Niyoraa “স্বাস্থ্যের শুদ্ধতা আর ঘরের সাজ একসাথে — Shuddho Aarong এ”

আপনার ঘর সাজানোর প্রয়োজনীয় সব পণ্য, শতভাগ খাঁটি অর্গানিক ঘি ও তেল, এবং বিশেষ ডিজাইনের হ্যান্ডক্রাফটেড পোশাক একসঙ্গে পাবেন এখানে।
বাড়ি থেকে কেনাকাটা করুন, দেশের যেকোনো প্রান্তে দ্রুত ও বিশ্বস্ত ডেলিভারি সেবা উপভোগ করুন।
মানসম্মত পণ্য ও ভালো গ্রাহক সেবা আমাদের অঙ্গীকার।

"সবাই বলে, শেষ পর্যন্ত নিজেরাই থাকবে।কিন্তু কেউ ভাবে না— মাঝপথে ক্লান্ত হয়ে যাওয়া মানুষগুলোর কী হয়?"হয়তো সে ভালো ছিল, আম...
27/06/2025

"সবাই বলে, শেষ পর্যন্ত নিজেরাই থাকবে।
কিন্তু কেউ ভাবে না— মাঝপথে ক্লান্ত হয়ে যাওয়া মানুষগুলোর কী হয়?"

হয়তো সে ভালো ছিল, আমি খারাপ।
অথবা আমি ভালো ছিলাম, সে ক্লান্ত।..কিন্তু ভালোবাসা তো হারিয়ে গেল, তাই না?

🤍 মন ছুঁয়ে গেলে, একটা শেয়ার করে দিও।
হয়তো কারও জীবনের সত্যি গল্পের মতো লাগবে।

#মাঝপথেরকাহিনী
#ভালোবাসারগল্প
#মনস্পর্শী
#বন্ধুত্বআরভালোবাসা








#বাংলাপোস্ট






আজ শুক্রবার।  এই দিনটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত।🔹 ১. **সূরা কাহফ পাঠ করুন**  রাসূলুল্লাহ ﷺ বলেছেন:  “যে ব্যক্তি...
27/06/2025

আজ শুক্রবার।
এই দিনটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত।

🔹 ১. **সূরা কাহফ পাঠ করুন**
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত করে, আল্লাহ তার জন্য দুই জুমার মাঝে নূরের আলো সৃষ্টি করে দেন।”
(হাদিস: হাকিম)

🔹 ২. **দরুদ শরীফ পাঠ করুন**
নবী করীম ﷺ বলেছেন:
“তোমরা শুক্রবারে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়।”
(হাদিস: আবু দাউদ)

📖 যারা আজ সূরা কাহফ পড়েছেন, আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দিন।
🤲 যারা দরুদ পড়েছেন, কমেন্টে “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ” লিখে ফেলুন।
🔁 শেয়ার করে দিন — হয়তো কেউ আজ এই পোস্ট দেখে আমলে যুক্ত হয়ে যাবে।
👉 Follow করুন **Niyoraa** পেজটি।

#সূরাকাহফ #দরুদশরীফ #জুমারদিন #ইসলামিকপোস্ট #দোয়াকরুন

"সবাই ঘুমিয়ে পড়েছে,কেবল কেউ কেউ জেগে আছে…কারও অপেক্ষায়,কারও স্মৃতির ভেতরে হারিয়ে…"রাত হলো মনের আয়না —যে হারিয়ে গেছে,সে স...
26/06/2025

"সবাই ঘুমিয়ে পড়েছে,
কেবল কেউ কেউ জেগে আছে…
কারও অপেক্ষায়,
কারও স্মৃতির ভেতরে হারিয়ে…"

রাত হলো মনের আয়না —
যে হারিয়ে গেছে,
সে সবচেয়ে বেশি দেখা দেয় এই নিস্তব্ধতায়।

🌙 শুভ রাত্রি…
ঘুম আসুক, স্মৃতি নয়…

Niyoraa...

26/06/2025

মায়ের এক আলিঙ্গন, তার এক মিষ্টি হাসি,
যা সব ক্লেশ ভুলিয়ে দেয়, হৃদয় ভরে দেয় ভালোবাসায়।

ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় ধন,
যেখানে গন্ধে মিশে থাকে ভাতের ঠান্ডা গরম স্মৃতি,
যেখানে চোখের কোণে জমে থাকে মায়ের অগোছালো কাঁদন।

আজকের এই জীবনের ব্যস্ততায় আমরা ভুলে যাই সেই ছোট্ট সুখগুলোকে,
তাই বলি — একটু থামো, ফিরে যাও সেই অমলিন দিনের গল্পে।

👇 কমেন্টে লিখে যাও তোমার মায়ের কাছে আজকের ভালোবাসার বার্তা,
চলো, আমরা সবাই একসাথে তৈরি করি এক সুন্দর পরিবার, যেখানে ভালোবাসা নিত্যদিন জাগ্রত থাকবে।

"এই অনুভূতির গল্প শেয়ার করতে ভুলো না, আর আমাদের সঙ্গে থাকার জন্য Follow করো Niyoraa — যেখানে ভালোবাসা ভরে থাকে প্রতিদিন। ❤️"

26/06/2025

"তুমি নিজে একজন গল্প..."
তোমার হাসি, তোমার কান্না, তোমার লড়াই—সব মিলিয়েই একটা অসাধারণ মানুষ তুমি।
নিজেকে হালকা করে দেখো না কখনও।

💬 কমেন্টে লিখে রাখো: “আমি আমার মতোই সুন্দর।”

24/06/2025

“শুভ রাত্রি বন্ধুরা, স্বপ্নে দেখা হবে! 🌙✨

বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্ত হচ্ছেন? এই ঘর একসময় ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি থাকবে। কিন্তু স...
24/06/2025

বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্ত হচ্ছেন? এই ঘর একসময় ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি থাকবে। কিন্তু সেই ঘরে থাকবেনা কোন খিলখিল হাসির শব্দ, ছোট্ট পায়ের হাঁটার আওয়াজ, খেলনার টুংটাং শব্দ, ঠোঁট ফুলিয়ে কান্নার মেলানকোলি।💔
সোনামণি এত দিনে বড় হয়ে গেছে। তার আলাদা একটা জগৎ হয়েছে। মিনিটে মিনিটে মামণি-মামণি, পাপা-পাপা বলে ডাকার সময় এখন তার আর নেই। সে আপনাকে আর বিরক্ত করেনা। খাবার নিয়ে তার পেছনে এখন আপনাকে ছুটতে হয়না, তার অসুখ হলে আপনাকে আর রাত জাগতে হয়না। আপনার কাছে শুধুই আছে তার শৈশবের কোমলতার কিছু সুখ-স্মৃতি।
সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেআমত। বিশ্বাস করেন না তো? যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করুন।
তাই বলছি, আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলোকে স্বাভাবিকভাবে নিতে শিখুন। পারলে তার সাথে আপনিও জয়েন করুন, এনজয় করুন।
সময় চলে যাবে ~ শুধু থেকে যাবে শুধু কিছু মূহুর্তের স্মৃতি। ❣️

24/06/2025

হাই! 😊 কেমন আছো সবাই?

🌿নতুন শুরুর গল্পগুলো কখনো পুরনো ভালোবাসা থেকেই জন্ম নেয়…আজ সেই দিন –Niyoraa ফিরেছে, নিজেকে নতুনভাবে প্রকাশ করতে,তোমাদের ...
23/06/2025

🌿
নতুন শুরুর গল্পগুলো কখনো পুরনো ভালোবাসা থেকেই জন্ম নেয়…
আজ সেই দিন –
Niyoraa ফিরেছে, নিজেকে নতুনভাবে প্রকাশ করতে,
তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে।

👁‍🗨 নিয়োরা মানে— সৌন্দর্য, আত্মবিশ্বাস, আর সত্যিকারের তুমি।
এই যাত্রায় তোমার সঙ্গ কাম্য।

✨ Stay close… Something beautiful is blooming again.

আসসালামু আলাইকুম
25/09/2023

আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম
24/09/2023

আসসালামু আলাইকুম

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Niyoraa publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager