রূপগঞ্জ জাগরণ

  • Home
  • রূপগঞ্জ জাগরণ

রূপগঞ্জ জাগরণ Official page for রাত ৮ টার সংবাদ , Bangladesh's largest news publisher by reach - 24/7, bilingual; content opened to public on 23 Oct 2012

আবু মোঃ মাসুম, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, একজন সত্যিকারের গণমানুষের নেতা হিসেবে রূপগঞ্জের সাধারণ মানুষের...
03/06/2025

আবু মোঃ মাসুম, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, একজন সত্যিকারের গণমানুষের নেতা হিসেবে রূপগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয় সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি জনগণের সমস্যা ও চাহিদার প্রতি সংবেদনশীল থেকে নিম্নলিখিত বিষয়গুলো জোরালোভাবে উপস্থাপন করেছেন।

এই বিষয়গুলো উত্থাপনের মাধ্যমে আবু মোঃ মাসুম রূপগঞ্জের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন, যা তাঁর নেতৃত্বের প্রতি অবিচল দায়বদ্ধতা ও জনগণের প্রতি তাঁর গভীর প্রতিশ্রুতির প্রমাণ বহন করে।

ঢাকা, [৬ মে ২০২৫]:গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের সম্ভাবনার নাম ডাঃ জোবাইদা রহমান কে স্বাগত জ...
07/05/2025

ঢাকা, [৬ মে ২০২৫]:
গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের সম্ভাবনার নাম ডাঃ জোবাইদা রহমান কে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ঢাকায় জড়ো হন।এই শুভক্ষণে রূপগঞ্জ উপজেলা থেকে হাজারো নেতাকর্মী নিয়ে রাজপথে দৃপ্ত পদচারণা করেন আবু মোঃ মাসুম।

তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি এবং বর্তমানে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে পরিচিত।

দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি নতুন কিছু নয়। বিগত সময়ের দুঃসহ রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা, গ্রেফতার আতঙ্ক—সবকিছু উপেক্ষা করেই তিনি বারবার প্রমাণ করেছেন, তিনি একজন প্রকৃত দলপ্রেমিক, একজন আদর্শিক সৈনিক।এই দিনেও ব্যতিক্রম ঘটেনি। প্রিয় নেত্রীর আগমনের খবরে তিনি নিজে রাজপথে ছিলেন, সাথে ছিলেন দলের হাজারো নিবেদিত প্রাণ কর্মী।

আবু মোঃ মাসুম বলেন,
" আমরা অতীতে ও ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো"

দলের নেতাকর্মীদের প্রতি তাঁর নেতৃত্ব এবং অনুপ্রেরণামূলক ভূমিকায় তরুণদের মাঝে নতুন করে উদ্দীপনা ছড়িয়েছে। তারুণ্য, ত্যাগ ও দলপ্রেমের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবে আবু মোঃ মাসুম আজ রূপগঞ্জের গণ্ডি ছাড়িয়ে সারা নারায়ণগঞ্জে পরিচিত এক সংগ্রামী নেতৃত্বে পরিণত হয়েছেন।

দল ও দেশনেত্রীর প্রতি তাঁর নিঃশর্ত আনুগত্য এবং রাজনৈতিক দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

**আগারপারা যুব সমাজের আয়োজনে জমকালো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন**নিজস্ব রিপোর্ট,আগারপারা, নারায়ণগঞ্জ:  আগারপারা...
30/04/2025

**আগারপারা যুব সমাজের আয়োজনে জমকালো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন**

নিজস্ব রিপোর্ট,আগারপারা, নারায়ণগঞ্জ:
আগারপারা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ১৬তম সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর **ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান** ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব আগারপারা সমাজ কল্যাণ বোর্ডিং মাঠে, যেখানে অংশগ্রহণ করে বিভিন্ন ওয়ার্ডের তরুণ দলসমূহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক জনাব হাজী আবু মোঃ মাসুম**, যিনি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

তিনি বলেন—
> “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন খেলাধুলাভিত্তিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগারপারার তরুণরা যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার যোগ্য।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠকবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য—
জনাব মফিজুর রহমান টিপু, মোঃ রাশেদ মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম সরকার প্রমুখ।

**বিশেষ আকর্ষণ:**
- ম্যান অব দ্য টুর্নামেন্ট
- ম্যান অব দ্য ফাইনাল
- সেরা ব্যাটসম্যান ও বোলার

খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক এক সুস্থ ও সচেতন যুব সমাজ—এই প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when রূপগঞ্জ জাগরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share