ছোট না হয়, যাতে সে নিজের পরিবারের সামনে বড় হতে পারে।
আমি তাকে শেখাই—ভালোবাসা যেন আমার আর তার স্ত্রীর মধ্যে প্রতিযোগিতা নয়, বরং প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধন।

আমি চাই না সে সারাজীবন শিশু হয়ে থাকুক।
আমি চাই সে একজন পূর্ণাঙ্গ মানুষ হোক।
হ্যাঁ, আমি চাই সে আমাকে ফোন করুক, আমার সাথে দেখা করুক, জীবনের অংশ হয়ে থাকুক।
কিন্তু বাধ্য হয়ে নয়—মন থেকে, ভালোবাসা থেকে।

কারণ যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে, সেখানে কাউকে কিছু বলতে হয় না।
উপস্থিতি স্বাভাবিক হয়, সম্মান আপনাআপনি আসে।
ভালোবাসা কখনও বাড়তি জায়গা চাই না—বরং সবাইকে একসাথে করে।

একজন মায়ের সবচেয়ে বড় সফলতা এ নয় যে, তার ছেলে সারাজীবন মায়ের সঙ্গে লেগে থাকে।
বরং, সে যেন একজন স্বাধীন, ভারসাম্যপূর্ণ মানুষ হয়—যে নিজের পরিবার থেকে পৃথিবীটাকে আরেকটু ভালো করে গড়ে তুলতে পারে।
আর যখন আমি দেখবো, আরেকজন নারী আমার ছেলের বাহুতে নিরাপদ আর সুখী মুখে হাসছে, তখন বুঝবো—
আমি আমার কাজ ঠিকভাবে করেছি।
আমি একজন মানুষ গড়েছি—নিজের জন্য নয়, জীবনের জন্য।

সবকিছু থেকে ব্লক করে দেওয়ার পর বিকাশ অ্যাপে কথা বলা যে ব্যাপারটা!🙂
03/07/2025

সবকিছু থেকে ব্লক করে দেওয়ার পর বিকাশ অ্যাপে কথা বলা যে ব্যাপারটা!🙂

নিষ্টুরতম অকৃতজ্ঞতার দৃষ্টান্ত ! সাভারের তারেক নামের এক ব‍্যক্তির দু’টো কিডনি নষ্ট হওয়ায় তার স্ত্রী টুনি তাকে একটি কিডন...
03/07/2025

নিষ্টুরতম অকৃতজ্ঞতার দৃষ্টান্ত !

সাভারের তারেক নামের এক ব‍্যক্তির দু’টো কিডনি নষ্ট হওয়ায় তার স্ত্রী টুনি তাকে একটি কিডনি দিয়ে বাঁচিয়েছেন।

শুধু তাই নয়। চিকিৎসা চলাকালীন প্রতি বছর ৮/১০ লাখ টাকা স্ত্রী তাঁর বাবার বাড়ি থেকে এনে দিয়েছেন।

একটা মেয়ে স্বামীর প্রতি কতটুকু ভালোবাসা থাকলে নিজের জীবনের কথা চিন্তা না করে স্বামীকে তার অঙ্গ দান করে ?

সেই স্বামী তারেক স্ত্রীর কিডনিতে নতুন জীবন পাইয়া এখন আরেক মহিলার সাথে পরকীয়া করতেছে।

শুধু এখানেই শেষ নয়। কিডনি দেওয়া স্ত্রীকে মেরে তাড়িয়ে দিয়ে সে পরকীয়া প্রেমিকার বাসায় যেয়ে উঠছে।

এমনকি সে তার স্ত্রীর কিডনির অপারেশনের স্থানে লাথিও মেরেছে। আর নির্যাতন তো বলে শেষ করা যাবেনা।

তার দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

নিষ্ঠুরতম এ ঘটনাটি মেয়েদের জন‍্য একটি শিক্ষা।

মনে রাখবেন, সংসার বাঁচানোর চেয়ে নিজের জীবন বাচাঁনো অনেক বেশি জরুরি।

হায়রে শ্বশুরবাড়ি! শারীরিক-মানসিক যন্ত্রণা দিতে দিতে মেয়েটাকে রাস্তার পাগল বানিয়ে ছাড়ল! 🥺
03/07/2025

হায়রে শ্বশুরবাড়ি! শারীরিক-মানসিক যন্ত্রণা দিতে দিতে মেয়েটাকে রাস্তার পাগল বানিয়ে ছাড়ল! 🥺

যতদিন বোকা হয়ে থাকবেনততদিন সম্পর্ক ঠিক থাকবে আর যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষস্ব...
03/07/2025

যতদিন বোকা হয়ে থাকবেন

ততদিন সম্পর্ক ঠিক থাকবে আর যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষস্বামীকে বাঁচাতে নিজের কি*ডনি দিলেন স্ত্রী, সুস্থ হয়েই পরকীয়ায় জড়িয়ে তাকেই করলেন নির্যাতন

সাভারের মোহাম্মদ তারেককে বাঁচাতে নিজের কি*ডনি দেন স্ত্রী টুনি। অথচ সাত বছর পর সুস্থ হয়ে ওঠার পর সেই তারেকই আজ তার জীবনসঙ্গিনী টুনিকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বর্তমানে তিনি এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সংসার করছেন।

বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন, তার স্বামীর দুটি কি*ডনিই অচল হয়ে গেছে। বাঁচতে হলে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে। এ সময় তাদের ঘর আলো করে এসেছে এক সন্তান। কঠিন এই সময়ে ভেঙে না পড়ে স্বামীর পাশে শক্তভাবে দাঁড়ান টুনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যান, নিজে বুটিকে চাকরি করেন, বিয়ের স্বর্ণ বিক্রি করেন, মায়ের পেনশনের টাকা কাজে লাগান। সবশেষে নিজের একটি কি*ডনি স্বামীকে দান করেন। কি*ডনি প্রতিস্থাপনের মাধ্যমে তারেক নতুন জীবন ফিরে পান।

টুনি ভেবেছিলেন, তাদের কষ্টের দিন শেষ হলো। কিন্তু সুস্থ হওয়ার পর তারেক বদলে যেতে থাকেন। এক সময় জড়িয়ে পড়েন এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে পরকীয়ায়। এরপর শুরু হয় টুনির ওপর নির্যাতন। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তারেক।

বেদনার বিষয় হলো, চিকিৎসার সময় তারেকের পরিবারের সদস্যদের কি*ডনি ম্যাচ করলেও কেউ কি*ডনি দিতে রাজি হননি। একমাত্র স্ত্রী টুনিই নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচান। অথচ সেই টুনির সাথেই এত বড় বিশ্বাসঘাতকতা করলেন তারেক।

এই আপুটা  কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে...
03/07/2025

এই আপুটা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শেয়ার করে দূত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। জানি না কতক্ষণ রাখা যাবে হয়তো মেয়েটার মানসিক সমস্যা আছে। আহারে কি মায়াবী চেহারা।।।আল্লাহ বোনটিকে হেফাজত করুন আমিন।

যে স্ত্রী তাকে কি ড নি দিয়ে জীবন দিলো সুস্থ হয়ে ওই স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরোকিয়া প্রেমিকার সঙ্গে বসবাস করছেন...
03/07/2025

যে স্ত্রী তাকে কি ড নি দিয়ে জীবন দিলো সুস্থ হয়ে ওই স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরোকিয়া প্রেমিকার সঙ্গে বসবাস করছেন স্বামী তারেক!...

অমানবিক ও হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি। তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন।

বিয়ের দুই বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি, ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহেদীনা টুনির গল্প শুনে যে কেউ কা ন্না করে দিবে, যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন প-/রকী/য়া ও অনলাইন জুয়ায়। শুধু তা-ই নয়, স্ত্রীকে মা-/রধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি।...
ভাগ্যের কি নির্মম পরিহাস...
💙
© Rajib Khan.

( পোস্টে রাগের রিয়েক্ট দিয়েন না)
📸কালেক্টেড

চরিত্র*হীন,বেইমান,বিশ্বাসঘাতক এক বিবেকহীন অকৃতজ্ঞ পুরুষ যার নোং*রামি রক্তে মিশে গেছে, মৃত্যু অবধি থেকে যাবে এই নোং*রামি।...
02/07/2025

চরিত্র*হীন,বেইমান,বিশ্বাসঘাতক এক বিবেকহীন অকৃতজ্ঞ পুরুষ যার নোং*রামি রক্তে মিশে গেছে, মৃত্যু অবধি থেকে যাবে এই নোং*রামি। দুশ্চ*রিত্রের মানুষরা কখনো ঠিক হয় না।এদের মন সর্বদা কলুষিত। 💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SST Attire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share