16/04/2025
আসসালামু আলাইকুম, গত কয়েকমাস যাবৎ আমার পূর্বের কর্মস্থলের একটি কুচক্রীমহল (মাদক ব্যবসায়ী) যাদেরকে আমি মাদকসহ গ্রেফতার করে মামলা দিয়েছি। তাদের সাথে আমার গ্রামের কিছু নস্ট (শয়তান) লোকজনও জড়িত আছে, যারা এআই সফটওয়্যার এর মাধ্যমে আমার কথা (ভয়েজ) এডিট করে Facebook সহ বিভিন্ন অনলাইনে ফেইক (ভুয়া) আইডি খুলে অপপচার চালাচ্ছে। উক্ত অপপচারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। তাদের পরিচয় সনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াদিন। অতি শীঘ্রই তারা আইনের আওতায় আসবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, আমি একজন পুলিশ অফিসার আমার এই চাকুরী জীবনে বিভিন্ন থানায় চাকুরী করেছি এবং চাকুরী করা কালে কয়েক হাজার কেজি গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য আসামীসহ রিকভারি (উদ্ধার) করে মামলা দিয়েছি। উক্ত মাদক আসামীসহ রিকভারি ও উদ্ধার করতে সোর্স নিয়োগ করতে হয়েছে (এক মাদক ব্যবসায়ীকে ধরতে হলে আরেক মাদক ব্যবসায়ীকে কাজে লাগাতে হয় এবং সোর্স হিসেবে নিয়োগ করতে হয়) এছাড়াও আরো বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছে, যেমন অনেক সময় মাদকের ক্রেতা ও বিক্রেতা সাজতে হয়েছে এবং সোর্সের সাথে বিভিন্ন কথা বলতে হয়েছে। আমি আমার পূর্বের কর্মস্থল হতে বদলি হয়ে চলে আসার পর হতে মাদক ব্যবসায়ীরা এবং কয়েকজন সোর্স মিলে, আমার গ্রামের কয়েকজন নস্ট ((শয়তান) লোকের সহায়তায় এআই প্রযুক্তির মাধ্যমে আমার ভয়েজ (কথা) এডিট করে ফেসবুক সহ বিভিন্ন অনলাইনে ফেইক (ভুয়া) আইডি খুলে আমার সম্মানহানী করতে অপপচার চালাচ্ছে।
ইনশাআল্লাহ আমি আশা করি আমার গ্রামবাসী সহ আমাকে যারা চিনেন এবং আমার সাথে যারা চাকুরী করেছেন সকল সিনিয়র স্যার এবং জুনিয়ররা আমি কি রকম পুলিশ অফিসার সবাই খুবই ভাল করে জানেন। আমি সবার কাছে আশাবাদী এই অপপচারের বিরুদ্ধে রুখে দাড়াবেন।
সবাই কাছে অনুরোধ আমার এই পোস্টটি শেয়ার দিবেন।