22/07/2025
একবার এক লোক ইমাম হাসান (রহ.)–এর কাছে এসে বলল:
“আমি খুব গরিব, আমার দুঃখের সীমা নেই। আল্লাহ আমাকে কেন এত কষ্ট দেন?”
ইমাম হাসান বললেন,
“তুমি কি সকালে আল্লাহর দিকে ফিরে তাকাও?”
লোক বলল: “হ্যাঁ।”
“তুমি কি তোমার রিজিকের জন্য চেষ্টা করো?”
লোক বলল: “হ্যাঁ।”
“তুমি কি তোমার গুনাহের জন্য ক্ষমা চাও?”
লোক বলল: “প্রতিদিন।”
ইমাম হাসান হেসে বললেন:
“তবে তুমি দুঃখিত কেন? তোমার চাওয়া তো আল্লাহ শুনছেন। তিনি তোমার দোয়ার উত্তম সময় দেখছেন। ধৈর্য ধরো, তোমার প্রতিদান জান্নাত।”
---
🔍 শিক্ষণীয়:
আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না, বরং তিনি দান করেন সবচেয়ে ভালো সময়ে। ধৈর্যই হচ্ছে জান্নাতের সোপান।