01/04/2025
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ঢাকা-৯ ও ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করতে পারেন। সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুর-৫ বা ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা করছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বরিশাল-৫ বা ঢাকা-১৪, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
এনসিপির নেতারা জানিয়েছেন, নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তারা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রোজায় ইফতার পার্টি এবং ঈদের পর থেকে তৃণমূলে কাজ করবেন সম্ভাব্য প্রার্থীরা। বিএনপি-জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তারা।