
27/07/2025
🕋 ইসলামিক গল্প: *"তিন খেজুর আর একজন সাহাবি"*
এক যুদ্ধে এক সাহাবি মারাত্মক জখম হন। তিনি মাটিতে পড়ে আছেন, পাশে এক সাহাবি পানি চাইলেন। যখন তাকে পানি দেওয়া হলো, পাশে আরেকজন আহত ভাইয়ের কষ্ট দেখে তিনি বললেন:
*"না, আগে তাকে দাও।"*
দ্বিতীয় জনও বললেন,
*"না, ও আগে কষ্টে আছে, তাকেই দাও।"*
এভাবে পানি পৌঁছাতে পৌঁছাতে সবাই মারা গেলেন — *কেউই এক ফোঁটা পানি খেলেন না*, কারণ তারা চেয়েছিলেন ভাই আগে শান্তি পাক।
---
🌟 শিক্ষা:
- ইসলামের শিক্ষা হলো *নিজের চেয়ে ভাইয়ের প্রয়োজন আগে ভাবা*
- এইটাই ছিল সাহাবিদের ইমান, এইটাই ছিল প্রকৃত ভ্রাতৃত্ব
বলুন, আরও চাইলে আমি এরকম আরও গল্প দিতে পারি — সাহাবিদের, নবিজির সময়কার, বা ইতিহাস থেকে। 🤍