Narayanganj Emporium

Narayanganj Emporium “স্বাস্থ্যের শুদ্ধতা আর ঘরের সাজ একসাথে”

Narayanganj Emporium — Everything for Your Beautiful Home.
আমরা আপনার ঘর ও পরিবারের জন্য নিয়ে এসেছি নিত্যপ্রয়োজনীয় ও প্রাকৃতিক পণ্য এক ঠিকানায়।
খাঁটি ঘি, মধু, তেল, মশলা থেকে শুরু করে বেতের ফার্নিচার, বালিশ, হিজাব ও লেদার ব্যাগ — সবই এখানে।
বিশ্বাস, মান এবং সাশ্রয় — এই তিন প্রতিশ্রুতিতে আমরা প্রতিদিন আপনাদের পাশে।

24/11/2025

ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম নিয়ে বাংলাদেশে আমরাই প্রথম ...!!

🔹 ২০২৬ শিক্ষাবর্ষে প্রি প্লে থেকে ৫ ম শ্রেণি পর্যন্ত এবং নূরানি, নাজেরা হিফয বিভাগে ভর্তি চলছে.....!!

🔹 ঠিকানা/যাতায়াত: —

মাতুয়াইল মুসলিম নগর, জিরো পয়েন্টের দক্ষিণে
(ফিরোজ কালাম আজাদ সাহেবের বাড়ি), ডেমরা, ঢাকা।

🔹 ভর্তির জন্য যোগাযোগ করুন। 01300-390618

10/11/2025

৩৪‌ দি‌নেই জীব‌নের‌ মোড় ঘু‌রে গে‌লো, আলহামদুলিল্লাহ! ১০০০ দুরুদ ছিল আমার টা‌র্নিং প‌য়েন্ট! - বিস্তারিত ক‌মেন্ট ব‌ক্সে!

07/11/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম, আলা নাবিয়্যিনা মুহম্মাদ (সা:)💌

06/11/2025

তাকদিরে যা নেই তা হিরা হলেও হারিয়ে যাবে,‌ আর যা লেখা আছে, তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে!

06/11/2025

“শিমুল তুলার বালিশে ঘুমিয়েছো কখনো? 💭
এই নরম, হালকা আর প্রাকৃতিক বালিশটা একবার ব্যবহার করলে বুঝবে— প্রকৃতির আরামের মতো কিছু নেই।”

💤 তুমি কি নরম না শক্ত বালিশ পছন্দ করো? কমেন্টে জানাও তো!

🍂❄️ শীত আসছে... সঙ্গে খেজুর গুরের ঘ্রাণও! 🧡শীতের সকাল মানেই পিঠা, ভাপা আর গরম ভাতের সঙ্গে এক চামচ খাঁটি খেজুর গুর — এই আ...
03/11/2025

🍂❄️ শীত আসছে... সঙ্গে খেজুর গুরের ঘ্রাণও! 🧡

শীতের সকাল মানেই পিঠা, ভাপা আর গরম ভাতের সঙ্গে এক চামচ খাঁটি খেজুর গুর — এই আনন্দের মুহূর্তটা যেনো শীতের প্রথম উপহার! 🎁

✨ Narayanganj Emporium নিয়ে আসছে একদম খাঁটি, প্রাকৃতিক ও তাজা খেজুর গুর,
যা তৈরি হয়েছে গ্রামের খেজুরের রস থেকে —
💛 কোনো কেমিক্যাল নয়,
🌴 কোনো মেশানো নয়,
শুধু প্রকৃতির আসল মিষ্টি আর ঘ্রাণ!

🥶 শীতের শুরুটা হোক মিষ্টি স্বাদে ভরা —
চোখ রাখুন আমাদের পেজে, শিগগিরই শুরু হচ্ছে Pre-order!

#খেজুরগুর #শীতেরস্বাদ #গ্রামবাংলারআনন্দ #গুরেরঘ্রাণ

:🌱 "আপনি আজ যা করতে পারবেন, সেটি কাল নয়, এখনই করুন।"— জন ওয়ুডেনসময় কখনো আপনার জন্য অপেক্ষা করে না।আজই আপনার প্রথম পদক্ষে...
02/11/2025

:

🌱 "আপনি আজ যা করতে পারবেন, সেটি কাল নয়, এখনই করুন।"
— জন ওয়ুডেন

সময় কখনো আপনার জন্য অপেক্ষা করে না।
আজই আপনার প্রথম পদক্ষেপ নিন!

আজ রাতে শুতে যাওয়ার আগে সূরা মূলক পড়ার আমল করেছেন তো?রাসুলুল্লাহ (সা.) বলেছেন:"যে ব্যক্তি প্রতি রাতে সূরা মূলক পাঠ করবে,...
01/11/2025

আজ রাতে শুতে যাওয়ার আগে সূরা মূলক পড়ার আমল করেছেন তো?

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি প্রতি রাতে সূরা মূলক পাঠ করবে, আল্লাহ তার কবরের শাস্তি থেকে তাকে রক্ষা করবেন।"
(তিরমিজি, হাদিস নম্বর: 2891)

এই হাদিসটি আল-তিরমিজি বইয়ের ‘কিতাবুস সুন্নাহ’ অধ্যায়ে পাওয়া যায়।

এটি এমন একটি সূরা, যা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা ও বরকত নিয়ে আসে, আপনার রাতকে শান্তিপূর্ণ এবং বরকতময় করে তোলে।

আজই শুরু করুন এই আমল, এবং আল্লাহর রহমত লাভ করুন।

01/11/2025

✨ “আসসালামু আলাইকুম।
আশাকরি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন।

আমরা আসছি, ইনশাআল্লাহ, আপনাদের জন্য কিছু চমক নিয়ে!” ✨

আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি এক নতুন অধ্যায়ের পথে 🌿

খুব শিগগিরই হাজির হচ্ছি অর্গানিক ফুড এবং কিছু অনন্য প্রোডাক্ট ও অফার নিয়ে, যা ইনশাআল্লাহ আপনাদের মন ছুঁয়ে যাবে 💚

🔔 আমাদের পেজের সাথেই থাকুন,
কারণ চমকটা খুব তাড়াতাড়ি আসছে! 😉

31/10/2025

(صلى الله عليه وسلم)

"সবাই বলে, শেষ পর্যন্ত নিজেরাই থাকবে।কিন্তু কেউ ভাবে না— মাঝপথে ক্লান্ত হয়ে যাওয়া মানুষগুলোর কী হয়?"হয়তো সে ভালো ছিল, আম...
27/06/2025

"সবাই বলে, শেষ পর্যন্ত নিজেরাই থাকবে।
কিন্তু কেউ ভাবে না— মাঝপথে ক্লান্ত হয়ে যাওয়া মানুষগুলোর কী হয়?"

হয়তো সে ভালো ছিল, আমি খারাপ।
অথবা আমি ভালো ছিলাম, সে ক্লান্ত।..কিন্তু ভালোবাসা তো হারিয়ে গেল, তাই না?

🤍 মন ছুঁয়ে গেলে, একটা শেয়ার করে দিও।
হয়তো কারও জীবনের সত্যি গল্পের মতো লাগবে।

#মাঝপথেরকাহিনী
#ভালোবাসারগল্প
#মনস্পর্শী
#বন্ধুত্বআরভালোবাসা








#বাংলাপোস্ট






আজ শুক্রবার।  এই দিনটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত।🔹 ১. **সূরা কাহফ পাঠ করুন**  রাসূলুল্লাহ ﷺ বলেছেন:  “যে ব্যক্তি...
27/06/2025

আজ শুক্রবার।
এই দিনটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত।

🔹 ১. **সূরা কাহফ পাঠ করুন**
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত করে, আল্লাহ তার জন্য দুই জুমার মাঝে নূরের আলো সৃষ্টি করে দেন।”
(হাদিস: হাকিম)

🔹 ২. **দরুদ শরীফ পাঠ করুন**
নবী করীম ﷺ বলেছেন:
“তোমরা শুক্রবারে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়।”
(হাদিস: আবু দাউদ)

📖 যারা আজ সূরা কাহফ পড়েছেন, আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দিন।
🤲 যারা দরুদ পড়েছেন, কমেন্টে “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ” লিখে ফেলুন।
🔁 শেয়ার করে দিন — হয়তো কেউ আজ এই পোস্ট দেখে আমলে যুক্ত হয়ে যাবে।
👉 Follow করুন *Narayanganj Emporium* পেজটি।

#সূরাকাহফ #দরুদশরীফ #জুমারদিন #ইসলামিকপোস্ট #দোয়াকরুন

Adresse

Democratic Republic Of The
1421

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Narayanganj Emporium publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager