Md Abdul Mannan

Md Abdul Mannan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Abdul Mannan, Digital creator, Feni.
(6)

বন্ধু করে নাও আমি ও বন্ধু করে নিবো, একা সফলতা কখনো আসেনা, সফলতা তখনই আসবে যখন আমরা একে-অপরের পাশে থাকবো, তাই সবাই প্রতিদিন পোস্টে লাইক + গঠনমূলক কমেন্ট +গ্রুপে পোস্ট শেয়ার করবেন ❤️
ইনশাআল্লাহ সফলতা আসবে, সকল প্রিয় মানুষদের জন্য ভালোবাসা সব সময় থাকবে

12/07/2025

শুভ বিকাল

11/07/2025

Good morning

11/07/2025

Good night All my friends

সবাই কি ওনাকে ভুলে গেছেন 🤔😢😭যদি না ভুলেন তাহলে ১ বার সূরা ফাতেহা৩ বার সূরা এখলাস পড়ে দোয়া করেন ।                        ...
02/07/2025

সবাই কি ওনাকে ভুলে গেছেন 🤔😢😭
যদি না ভুলেন তাহলে ১ বার সূরা ফাতেহা
৩ বার সূরা এখলাস পড়ে দোয়া করেন ।
゚viralシfypシ゚viralシalシ

এই আইডির মালিক Md Abdul Mannan  এখন আর এই পৃথিবীতে নেই !! কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা...
01/07/2025

এই আইডির মালিক Md Abdul Mannan এখন আর এই পৃথিবীতে নেই !!
কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন".
আমি তার একজন নিকট আত্মীয়।
আপনাদের সবার কাছে তার রুহের আত্নার মাগফিরাত এর জন্য দোয়া চাইছি।

কী!
সামান্য একটু ধাক্কা লেগেছে কারো অন্তরে?

যদি আমাকে এক সেকেন্ডের জন্য ও কোনোদিন মুহাব্বত করে থাকেন,তাহলে কিছুটা ধাক্কাতো লাগারই কথা!!

এমন একটি শোক বার্তা আর মাত্র কয়েকদিন পরে
আমার,আপনার,আমাদের টাইমলাইনে আসবে ইনশাল্লাহ।

তার পর কি হবে জানেন?
মৃত্যুর সংবাদ দেওয়া পোস্টিতে কমেন্টের বন্যা বয়ে যাবে। আহারে ছেলেটা অনেক ভালো ছিলো,অনেক দুষ্টুমি করতো, অনেক মাজা করতো.".আরে গতকাল রাতেইতো আমার সাথে মেসেন্জারে কথা বললো,"ইন্নালিল্লাহ"!!
আল্লাহ ছেলেটাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ইত্যাদি ইত্যাদি।

তারপর স্কিনশর্ট নিয়ে পোস্ট দিয়ে ক্যাপশন দেয়া হবে এই ছেলেটা আর নেই। এখনো বিশ্বাস করতে পারছি না এই ছেলেটা আর নেই.!

আপনি কি জানেন??
ঠিক ওই মুহূর্তে কিছু কিছু মানুষের দোয়া আর আর্তনাদ কমেন্ট বক্স আর স্ট্যাটাসের মাধ্যমেই সীমাব্ধ রয়ে যাবে!!

আপনার মৃত্যুর খবর শুনেই আপনার জন্য কুরআন নিয়ে বসে যাবে বা আপনার জন্য দুই রাকাত সালাত আদায় করে কায়মনোবাক্যে রহমানের দরবারে কান্নাকাটি করবে এমন একজন মানুষ হয়তো হাতে গুনেও পাওয়া যাবে না এই ভার্চুয়াল জগতে।

আমি,আপনি,আমাদের রুহের আর্তনাত গুলো যদি এই বেঁচে থাকা মানুষ গুলো যদি উপলব্দি করতে পারতো তবে কখনোই তারা মাতামাতি বাড়াবাড়িতে লিপ্ত না হয়ে সঠিক পদ্ধতিতে আমাদের কবরে কিছু পাঠাতো।

আমার মৃত্যুর খবর আপনাদের কানে আসা মাত্রই আমার জন্যে রবের দরবারে দোয়া করবেন
আমাকে ক্ষমা করে দিয়েন ।
আমাদের সবাইকেই একদিন বিনা নোটিশে হুট করেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে।জীর্ণশীর্ণ কবরে থাকতে হবে।আমাদের উচিত সে কবরের জন্য প্রস্তুতি নেয়া।

জা-জাকাল্লাহু খাইরান।



30/06/2025

Good night All my friends

30/06/2025

-কখনো শব্দ ছাড়া কান্না করেছেন..!😞💔

29/06/2025

শুভ দুপুর

27/06/2025

একটিভ বন্ধু নিতে সবাই লাইভে যুক্ত হয়ে যাই
゚viralシfypシ゚viralシalシ

,,ফেনীর সন্তান হিসেবে আমাদের জেনে রাখা জরুরী,,ফেনী জেলায় ৬টি উপজেলা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৪৪১টি ওয়ার্ড আছে। ★ ফেনী...
27/06/2025

,,ফেনীর সন্তান হিসেবে আমাদের জেনে রাখা জরুরী,,

ফেনী জেলায় ৬টি উপজেলা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৪৪১টি ওয়ার্ড আছে।
★ ফেনী জেলার ৬টি উপজেলা
১। ফেনী সদর।
২। ছাগলনাইয়া।
৩। সোনাগাজী।
৪। দাগনভুইয়া।
৫। ফুলগাজী।
৬। পরশুরাম।
★ ফেনী জেলায় ৫ টি পৌরসভা।
১। ফেনী পৌরসভা।
২। ছাগলনাইয়া পৌরসভা।
৩। দাগনভুইয়া পৌরসভা।
৪। সোনাগাজী পৌরসভা।
৫। পরশুরাম পৌরসভা।

ইউনিয়নঃ- ফেনী জেলার ৪৩ টি ইউনিয়ন।
★ফেনী সদর-মোট ইউনিয়ন ১২টি
১। শশর্দি।
২। ধর্মপুর।
৩। কাজিরবাগ।
৪। মোটবী।
৫। ছনুয়া।
৬। পাঁচগাছিয়া।
৭। বালিগাঁও।
৮। কালিদহ।
৯। লেমুয়া।
১০। ধলিয়া।
১১। ফাজিলপুর।
১২। ফরহাদ নগর।

★ ছাগলনাইয়া-মোট ইউনিয়ন ৫টি
১। রাধানগর।
২। পাঠান নগর।
৩। শুভপুর।
৪। ঘোপাল।
৫। মহামায়া।

★ সোনাগাজী-মোট ইউনিয়ন ৯টি
১। চর মজলিশপুর।
২। বগাদানা।
৩। মঙ্গলকান্দি।
৪। মতিগঞ্জ।
৫। চর দরবেশ।
৬। চর চান্দিয়া।
৭। সোনাগাজী সদর।
৮। আমিরাবাদ।
৯। নবাবপুর।

★ দাগনভুইয়া-মোট ইউনিয়ন ৮টি
১। সিন্দুরপুর।
২। রাজাপুর।
৩। পুর্ব চন্দ্রপুর।
৪। রামনগর।
৫। ইয়াকুবপুর।
৬। দাগনভুইয়া সদর।
৭। মাতুভুইয়া।
৮। জায়লস্কর।

★ পরশুরাম-মোট ইউনিয়ন ৩টি
১। চিথলিয়া।
২। মির্জা নগর।
৩। বক্সমাহমুদ।

★ ফুলগাজী-মোট ইউনিয়ন ৬টি
১। ফুলগাজী।
২। মুন্সিরহাট।
৩। দরবারপুর।
৪। আনন্দপুর।
৫। জি এম হাট।
৬। আমজাদহাট
,,,,,,,,
゚viralシfypシ゚viralシalシ

26/06/2025

Good night All my friends

26/06/2025

নামায পড়তেই থাকুন!!🥰🤲🏻
- হতাশ হবেন না, বিশ্বাস রাখুন, আল্লাহ্ এক সময় সব কষ্ট দূর করে দিবে!! 🌸✅

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdul Mannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share