Naeem Ahmed - নাঈম আহমেদ

  • Home
  • Naeem Ahmed - নাঈম আহমেদ

Naeem Ahmed - নাঈম আহমেদ Digital Marketing Specialist 📈 | Creative Graphic Designer 🎨

যারা Watermark ছাড়া CapCut-এর মতো ভিডিও এডিটিং অ্যাপ খুঁজছেন, তাদের জন্য KwaiCut হতে পারে দারুণ একটি অপশন! 🎬CapCut ভালো...
15/08/2025

যারা Watermark ছাড়া CapCut-এর মতো ভিডিও এডিটিং অ্যাপ খুঁজছেন, তাদের জন্য KwaiCut হতে পারে দারুণ একটি অপশন! 🎬

CapCut ভালো হলেও, KwaiCut-এর কিছু ফিচার এমন আছে যা একে অনেক দিক দিয়ে এগিয়ে রাখে—

1️⃣ No Watermark ঝামেলা নেই – এডিট শেষ করলেই পরিষ্কার ভিডিও, কোনো লোগো নেই।
2️⃣ ফ্রি প্রিমিয়াম ফিচারস – অনেক ইফেক্ট, ট্রানজিশন, মিউজিক, ফিল্টার একদম ফ্রি, যেগুলো অন্য অ্যাপে টাকা দিলেই পাওয়া যায়।
3️⃣ লাইটওয়েট ও স্মুথ পারফরম্যান্স – পুরনো বা লো-স্পেক ফোনেও ল্যাগ ছাড়া মসৃণভাবে চলে।
4️⃣ দ্রুত এক্সপোর্ট স্পিড – বড় ভিডিও হলেও অনেক দ্রুত এক্সপোর্ট হয়।
5️⃣ ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস – যারা নতুন ভিডিও এডিটিং শুরু করছেন, তারাও সহজে শিখে নিতে পারবেন।

📌 সোজা কথায় – CapCut-এর ফিল থাকছে, কিন্তু বাড়তি সুবিধা আর ফ্রি এক্সপেরিয়েন্সও পাচ্ছেন KwaiCut-এ। একবার ট্রাই করলে নিজের মতোই বোঝা যাবে।

AI দুনিয়ার এই নতুন আপডেটগুলো জানেন তো? 🟣 OpenAI নিয়ে এসেছে GPT-5, - আগের সব ভার্সনের চেয়ে অনেক বেশি স্মার্ট। - লম্বা ক...
09/08/2025

AI দুনিয়ার এই নতুন আপডেটগুলো জানেন তো?

🟣 OpenAI নিয়ে এসেছে GPT-5,
- আগের সব ভার্সনের চেয়ে অনেক বেশি স্মার্ট।
- লম্বা কনটেক্সট ধরে রাখতে পারে।
- কম ভুল, আরও লজিক্যাল উত্তর দেয়।
- বিনামূল্যে ব্যাবহার করা যাচ্ছে
- Plus আর Pro ব্যবহারকারীরা পাচ্ছেন ফুল-পাওয়ার মোড।

🟣 xAI এর Grok Imagine টুল এখন সবার জন্য F R E E !
- টেক্সট থেকে ছবি ও ভিডিও তৈরি করে ফেলা আয় খুব সহজেই
- iOS এবং Android এ Grok এপ দিয়ে ট্রাই করতে পারেন।
- টুলটিতে ‘স্পাইসি মোড’ নামে একটা ফিচার আছে যেটা নিয়ে অলরেডী কন্ট্রোভার্সি চলছে!

🟣 Anthropic নিয়ে এসেছে তাদের নতুন মডেল Claude Opus 4.1,
- কোডিং, debugging, agentic কাজ এবং reasoning‑এ দক্ষ
- SWE‑bench Verified‑এ স্কোর ৭২.৫ থেকে বেড়ে হয়েছে ৭৪.৫%
- AWS, Google Vertex AI এবং GitHub Copilot এ এক্সেস করা যাচ্ছে

🟣 Google নিয়ে এলো নতুন AI প্রোডাক্ট Genie 3
- টেক্সট প্রম্পট থেকে রিয়েল-টাইম ইন্টার‍্যাকটিভ 3D ওয়ার্ল্ড তৈরী করা যাবে
- আপনি নিজে সেই ওয়ার্ল্ড অনুভব করতে পারবেন
- এর ভিতরে থাকা এলিমেন্ট, আবহাওয়া পরিবর্তন করতে পারবেন
- গেমিং, VR এর জন্য খুলে যাচ্ছে নতুন এক সম্ভাবনার দুনিয়া

🟣 ElevenLabs এর নতুন AI প্রোডাক্ট ElevenLabs Music,
- কয়েক লাইনের টেক্সট লিখেই স্টুডিও-লেভেলের গান তৈরি করা যাবে
- সেটা ব্যাবহার করা যাবে কপিরাইট ছাড়াই

আমাদের চারপাশের দুনিয়া যে কত দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে...
সেটা একদমই আমাদের ধারনার বাইরে!
নিজেকে এই রেসে এগিয়ে রাখতে গেলে জানার কোন বিকল্প নেই!

আপনি কয়টা জানতেন এইগুলোর মধ্যে?

ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন...

AI মানেই কি শুধু ChatGPT? একদমই না! 🔥 এটা সম্ভবত এখন পর্যন্ত দেখা সেরা AI টুল রোডম্যাপ!টেক দুনিয়ার বিশেষজ্ঞরা এমন সব AI ...
01/08/2025

AI মানেই কি শুধু ChatGPT? একদমই না! 🔥 এটা সম্ভবত এখন পর্যন্ত দেখা সেরা AI টুল রোডম্যাপ!

টেক দুনিয়ার বিশেষজ্ঞরা এমন সব AI টুলস নিয়ে এসেছেন, যা আপনার কাজ, পড়াশোনা আর সৃজনশীলতাকে নিয়ে যাবে অন্য এক উচ্চতায়! 🚀

এখানে সেরা কিছু AI টুলের একটি তালিকা দেওয়া হলো যা আপনার জীবন বদলে দিতে পারে।

পোস্টটি অবশ্যই সেভ করে রাখুন!

✍️ দৈনন্দিন কাজ ও পড়াশোনার জন্য:

- Perplexity: এটি সাধারণ Google সার্চের থেকেও শক্তিশালী। যেকোনো প্রশ্নের In depth উত্তর ও রিসার্চের জন্য অসাধারণ।
- Claude: প্রোজেক্ট বানানো, লেখালেখি বা যেকোনো কাজে শেয়ার করার জন্য দারুণ একটি চ্যাটবট।
- Granola: আপনার মিটিং বা লেকচার শুনে সেটির নোট নিজে থেকেই তৈরি করে দেবে। আর কোনো পয়েন্ট মিস হবে না!

🎨 কনটেন্ট ক্রিয়েটর ও সৃজনশীল কাজের জন্য:

- Opus / Overlap: আপনার লম্বা ভিডিওকে নিজে থেকেই ছোট ছোট ভাইরাল ক্লিপ বানিয়ে দেবে। ইউটিউবারদের জন্য মাস্ট-হ্যাভ!
- Midjourney / Playground: শুধু টেক্সট লিখে অবিশ্বাস্য সব ছবি তৈরি করুন। আপনার কল্পনাকে ছবিতে রূপ দিন।
- ElevenLabs: যেকোনো লেখা থেকে মানুষের মতো বাস্তবসম্মত ভয়েস তৈরি করুন। পডকাস্ট বা ভিডিওর জন্য সেরা!
- HeyGen: আপনার নিজের AI এভাটার (Avatar) তৈরি করুন এবং যেকোনো ভাষায় ভিডিও বানান।

🧠 নিজেকে উন্নত করতে ও নতুন কিছু শিখতে:

- Ada Health: নিজের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান? এই AI আপনার রোগের লক্ষণ দেখে সম্ভাব্য কারণ বলে দেবে।
- NotebookLM: যেকোনো ডকুমেন্ট বা PDF আপলোড করে সেটিকে একটি অডিও পডকাস্ট বানিয়ে শুনুন।
- Particle: বিভিন্ন খবরের আর্টিকেলকে একত্রিত করে আপনার জন্য একটি সহজ সারসংক্ষেপ তৈরি করে দেবে।
- Rosebud: আপনার লেখা জার্নাল থেকে AI নতুন নতুন তথ্য খুঁজে দেবে।
- Good Inside: প্যারেন্টিং-এর জন্য পার্সোনাল AI সহযোগী।
- Ash: আপনার ব্যক্তিগত AI কাউন্সিলর বা কোচ।

💼 কাজ দ্রুত শেষ করতে (Get Work Done):

- Wispr Flow: মুখে যা বলবেন, সেটাই যেকোনো অ্যাপে টাইপ হয়ে যাবে।
- Gamma: AI-এর সাহায্যে প্রেজেন্টেশন, ডকুমেন্ট বা ওয়েবসাইট বানান।
- Adobe: যেকোনো PDF ফাইলের সারসংক্ষেপ দেখুন ও তার সাথে চ্যাট করুন।
- Cubby: একসাথে মিলে রিসার্চ করার জন্য AI ওয়ার্কস্পেস।
- Cora: আপনার ইমেইল গুছিয়ে রাখে এবং নিজে থেকেই রিপ্লাই দেয়।
- Lindy: নিজের কাজের জন্য AI এজেন্ট তৈরি করে কাজকে অটোমেট করুন।

📢 অডিয়েন্স তৈরি করতে এই টুলগুলো ব্যবহার করুনঃ

- Delphi: আপনার লেখা, কণ্ঠ ও ভিডিওর ক্লোন বানিয়ে অডিয়েন্সের সাথে চ্যাট করুন।
- Argil: সোশ্যাল মিডিয়ার জন্য AI এভাটার।
- Overlap / Opus: আপনার লম্বা ভিডিওকে নিজে থেকেই ছোট ছোট ভাইরাল ক্লিপ বানিয়ে দেয়।
- Persona: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য AI এজেন্ট বিল্ডার।
- Captions: AI দিয়ে ভিডিও এডিটিং (অটো-ক্যাপশন, আই-কন্টাক্ট ঠিক করা)।

💻 প্রোডাক্ট তৈরি করুন (Build a Product)

- Cursor: এমন একটি কোড এডিটর যা আপনার কোডবেস বুঝতে পারে।
- Replit: সাধারণ ভাষায় নির্দেশ দিয়ে অ্যাপ বা সাইট তৈরি করুন।
- Anychat: সব ধরনের AI মডেল এক জায়গায় ব্যবহার করুন।
- Codeium: কোড লেখার সময় নিজে থেকেই বাকিটা লিখে দেয় (Autocomplete)।
- n8n: এইটা নিয়ে এই Nasir Uddin Shamim পেইজে শিগগির ভিডিও দিবো একটা।

🎨 সৃজনশীল হোন (Get Creative)

- ElevenLabs: মানুষের মতো বাস্তবসম্মত AI ভয়েস তৈরি করুন।
- Suno / Udio: শুধু টেক্সট লিখে গান বা মিউজিক তৈরি করুন।
- Midjourney / Ideogram / Playground: টেক্সট থেকে অবিশ্বাস্য সব ছবি তৈরি করুন।
- Runway / Kling / Viggle: টেক্সট বা ছবি থেকে ভিডিও তৈরি করুন।
- Krea: ছবি ও ভিডিও এডিট ও উন্নত করার জন্য AI ক্যানভাস।
- Photoroom: প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য দারুণ একটি ইমেজ এডিটর।

🥳 মজা করুন (Have Fun)

- Remix: AI দিয়ে ছবি ও ভিডিও বানিয়ে শেয়ার করার সোশ্যাল অ্যাপ।
- Meta Imagine: নিজের বা বন্ধুদের AI ছবি তৈরি করুন মেটা অ্যাপের ভেতরেই।
- Grok: xAI (Elon Musk)-এর বানানো চ্যাটবট।
- Curio: বাচ্চাদের কথা বলার জন্য AI ভয়েস চালিত খেলনা।

এই টুলগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে বা কোনটি আপনি ইতোমধ্যেই ব্যবহার করছেন? কমেন্টে আমাদের জানান! 👇

পোস্টটি অবশ্যই আপনার বন্ধু এবং সহকর্মীদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অসাধারণ টুলগুলো সম্পর্কে জানতে পারে।

CapCut ব্যবহার করছেন? একটু শুনে নিন!২০২৫ সালের ৬ জুন থেকে CapCut তাদের নতুন Terms & Conditions চালু করেছে। এই নতুন নিয়ম...
24/06/2025

CapCut ব্যবহার করছেন? একটু শুনে নিন!

২০২৫ সালের ৬ জুন থেকে CapCut তাদের নতুন Terms & Conditions চালু করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী CapCut এখন এমন কিছু অধিকার নিচ্ছে যা আপনার ব্যক্তিগত গোপনীয়তার জন্য বেশ চিন্তার বিষয় হতে পারে!

📌 কি কি করতে পারবে CapCut?

- আপনি যেসব ভিডিও CapCut এ আপলোড বা এডিট করেন, CapCut চাইলে সেগুলো নিজেদের কাজে ব্যবহার করতে পারবে।

- আপনি CapCut অ্যাকাউন্ট না খুললেও, আপনার ভিডিও/কনটেন্ট এর মেটাডেটা ও এক্সেস পেয়ে যেতে পারে!

- আপনার ডিভাইসের লোকেশন, ক্যামেরা, গ্যালারি, ডিভাইস ইনফো এসব তথ্য ওদের সার্ভারে চলে যেতে পারে। আপনি ভাবছেন, পারমিশন না দিলে বাঁচবেন? বাস্তবতা কিন্তু অন্যরকম!

- একটা কথা মনে রাখবেন, প্রায় সব অ্যাপই ডেটা নেয় কিন্তু কেউ জিজ্ঞেস করে নেয়, কেউ চুপচাপ নিয়ে নেয়।

তাহলে করণীয় কী?

- ভিডিও এডিট করতে হলে অফলাইন বা Airplane Mode অন করে CapCut চালাতে পারেন এতে কিছুটা নিরাপদে থাকবেন। তবে সমস্যা হলো, অনেক ফিচার তখন আর কাজ করবে না!

- সবচেয়ে ভালো বিকল্প CapCut বাদ দিয়ে Privacy-Focused এডিটিং অ্যাপ বেছে নেওয়া।

- আপনার প্রাইভেসি আপনার হাতে CapCut এর এই নতুন নিয়মকে কেন্দ্র করে ইতোমধ্যেই মামলা-মোকদ্দমা শুরু হয়েছে!

- এখন সিদ্ধান্ত আপনার কি করবেন? একটু সচেতন হলেই বড় বিপদ থেকে বাঁচা যায়।

নোটঃ এই পোস্টটি একান্তই সচেতনতার উদ্দেশ্যে লেখা, তথ্য যাচাই করে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিন।

© Collected

১। প্রথমে ChatGPT ওপেন করবেন২। তারপর নিজের ফটো Upload করবেন৩। তারপর এই Prompt টি দিবেন -"A hyper-realistic digital portr...
21/06/2025

১। প্রথমে ChatGPT ওপেন করবেন

২। তারপর নিজের ফটো Upload করবেন

৩। তারপর এই Prompt টি দিবেন -

"A hyper-realistic digital portrait of me wearing glowing neon yellow glasses, with golden mathematical formulas projected across my face and jacket. I’m dressed in a bright yellow puffer jacket, surrounded by a futuristic blue bokeh background. The lighting is cinematic, with a soft glow reflecting in my eyes, blending a science-meets-style vibe. The overall look gives a smart tech aura, as if I’m calculating the universe."

📍 ইমেজ জেনারেট করে এখানেই কমেন্টে দিবেন। চাইলে পোস্টটা শেয়ার করেও রাখতে পারেন পরে প্র্যাক্টিসের জন্য।

📍 পছন্দ মতো ইমেইজ জেনারেট না হলে আবার রিজেনারেট করবেন অথবা নিজের মতো করে প্রম্পট একটু কাস্টমাইজড করে নিবেন।

[নিয়ত পবিত্র ঈমানে অটল থাকলে..]একজন লিবিয়ান যুবক নাম তার আমের মাহদী মানসুর ! হজ্জ পালনে সৌদি যাচ্ছিলো।যেইমাত্র সে এয়ারপো...
27/05/2025

[নিয়ত পবিত্র ঈমানে অটল থাকলে..]

একজন লিবিয়ান যুবক নাম তার আমের মাহদী মানসুর ! হজ্জ পালনে সৌদি যাচ্ছিলো।যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল "~ অপেক্ষা কর" `আমরা চেষ্টা করছি--সমস্যাটা সমাধান করতে।এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ছে, আর প্লেনের দরজা বন্ধ করে দিলো। কিছুক্ষণ পর তার সমস্যা সমাধান হয়...কিন্তু পাইলট প্লেনে দরজা খুলতে রাজি হলো না।আমেরকে ফেলে রেখেই 🛫প্লেন যাত্রা শুরু করলো এবং উড়ে গেলো! অফিসাররা তাকে সান্ত্বনা দিয়ে বললো "মন খারাপ করো নাহ হয়তো তোমার তাকদীর এই বিমানে ছিলো নাহ``কিন্তু আমেরের অটল বিশ্বাস ছিলো।সে উত্তর দিলো:: `` আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবোই"হঠাৎ খবর এলে প্লেনে যান্ত্রিক সমস্যা হচ্ছে এবং তা ফিরে আসছে! ~প্লেন ফিরে এলো মেরামত করা হলো..কিন্তু পাইলট তাও আমরের জন্য দরজা খুলতে রাজি হলো না।-- অফিসার আবার বললো--`` হয়তো তোমার ভাগ্যে নেই!আমের ছিলো দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা সে বললো::`আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবোই``প্লেন উড়ে গেলো কিছুক্ষণ পরে আরেকটি খবর এলো: প্লেনে আবারও সমস্যা হয়েছে!এবার পাইলট নিজেই বললেন! আমি আর উড়বো না যতক্ষণ না আমের বিমানে উঠে। শেষ পর্যন্ত....আমের বিমানে উঠলো সৌদি এয়ারপোর্ট থেকে সে একটা ভিডিও করলো তার আনন্দ ছিলো বর্ণনার বাহিরে। ওহে কাবার মালিক!আপনি আমাদেরকে একবার হলেও আল্লাহুম্মা লাব্বাঈক বলে হাজিরা দেওয়ার তাওফিক দান করুন।

প্রেমের টানে ব্রাজিলের এক যুবক বাংলাদেশে চলে এসেছে  😱
15/05/2025

প্রেমের টানে ব্রাজিলের এক যুবক বাংলাদেশে চলে এসেছে 😱

১০ বছর পর পরিবর্তন হলো গুগলের লোগো 🙂
15/05/2025

১০ বছর পর পরিবর্তন হলো গুগলের লোগো 🙂

কি অবস্থা সবার 🦎
15/05/2025

কি অবস্থা সবার 🦎

ইয়া হাবিবি 🦎
14/05/2025

ইয়া হাবিবি 🦎

গ্রামের প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা শান্তির ঠিকানা। এই রঙ আর প্রকৃতি মাখা জীবনের একটা আলাদা মায়া আছে।
11/05/2025

গ্রামের প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা শান্তির ঠিকানা। এই রঙ আর প্রকৃতি মাখা জীবনের একটা আলাদা মায়া আছে।

09/05/2025

How to be Happy in Every Situation 🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Naeem Ahmed - নাঈম আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share