Rashedul Hasan

  • Home
  • Rashedul Hasan

Rashedul Hasan Writer । Journalist । Entrepreneur I am Rashedul Hasan. A journalist by profession. I am also involved in writing.

Although I have worked in various media outlets in the country, I am currently working as the sub-editor of Jagonews24.com. I write poems, stories, essays and columns in various national dailies, weekly and littlemags of the country.

নমনীয় আচরণ বা ভদ্রভাবে ‘স্যরি’ বলা দুর্বলতা নয় বরং পরিপক্ব ব্যক্তিত্বের পরিচয়। যে মানুষ শ্রদ্ধা দেখাতে ও নিজের ভুল স্বীক...
02/11/2025

নমনীয় আচরণ বা ভদ্রভাবে ‘স্যরি’ বলা দুর্বলতা নয় বরং পরিপক্ব ব্যক্তিত্বের পরিচয়। যে মানুষ শ্রদ্ধা দেখাতে ও নিজের ভুল স্বীকার করতে জানে সে মানসিকভাবে শক্তিশালী। এ গুণকে দুর্বলতা ভেবে বড়াই করা অজ্ঞতা ও অহমিকার লক্ষণ।

30/10/2025

সময় কেমন নিঃশব্দে সবকিছু বদলে দিয়েছে। আমরা হারিয়েছি যোগাযোগ, হারিয়েছি উপস্থিতি, তবু তোমাকে পুরোপুরি হারাতে পারিনি। তুমি এখনো কোথাও আছো— মেঘে, গন্ধে কিংবা নিস্তব্ধ কোনো সন্ধ্যায়।

আজও মনে হয়, তুমি হাসলে পৃথিবীটা একটু নরম হয়ে যেত। তোমার চোখে ঝিলিক পড়লেই আলো ছড়িয়ে পড়ত চারপাশে। সেই আলো যেন নিভে না যায়। তোমার দিনগুলো হোক স্নিগ্ধ-প্রশান্তির।

তুমি ভালো থেকো— খুব ভালো থেকো। আমার নাগালের বাইরে থেকেও যেন সুখ তোমার চারপাশে ছায়া ফেলে রাখে। আমার সমস্ত ভালোবাসা নিঃশব্দে তোমার জন্য আশীর্বাদ হয়ে যাক।

শুভ জন্মদিন...

বিপদের সময়ই মানুষকে চেনা যায়। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, কাছের মানুষও দূরে সরে যায় তখন একমাত্র আশ্রয় হয়ে থাকেন আল্লাহ। তিন...
24/10/2025

বিপদের সময়ই মানুষকে চেনা যায়। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, কাছের মানুষও দূরে সরে যায় তখন একমাত্র আশ্রয় হয়ে থাকেন আল্লাহ। তিনি কখনো কাউকে একা ছেড়ে দেন না। তাই কষ্টের সময় হতাশ হবেন না। মানুষ মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ কখনো ফিরিয়ে নেন না।

#আল্লাহর_উপর_ভরসা #বিশ্বাস #তাওয়াক্কুল

একটি পরীক্ষার ফল দিয়ে জীবনের মূল্যায়ন হয় না। ফেল মানে সব শেষ নয়, শুরু। প্রতিটি ব্যর্থতা নতুন সুযোগের দরজা খোলে। আত্মবিশ্...
16/10/2025

একটি পরীক্ষার ফল দিয়ে জীবনের মূল্যায়ন হয় না। ফেল মানে সব শেষ নয়, শুরু। প্রতিটি ব্যর্থতা নতুন সুযোগের দরজা খোলে। আত্মবিশ্বাস রাখুন। আপনার সাফল্যের গল্প এখনও লেখা বাকি...

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দার’ লেখক রকিব হাসান মারা গেছেন। তার জন্য শ্রদ্ধাঞ্জলি...
15/10/2025

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দার’ লেখক রকিব হাসান মারা গেছেন। তার জন্য শ্রদ্ধাঞ্জলি...

ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি...
10/10/2025

ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি...

অভিযোগ জমলে পাহাড় হয়আর আমি সমতলেই থাকতে চাই;তুমি যে পথ বেছে নিয়েছ—সে পথের ধুলোয় আমার নাম নেই।আমি জানি, কিছু নাম মুছে...
10/10/2025

অভিযোগ জমলে পাহাড় হয়
আর আমি সমতলেই থাকতে চাই;
তুমি যে পথ বেছে নিয়েছ—
সে পথের ধুলোয় আমার নাম নেই।

আমি জানি, কিছু নাম মুছে গেলে
হাওয়া ভারমুক্ত হয়।

rashedXpress

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই। চিত্তাকর্ষক ও দূরদর্শী সৃজনকর্মের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।...
09/10/2025

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই। চিত্তাকর্ষক ও দূরদর্শী সৃজনকর্মের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। যা মহাপ্রলয়ের ভয়াবহতার মধ্যেও শিল্পের শক্তিকে পুনর্জীবিত করে। তিনি মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক। তার রচনা ফ্রাঞ্জ কাফকা এবং টমাস বার্নহার্ডের রচনার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। জার্মানির পটভূমিকায় লেখা ‘হার্শট ০৭৭৬৯’ বইয়ের জন্য এ পুরস্কার লাভ করেন।

লাসলো ক্রাসনাহরকাই ১৯৫৪ সালে রোমানিয়ান সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর গিউলায় জন্মগ্রহণ করেন। একই রকম প্রত্যন্ত গ্রামীণ এলাকা তার প্রথম উপন্যাস ‌‘সাটানটাঙ্গো’র পটভূমি। যা ১৯৮৫ সালে প্রকাশিত হয়েছিল। উপন্যাসটি হাঙ্গেরির সাহিত্য মহলে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। ফলে এটিকে লেখকের যুগান্তকারী রচনা হিসেবে গণ্য করা হয়।

সূত্র: জাগো নিউজ

03/10/2025

হুমায়ূন নেই। তাই এখন একপাক্ষিক অভিযোগে তাকে বিচার করা অন্যায়। যে কথা জীবিত অবস্থায় বলা হয়নি, মৃত্যুর পর উচ্চারণে তার আর কোনো মানে থাকে না।

বিবাহবিচ্ছেদ সম্পর্কের স্বাভাবিক পরিণতি হতে পারে। তখন যদি ছাড়তে পারা না যায়, বহু বছর পর বলা অভিযোগ কেবল শব্দেই সীমাবদ্ধ থাকে। তাই গুলতেকিনকে এসব থেকে বিরত থাকা উচিত।

ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি...
03/10/2025

ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি...

কপি দিবস তাই...
01/10/2025

কপি দিবস তাই...

ছোটবেলায় অনেক দেখেছি কোথাও কেটে গেলে আম গাছের ডাল পুড়ে ক্ষতস্থানে লাগানো হতো। দ্রুত ভালোও হয়ে যেতো। আর বড় বেলায় এসে দেখি...
28/09/2025

ছোটবেলায় অনেক দেখেছি কোথাও কেটে গেলে আম গাছের ডাল পুড়ে ক্ষতস্থানে লাগানো হতো। দ্রুত ভালোও হয়ে যেতো। আর বড় বেলায় এসে দেখি সামান্য জ্বর-কাশির জন্য এই টেস্ট ওই টেস্টের সঙ্গে একগাদা ওষুধ। অথচ এসবের জন্য কোনো ওষুধই খেতেন না বাপ-দাদারা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rashedul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashedul Hasan:

  • Want your business to be the top-listed Media Company?

Share