27/06/2025
"সবাই বলে, শেষ পর্যন্ত নিজেরাই থাকবে।
কিন্তু কেউ ভাবে না— মাঝপথে ক্লান্ত হয়ে যাওয়া মানুষগুলোর কী হয়?"
হয়তো সে ভালো ছিল, আমি খারাপ।
অথবা আমি ভালো ছিলাম, সে ক্লান্ত।..কিন্তু ভালোবাসা তো হারিয়ে গেল, তাই না?
🤍 মন ছুঁয়ে গেলে, একটা শেয়ার করে দিও।
হয়তো কারও জীবনের সত্যি গল্পের মতো লাগবে।
#মাঝপথেরকাহিনী
#ভালোবাসারগল্প
#মনস্পর্শী
#বন্ধুত্বআরভালোবাসা
#বাংলাপোস্ট