কোরআন হাদিসের আলোকে স্ত্রীর কর্তব্য-স্বামীর অধিকার/Wifes duty-Husbands righ

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • কোরআন হাদিসের আলোকে স্ত্রীর কর্তব্য-স্বামীর অধিকার/Wifes duty-Husbands righ

কোরআন হাদিসের আলোকে স্ত্রীর কর্তব্য-স্বামীর অধিকার/Wifes duty-Husbands righ আসুন সবাই আল্লাহর হুকুম মেনে চলি

14/04/2025

বৈশাখের সংস্কৃতির নামে অশ্লীলতার নোংরামি থেকে মুসলিম সমাজের সবাইকে আল্লাহ হিফাজত করুন।

14/04/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই গ্রুপের ফেইসবুক পেইজ ফলো লাইক দিয়ে পাশে থাকুন।
পেইজ লিংক https://www.facebook.com/profile.php?id=61566492070665

11/04/2025

ধর্ম ও জীবন
মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা
নিউজ ডেস্ক
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৪:৫৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করতে ৫ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ওই গণজমায়েতে উপস্থিত থাকবেন শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ৫টি নির্দেশনা তুলে ধরেন। সেগুলো হলো-

১. সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব। অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্বও আমিই পালন করব—এই সংকল্প নিয়েই ঘর থেকে বের হবো।

২. আসার পথে কিংবা মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব। পানি, ছাতা, মাস্কসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখব। মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব।

৩. যেকোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব, আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।

৪. শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব।

৫. জনগণের জানমালের ক্ষতিসাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব। দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব। আর মনে রাখব, জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।

10/04/2025
09/04/2025

🔷 কিয়ামতের দিন রাসুল (সাঃ) কে যে তিনটি স্থানে পাওয়া যাবে:-
হযরত আনাস (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশের আবেদন জানালাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (হ্যাঁ) আমি তোমার জন্য, সুপারিশ করব। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি (সেদিন) আপনাকে কোথায় খুঁজব? নবীজী বললেন, প্রথমে (পুল)সিরাতের কাছে খুঁজবে। বললাম, সেখানে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে কোথায় খুঁজব? তিনি বললেন, তাহলে আমাকে মীযানের কাছে খুঁজবে। আমি বললাম, সেখানেও যদি আপনাকে না পাই? নবীজী বললেন, তাহলে (হাউজে কাউসার) কাছে খুঁজবে। কারণ আমি সেদিন এই তিন স্থানের কোনো না কোনো স্থানে থাকবই।
(জামে তিরমিযী, হাদীস : ২৪৩৩;)
(মুসনাদে আহমাদ, হাদীস : ১২৮২৫)
হে আল্লাহ আপনি আমাদের সকলকে নবী মোহাম্মদ (সাঃ) শাফাআত নসীব করুন ।
।।।আমীন।।।

08/04/2025

আসসালামু আলাইকুম

06/04/2025

ইতিহাস একদিন সাক্ষী দিবে গাজা একাই লড়াই করেছিল আর প্রায় ২০০ কোটি মুসলিম তাকিয়ে ছিলো.!☝️

কেউ আর রইলোনা!
১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা, আর কেউ সাহায্য চাইবেনা।

মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে তারা জানেনা প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয়না প্রকৃতিও নেয়। রাফার মাটির সাথে যে রক্ত মিশে আছে সেই রক্তমাখা মাটিই একদিন হিংস্র হয়ে গ্রাস করবে।
রাফাহ আজ নিঃশব্দ, মানবশূন্য—এ শহর যেখানে একসময় জীবন ছিল, স্বপ্ন ছিল, হাসি-কান্না ছিল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে মানুষের গল্প, স্বপ্ন আর ভালোবাসা। কিন্তু শূন্যতারও একটা প্রতিধ্বনি থাকে, নীরবতাও একদিন গর্জে ওঠে। ইতিহাস সাক্ষী, অন্যায় যখন সীমা ছাড়িয়ে যায়, তখন প্রকৃতি নিজেই রুখে দাঁড়ায়। আজ রাফাহ কাঁদছে, কিন্তু সেই কান্নার সুর একদিন ন্যায়ের প্রতিধ্বনি হয়ে ফিরে আসবেই! ইনশাআল্লাহ। ☝️

আজকে রাফা'হ মানবশূন্য😓

06/04/2025

মনে রাখা হবে পাকিস্তানের পারমাণবিক শক্তি ছিল, তবুও তারা ফিলিস্তিনকে সাহায্য করতে পারেনি। মিশরের কাছে নীল নদী ছিল, কিন্তু গাজার মানুষ তৃষ্ণায় মারা গেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে তেলের সমুদ্র ছিল, কিন্তু গাজার হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি ছিল না। মুসলিমদের কাছে ৫০ লক্ষেরও বেশি সৈন্য, ভারী কামান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ছিল, কিন্তু এর কিছুই গাজায় সাহায্য পৌঁছাতে পারেনি।
আজ!
তোমা‌দের জ‌ন্যে ধ্বংসই কামনা করলাম!
প্রিয় গাজা!
অশ্রু ছাড়া তোমা‌দের জন‌্য আর কিছুই তো দি‌তে পারলাম না
ক্ষমা ক‌রো প্রিয় গাজা!🥺

06/04/2025

গাজা আজ শেষ হয়ে যাবে না। যতদিন পৃথিবী থাকবে, ফিলিস্তিন ও আল-আকসা থাকবে ইনশাআল্লাহ।
এটা শুধু আবেগ নয়—এটা হাদিসের আলোকে একটি বাস্তব বিশ্বাস।

আল-আকসা ও বাইতুল মাকদিস সম্পর্কে রাসূল (সা.) বলেন:
"আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর আদেশ অনুযায়ী যুদ্ধ করে যাবে। যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর হুকুম (কিয়ামত) এসে যায়।"
সাহাবীরা জিজ্ঞেস করলেন: তারা কোথায় থাকবে?
তিনি বললেন: "বাইতুল মাকদিস ও তার আশেপাশে।"
— (সহীহ মুসলিম: 156, আহমদ: 502)

05/04/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল

31/03/2025

মহিলাদের জন্য পারফিউম/সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়ার বিধান:

প্রশ্ন: মহিলারা সুগন্ধি ব্যবহার করে ঘরের বাইরে গেলে আর কোনও পরপুরুষ তার দেহের সুঘ্রাণ পেলে কি তাদের উপর গোসল ফরজ হয়?

উত্তর:
মহিলারা সুগন্ধি ব্যবহার করে ঘরের বাইরে গেলে আর কোনও পরপুরুষ তার দেহের সুঘ্রাণ পেলে তাদের উপর আবশ্যক হল, সুগন্ধি লাগানোর স্থানটা এমনভাবে ধুয়ে ফেলা যেন সুগন্ধি অবশিষ্ট না থাকে। তবে এতে গোসল করা আবশ্যক নয়।

ইসলামের দৃষ্টিতে মহিলাদের জন্য
পর পুরুষদের নিকট পারফিউম বা সুগন্ধি ব্যবহার করে যাওয়ার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে, কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
(((أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَة))ٌ
“যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের নিকট দিয়ে গমন করার ফলে তারা তার ঘ্রাণ পেল সে মহিলা ব্যভিচারিণী।” (নাসাঈঃ হাদীস নং ৫০৩৬)

কেননা, নারী দেহের সুগন্ধ পরপুরুষকে প্রবলভাবে আকর্ষণ করে বা যৌনতার দিকে আহ্বান করে। তবে স্বামী, মাহরাম (যাদের সাথে বিবাহ হারাম) এবং মহিলা অঙ্গণে তা ব্যবহারে কোন দোষ নেই।

♦ কোন মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে এলে তার সালাত কবুল হবে না যতক্ষণ না তা দূর না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
أَيُّمَا امْرَأَة تَطَيَّبَت ثُمَّ خَرَجَت إِلَى المسجِدِ لَم تُقبَل
لهَا صَلاَةٌ حَتى تَغتَسِل
‘‘যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোন নামায কবুল হবে না।’’ (সহীহ আল-জা-মিউস সাগীর ওয়া যিয়াদাতুহ ২৭০৩নং)

▪ ইমাম মুনাবী রাহ. ফায়যুল ক্বাদীর গ্রন্থে বলেন, এখানে تغتسل গোসল করার দ্বারা উদ্দেশ্য হল, ধৌত করার মাধ্যমে বা অন্য কোন উপায়ে সুগন্ধির চিহ্ন দূর করা।”
মিশকাতুল মাসাবীহ এর ব্যাখ্যা গ্রন্থে মুবারকপূরী রাহ.: যদি সে সারা শরীরে সুগন্ধি ব্যবহার করে তাহলে সারা শরীর ধৌত করবে (গোসল করবে) যেন সারা শরীর থেকে সুগন্ধি দূর হয়ে যায়। আর যদি শরীরের নির্দিষ্ট কোন স্থানে সুগন্ধি মাখে তাহলে সে স্থানটা ধৌত করবে। যদিও হাদীসে এভাবে বিস্তারিত বলা হয় নি।

ইবনুল মালেক বলেন, হাদীসে এ ভাবে বলা হয়েছে এ জন্য যে, যেন মহিলারা এ বিষয়ে কঠিনভাবে সতর্ক হয়।
মোটকথা, পর পুরুষের সামনে মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করে যাওয়া হারাম এবং সুগন্ধি ব্যবহার করে মসজিদে

Address

Rangpur

Telephone

01717321301

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরআন হাদিসের আলোকে স্ত্রীর কর্তব্য-স্বামীর অধিকার/Wifes duty-Husbands righ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category