
15/05/2025
মাসে মিনিমাম ৩০ হাজার টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরীব না। এইটা দেশের জিডিপি পার ক্যাপিটা থেকেও বেশি। আপনি তাদের গরীব ভাবেন কারণ আপনার মাথায় এটাই সেট হয়ে আছে যে রিকশাওয়ালা মানেই গরীব। তার উপর আবার ছেঁড়াফাটা লুঙ্গি পরে থাকে, দেখতেও কালো, লেখাপড়াও জানে না, কথা বলে গেঁয়ো ভাষায়।
গরীব তো আপনি! কামান মাসে ১৫ হাজার টাকা, কিন্তু ভাব নেন সিক্স ডিজিটের। খুব ফিটফাট জামাকাপড় পরে থাকেন, দেখতে শুনতে ভালোই, লেখাপড়া জানা গ্র্যাজুয়েট, কথাও বলেন স্মার্টলি। আপনারে গরীব ভাবার কোনো উপায় আছে?
সবার আগে ওদের গরীব ভাবা বন্ধ করেন, আর নিজেদেরও বড়লোক দেখানো বন্ধ করেন। তাহলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে।