
16/07/2025
রমজানের খুনি এই পুলিশ।
আমরা ইতিমধ্যে দুটি ভিডিও দেখেছি রমজানের, একটা ভিডিও তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আরেকটা ভিডিওতে রমজানের লাশ তিন জন পুলিশ মিলে পুলিশের গাড়িতে তুলছে৷
১) নাম আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ কোটালীপাড়া থানা।
২) দ্বিতীয় ছবিতে রমজানকে কলার ধরে নিয়ে যাচ্ছে চশমা পরিহিত পুলিশ আজাদ, আমি এখানে তার ঘড়িতে লাল বৃত্ত করেছি।
৩) তৃতীয় ছবিতেও আমি তার ঘড়ি মার্ক করেছি গোল বৃত্তে।
প্রথম তিনটি ছবি রমজানের জীবিত থাকা অবস্থায়।
(দ্বিতীয় ও তৃতীয় ছবি দুটো রমজানের জীবিত থাকাকালীন)
৪) চতুর্থ ছবিটি রমজানের মৃত্যুর পরের যেখানে তিন জন পুলিশ মিলে রমজানের লাশ গাড়িতে তুলছে, এই ছবিতে আমি পেছন সাইড দেখা যায় সেই পুলিশের ঘড়ি মার্ক করেছি গোল বৃত্তে।
ঘড়ি দেখে নিশ্চিত হওয়া যায় রমজানের মৃত্যুর আগে যেই আজাদ তাকে কলার ধরে নিয়ে যাচ্ছিলো সেই আজাদের নেতৃত্বেই রমজানের লাশ গাড়িতে তোলা হচ্ছে৷
সুতরাং এই আজাদই রমজানকে গ্রেফতার করে নিয়ে গিয়ে হত্যা করে, এটিকে বিচার বহির্ভূত হত্যা বলতে হবে।
দয়া করে এই পোস্ট শেয়ার করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করুন।
আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নিবোই।
©️