অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা

  • Home
  • অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা

17/07/2024

ওরা আমার চ্যাটের বাল

সাধারণ ছাত্র-ছাত্রীদের মাইরে যদি এই অবস্থা হয় তোদের তাহলে চিন্তা করে দেখ একবার সারা দেশের জনগণ যদি রাস্তায় নামে আর তোদ...
17/07/2024

সাধারণ ছাত্র-ছাত্রীদের মাইরে যদি এই অবস্থা হয় তোদের তাহলে চিন্তা করে দেখ একবার সারা দেশের জনগণ যদি রাস্তায় নামে আর তোদেরকে পেটাতে থাকে তোদের ঠিকানা কোথায় হবে

17/07/2024

বাংলাদেশের তরুণ, লাল-সবুজের পতাকাটা, শক্ত করে ধরুন! 🇧🇩

17/07/2024

সকল বিভেদ ভুলে ডান-বাম-মধ্যপন্থী-ইসলামপন্থী সকলে একসাথে ফ্যা'সি'স্ট হাসিনার শা'স'নে'র বিরুদ্ধে একাট্টা হইছে। এই তরুনেরা অপ্রতিরোধ্য, এই তরুণেরা বীর।

লিংক কমেন্ট বক্সে।

সহমত পুরা দেশ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন করা দেয়া হোক গত ১৫ বছর ধরে সহ্য করে যাচ্ছি না হয় আরো কিছুদিন সহ্য করব তবুও ...
17/07/2024

সহমত পুরা দেশ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন করা দেয়া হোক গত ১৫ বছর ধরে সহ্য করে যাচ্ছি না হয় আরো কিছুদিন সহ্য করব তবুও এ ফারাউ রানি কে এই দেশে আর দেখতে চাই না

          বাংলাদেশের একটা দল এই চোর ইতর অসভ্য একটা জাতিকে বাংলাদেশের মানুষ এর কাছে বন্ধু বানিয়ে রেখেছে যাদের আসলে  আমাদ...
20/03/2024


বাংলাদেশের একটা দল এই চোর ইতর অসভ্য একটা জাতিকে বাংলাদেশের মানুষ এর কাছে বন্ধু বানিয়ে রেখেছে যাদের আসলে আমাদের শত্রু হইবার ও যোগ্যতা নাই।
কিন্তু একটা দল এই অসভ্য জাতিকে আমাদের বন্ধু বানিয়ে রেখেছে। আমাদেরকে তারা শিখিয়েছে ওই অসভ্য দেশ সাহায্য না করলে নাকি আমরা কোনদিন স্বাধীন হইতাম না। বস্তুত তারা জয় সন্নিকটে দেখে ডিসেম্বরের তিন তারিখে এইদেশে এসে ডুকেছে চুরির উদ্দেশ্যে সাহায্যের জন্য নয়। এগারো দিনে কি তারা দেশ স্বাধীন করে ফেলেছিল😡😡😡 তাহলে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা কি বাকি সাড়ে আট মাস ধরে বা+ল চিরেছিল 😡
এইসব বা লের বন্ধুত্বের গল্পঃ এইদেশের বর্তমান প্রজন্ম খায় না।

20/03/2024

ইন্ডিয়ানেরা বাংলাদেশে আলু এক্সপোর্ট করছে। এই নিয়ে ইন্ডিয়ানদের গর্বের সীমা নাই। ওই আলু ইন্ডিয়ান এইটা যদি ক্রেতারা আইডেন্টিফাই করতে পারতো তাইলে পুরা আলু গোডাউনে পচতো। ওরা খায় গরুর মূত্র এরা কোথায় কখন কিভাবে কি বলতে হয় এরা জানেনা।
ক্রেতা আমি আমি কিনি বলেই বিক্রেতা দুমুঠো খেতে পারে। আমি ক্রেতাকে ওদের পূজা করা উচিত কিন্তু এই মূর্খের দল এসে বলে আলু এসেছে পিঁয়াজ এসেছে ,😀 এতে কার লাভ আর কার ক্ষতি হচ্ছে😀 মূর্খের দল। এরা টাকা দিয়ে মাল বিক্রি করে যদি এমন ভাব নেয় তাহলে ফ্রি দিলে কি করবে 🤔 যদিও এরা নিজেরাই খেতে পায়না অন্যকে ফ্রীতে কিভাবে দিবে?
এতে কি প্রমাণ হয়না এরা ৭১ এ এদেশে সাহায্যের নামে চুরি করতে এসেছিল?

25/02/2024

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২৫শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি 😭

রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে নৃ+শংস হ*ত্যাকা*ণ্ডের ১৫তম বার্ষিকী আজ রোববার।

২০০৯ সালের এই দিন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হ*ত্যা করা হয়েছিল।

দেশের নাম "মুজিল্যান্ড" রাখার অনুরোধ জানাচ্ছি
20/02/2024

দেশের নাম "মুজিল্যান্ড" রাখার অনুরোধ জানাচ্ছি

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share