04/07/2025
আমিও যে ক্লান্ত হই!
পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে আশ্রয় চেয়েছি, অথচ পুরো পৃথিবীর চাইতে দুঃখ তুমিই বেশি দাও আমায়! তোমার কাছে ভালোবাসা, আদর আর যত্ন ছাড়া আর কি চেয়েছি?
কতশত মানুষের ভীড়ে থেকেও আমি হন্যে হয়ে তোমার মুখটাই খুঁজি। তোমাকে ভালোবেসে আমি যে ভালো নেই! তুমি আর ভালো থাকতে দিলে কই? বলো...
আমিও যে ক্লান্ত হই!
আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তোমার তো সব আছে৷ ধন-সম্পদে ভরপুর, সোনা-দানা, আত্মীয়–স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার, সব আছে৷ নিঃস্ব তো আমি! তোমায় ছাড়া আমার কি আছে–কে আছে?
নিঃস্ব এই আমায় তুমি ঠাঁই দিলে না বুকে!
পৃথিবীতে দুখী মানুষ কারো ভালোবাসা পায় না! তুমিও ভালোবাসলে না। অভিমানে শুধু দূরত্বই বাড়ালে, বুকে টেনে নিলে না।
অভিমানে সুনসান নীরবতায় আমি যে ভীষণ কষ্ট পাই!
তবে তার চাইতে বেশি কষ্ট পাই, যখন তুমি কথা বলো না, সময় দাওনা, দুঃখের দিনে পাশে থাকো না, সবচেয়ে প্রয়োজনের মূহুর্তে সাড়া দাও না।
আমিও দুঃখ পাই!
যখন দেখি তুমিও ভালোবাসো, অথচ আমার মতো আকুলতা নিয়ে কাছে ডাকো না। আমার সাথে কথা না হলে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না, দীর্ঘদিন চোখের আড়ালে থেকেও আলিঙ্গনের ইচ্ছে জাগে না। যখন দেখি, আমায় ছাড়াই তুমি দিব্যি ভালো থাকো–স্বাভাবিক থাকো!
আমারও ভীষণ আফসোস হয়!
যাকে এত ভালোবাসি, তার ভালোবাসা না পেলে আমারও আক্ষেপ হয়! দুঃখে জর্জরিত হয়ে তোমার কাছে আশ্রয় চাই, সেই তুমিই কিনা আমাকে দূরে সরিয়ে দাও, চোখের আড়ালে থাকো!