খেলাঘর

  • Home
  • খেলাঘর

খেলাঘর ক্রিকেট - ফুটবল ম্যাচ লাইভ দেখতে page টি ফলো করুন ❤️ সবাই সবকিছু করতে পারে নাহ।যোগ্যতা থাকতে হয়।আর কঠোর পরিশ্রম করতে হয়

শান্ত 🥴
13/10/2024

শান্ত 🥴

হাপেনারের সময় বিড়ি খেয়ে নিল তিন বন্ধু 😌
12/02/2023

হাপেনারের সময় বিড়ি খেয়ে নিল তিন বন্ধু 😌

23/01/2023

LISA❤️

🚨আর্জেন্টিনা জাতীয় দলকে বাংলাদেশে আনতে খরচ হবে ৭১ কোটি টাকা, সব মিলিয়ে প্রতিপক্ষকে আনার খরচ সহ মোট খরচ ১০০ কোটি টাকার বে...
21/01/2023

🚨আর্জেন্টিনা জাতীয় দলকে বাংলাদেশে আনতে খরচ হবে ৭১ কোটি টাকা, সব মিলিয়ে প্রতিপক্ষকে আনার খরচ সহ মোট খরচ ১০০ কোটি টাকার বেশি হবে। আসুন দেখে নেয়া যাক বাংলাদেশের ফুটবলে বাফুফের অবদান।

➡️স্বাধীনতার ৫১ বছরেও বাফুফের নিজেদের কোন স্টেডিয়াম নেই।

➡️২০০৭ সালে বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিং ছিলো ১৫১, বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ফিফা র‍্যাঙ্কিং ১৯২।

➡️সালাউদ্দিন সাহেবের আমলে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন ফিফা র‍্যাঙ্কিং এর মুখ দেখে। এ রেকর্ড অব্যাহত থাকলে অচিরেই ফিফার সবচেয়ে নিচের র‍্যাঙ্কিং ২১১ তম অবস্থানে নিজেদের দেখতে পাবে বলে আশা করছে বাঙালি জাতি।

➡️২০১১ সালে আর্জেন্টিনা দলকে আনতে ৪০ কোটি টাকা খরচ হয়েছিলো, সেসময় বাফুফে আইএফআইসি ব্যাংক হতে ৮ কোটি টাকা লোন নিয়েছিলো, সে লোন এখনো শোধ করতে পারেনি বাফুফে।

➡️ফিফা হতে প্রতিবছর অনুদান পেলেও অনুদানের টাকায় কাজের হদিস মেলা ভার!

➡️বসুন্ধরা গ্রুপের বদৌলতে বিপিএল ফুটবল কিছুটা জৌলুস পেয়েছে। কিন্তু গ্রামেগঞ্জের ফুটবল জনপ্রিয় হলেও দেশের শীর্ষ লীগকে দেশব্যাপী জনপ্রিয় করতে ব্যর্থ।

➡️ফ্রাঞ্জাইজি ফুটবলের গল্প বহুবার শুনিয়েও আজ পর্যন্ত কোনদিন আয়োজন করতে পারেন নি।

➡️বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের নামে নিম্নমানের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে তাতে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়া নেপাল জাতীয় দলকে প্রাইজমানির ২৫ হাজার ডলার এখনো দেয়নি বাফুফে।

➡️২০১৯ সালে ৮টি বিষয়ে কাজী সালাউদ্দিন ও বাফুফের বিরুদ্ধে অভিযোগ আনে দুদক। এরপর অজানা কারণে হারিয়ে যায় সে অভিযোগ গুলো...

➡️স্বাধীনতার ৫০ বছর পার করে এসে গতবছর বাফুফে একটি ভাঙ্গাচোরা-জোড়াতালি ফুটবল অ্যাকাডেমি তৈরি করেছে। এর আগে সিলেটে সরকার একাডেমির অবকাঠামো নির্মাণ করে দিলেও টাকার অভাবে সে একাডেমি বন্ধ করে দেয় বাফুফে।

➡️জাতীয় দলে ঢাকা আবাহনীর খেলোয়াড়দের বিশেষ সুযোগ দেয়ার অভিযোগ।

➡️প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ নামে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অথচ এই টুর্নামেন্ট হতে প্রাপ্ত ফুটবলারদের অ্যাকাডেমির সুবিধা দেয়া কিংবা পরবর্তীতে প্রফেশনাল ফুটবলার হওয়ার ব্যাপারে কোন কার্যক্রমই নেই বাফুফের।

➡️বিপিএল ও তার নিচের লীগ গুলোতে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ নিয়মিত। গত নভেম্বরেও ফিফা ম্যাচ ফিক্সিং এর জন্য বাফুফেকে নালিশ দিয়েছে।

➡️বাংলাদেশ জাতীয় দলে জেমি ডে'র মতো কোচকে বাদ দিয়ে ভারতের একটি পেইড অ্যাকাডেমির আনকোরা কোচ হ্যাবিয়ের ক্যাবরেরাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছেন। পেইড অ্যাকাডেমি অর্থ আপনি টাকা দিয়ে অ্যাকাডেমিতে ভর্তি হতে পারবেন, লাগবেনা কোন স্কিল, লাগবেনা কোন যোগ্যতা। জেমি ডে'কে বহিষ্কার করার কারণ ছিল তিনি কাজী সালাউদ্দিনের দু'চোখের বিষ প্রবাসী ফুটবলার খেলিয়েছিলেন...

এবার আপনারাই বলুন, একটা ভঙ্গুর ফুটবল কাঠামোর দেশে আর্জেন্টিনার আগমনে আমাদের ফুটবলের লাভ কতটুকু?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when খেলাঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share