Khatra Mahokuma Sambad

  • Home
  • Khatra Mahokuma Sambad

Khatra Mahokuma Sambad IT IS A FORTNIGHTLY NEWS PAPER AND A BI-YEARLY MAGAZINE, EDITED, PUBLISHED AND OWNED BY SALIL BOSE F

03/10/2024

দুর্গা পূজার
বিরুদ্ধে যারা,
তাদের মাথায়
পড়ুক বাজ।

23/07/2023

মণিপুরের কলঙ্ক ধামা চাপা দিতে মিথ্যা প্রচারে বাংলাকে কালিমা লিপ্ত করার অপচেষ্টা, এরাজ্যে বিজেপির ভিত্তিকে আরও দুর্বল করে দেবে।

23/07/2023

মি. ইন্ডিয়ার মত হঠাৎ করেই এখানে ওখানে এখন ব্যালট পাওয়া যাচ্ছে এবং পুলিশ খবর পাবার আগেই টিভি পৌঁছে যাচ্ছে সেখানে! অবাক কান্ড।

22/07/2023

India Today টিভিতে সীতারাম ইয়েচুরি ও বৃন্দা কারাতের দেওয়া বক্তব্য বলে সিপিএম যা প্রচার করছে, সেটা সত্যি হলে তা INDIA জোটের পরিপন্থী। সেক্ষেত্রে জোটের স্বার্থে সিপিএমকে বাদ দেওয়া উচিত জোট থেকে। এমনিতেই ওঁরা বর্তমানে নিজেরাই মহাপ্রস্থানের পথে। প্রায় ক্ষমতাহীন ওঁরা না থাকলেও জোটের কোন ক্ষতি বৃদ্ধি হবেনা। অপরদিকে ওঁদের সর্বহারা নেতা কর্মী সমর্থকদের তৃণমূলের বিরুদ্ধে অনবরত অপমানজনক মন্তব্যের কারণে তৃণমূল সরে গেলে, জোটের অনেকেই সরে যাবে। তাতে এই জোটের অপূরণীয় ক্ষতি হবে এবং সেক্ষেত্রে বিজেপি বিনা বাধায় পুনরায় ক্ষমতা দখল করবে। সেই লক্ষ্য সামনে রেখেই সিপিএম এসব করছে। ওঁরা ঐরকম কাজে সিদ্ধহস্ত। সরকার ফেলে দেবার হুমকি দিয়ে অতীতেও জোট ভেঙে বেরিয়ে যাওয়ার রেকর্ড ওঁদের আছে। সেবার তৃণমূলের জন্যই সরকার টিকে যায়।

22/07/2023

আবার এক নতুন ষড়যন্ত্র! নতুন ইস্যু! অনেক জায়গাতেই নাকি পঞ্চায়েত ভোটের ব্যালট পাওয়া যাচ্ছে! এতদিন ওগুলো কোথায় ছিল? উত্তর নেই।

21/07/2023

INDIA জোট নিয়ে তৃণমূলের স্ট্যান্ড পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী, এবার দেখার সিপিএম ও কংগ্রেস এই জোটের প্রতি কতটা আন্তরিক।

21/07/2023

ফাঁস হয়ে যাওয়া মণিপুরের ঘটনাকে justify করতে এবং বাংলার বদনামের লক্ষ্যে একটা ঘৃণীত কাল্পনিক অভিযোগ করছে বিজেপি। ধিক্কার।

21/07/2023

লকেট দেবী যে একজন দক্ষ অভিনেত্রী সেটা তিনি আজ বিজেপির প্রদেশ সভাপতির সাংবাদিক মিটে চোখের জলে বুঝিয়ে দিলেন!

21/07/2023

২১শে জুলাইয়ের জনসুনামী দেখার পরেও যারা কাল্পনিক ছাপ্পার দোহাই দেবেন, জনগণই তাদের পাগলা গারদের পথ দেখিয়ে দেবে।

21/07/2023

বৃদ্ধা অভিনেত্রী অপর্ণা সেন বিনা বাধায় প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বললেন অথচ উনি এখানে গণতন্ত্র দেখতে পাচ্ছেন না। অদ্ভুত!!!

20/07/2023

জিতেগা ভাই
জিতেগা
মেরা
ইন্ডিয়া জিতেগা।

20/07/2023

মিত্র! বাজাও তালি।
দুমাস মৌন থাকার পর, তিন শতাধিক মানুষের মৃত্যু হওয়ার পর প্রধানমন্ত্রী মুখ খুলেছেন মণিপুর নিয়ে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Khatra Mahokuma Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share