22/03/2025
রামাদান চলে যাচ্ছে, অথচ যে অন্তর এখনও রবের ক্ষমা লাভের তাড়নায় তড়পড়াচ্ছে না, সেটা মৃত অন্তর।
রামাদান ফুরিয়ে যাচ্ছে, অথচ যে ঘরে এখনও আমলের তোড়জোড় নেই, সেই ঘর খাঁ খাঁ করা রুক্ষ যমিনের মতো—অনুর্বর।
রামাদানের অর্ধেক শেষ হয়ে এলো, কিন্তু যে ব্যক্তি এখনও তার গতানুগতিক উদাসীন জীবনের ধারা থেকে বের হতে পারেনি, কতই না হতভাগা সেই ব্যক্তি!
~ আরিফ আজাদ