
21/07/2025
নাম: আশরাফুল ইসলাম।
মাইলস্টোন স্কুল এর গণিত শিক্ষক।
বাড়ি: ভেন্ডাবাড়ী, পীরগঞ্জ, রংপুর।
। তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট।
লোকটা ব্যাথার থেকে বেশি তার স্টুডেন্টদের জন্য কাতরাচ্ছিল।
তিনি বার বার বলছিল, "ভাই, আমার বাচ্চা গুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন, ওদের কষ্ট হচ্ছে অনেক" এগুলো বলছিল আর কান্না করছিল।
এই অবস্থায় নিজেকে সামলানো অনেক কঠিন।
মহান আল্লাহর কাছে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের উপর শান্তি বর্ষণ করেন।