SaTv24.net

SaTv24.net "Stay updated with the latest news, job alerts, education info, and immigration tips—all in one place. We deliver trusted information in simple language.

Like our page and never miss an important update!"

08/06/2025

ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের ভাই বোনকে প্রীতি ও শুভেচ্ছা।
ঈদ মোবারক।

I got over 4,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉
05/06/2025

I got over 4,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

জাতীয় নির্বাচন নিয়ে ইসলামপন্থি দলগুলো কী ভাবছেআগামী ডিসেম্বরে বা ২০২৬ সালের প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনু...
02/06/2025

জাতীয় নির্বাচন নিয়ে ইসলামপন্থি দলগুলো কী ভাবছে

আগামী ডিসেম্বরে বা ২০২৬ সালের প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল নানামুখী তৎপরতা শুরু করেছে। পিছিয়ে নেই ইসলামি দলগুলো। তবে বিএনপি এখনো কোথাও কোনো প্রার্থী ঘোষণা করেনি।

ইসলামি দলগুলো বার বার এক টেবিলে বসছে। তবে এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে মূলত বৈঠকগুলো হচ্ছে। জানি না ভেতরে ভেতরে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না। তবে শোনা যায় দুটি ইসলামি দলের আলোচনা চলছে জামায়াতের সঙ্গে। তাদের মধ্যে মাঝেমধ্যে বৈঠকও হচ্ছে।

নির্বাচনি দৌড়ে এ পর্যন্ত জামায়াতকে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে এগিয়ে। ইতিমধ্যে তারা অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর পরেই আছে চরমোনাই পির সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারাও বিভিন্ন আসনে প্রার্থিতা ঘোষণা করছে।

খেলাফত মজলিস কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। যদিও এগুলো কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত মেনে হয়েছে কি না, আমি নিশ্চত নই। আর বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কোথাও কারও নাম ঘোষণা করেছে বলে জানতে পারিনি।

এ ছাড়া মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর ছেলের নেজাম ইসলাম পার্টি বা খেলাফত আন্দোলন এবং ইসলামী ঐক্যজোটের তেমন তৎপরতা চোখে পড়ছে না।

আমরা জানি আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ইসলামপন্থিদের শক্তির জানান দেওয়ার একটা সুবর্ণ সুযোগ। এবং এটা জরুরিও বটে। কিন্তু তারা কি পারবে তাদের সেই শক্তির জানান দিতে?

বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায়। কোনটা সত্য আর কোনটা অসত্য, সেটা নির্ণয় করা সত্যিই কঠিন। তবে সময়ই বলে দেবে কোনটা সত্য।

এই তথ্যগুলোর মধ্যে একটি হলো, জামায়াতসহ সব ইসলামি দল মিলে নির্বাচনি একটা জোট গঠন করবে।

আরেকটি তথ্য হলো, জামায়াত বাদ দিয়ে বাকি ইসলামি দলগুলো মিলে একটা নির্বাচনি জোট গঠন করবে।

অন্য আরেকটা তথ্য হলো, জামায়াত, ইসলামী আন্দোলন আর বাংলাদেশ খেলাফত মজলিস মিলে একটা নির্বাচনি জোট গঠনের আলোচনা চলছে। খেলাফত মজলিস আর জমিয়ত বিএনপির সঙ্গে জোট গঠন করবে।

এ ছাড়াও এনসিপি বা ছোটখাটো আরও কিছু দলের সঙ্গে ইসলামি দলগুলোর জোট গঠনের কথাও মাঝেমধ্যে শোনা যায়।

আমার দৃষ্টিতে ইসলামি দলগুলো দুটি পথের একটি পথ বাছাই করলে তারা ভবিষ্যতে উপকৃত হতে পারবে। একটা হলো, জামায়াতসহ সব ইসলামি দল একটা নির্বাচনি জোট গঠন করবে। এতে আশা করা যায় এই জোট সংসদের ২০-২৫টি আসন লাভ করতে পারবে। এতে তারা প্রধান বিরোধী দলের আসনে বসতে পারবে।

যদিও এই সম্ভাবনা অনেক কম। কারণ, কিছু ইসলামি দল জামায়াতকে একদম পছন্দ করে না। বিশেষ করে কওমিভিত্তিক একটি ইসলামি দলের এ ব্যাপারে ঘোরতর আপত্তি আছে। বাকি দলগুলোরও কিছুটা নাক ছিটকানো আছে।

দ্বিতীয় পথ হলো, জামায়াতকে বাদ দিয়ে বাকি ইসলামি দলগুলো বিএনপির সঙ্গে নির্বাচনি জোট গঠন করবে। এ ক্ষেত্রে এই দলগুলো ৮-১০টি আসনে জিততে পারে। যদি বিএনপির সঙ্গে ভালোভাবে বার্গেইনিং করে সম্ভাবনাময়ী কিছু আসনে প্রার্থী নিশ্চিত করতে পারে।

এমন হলে জামায়াত কী করবে? জামায়াত এককভাবে বা আরও কিছু মধ্যপন্থি দলকে সঙ্গে নিয়ে একটা নির্বাচনি জোট করতে পারে। তাতে তারা ১৫-২০টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে পারে। জামায়াত তাদের সঙ্গে নিতে পারে এনসিপি, এবি পার্টিকে।

তবে ইসলামি দলগুলো যদি নিজেরা কোনো সমঝোতায় না পৌঁছুয় বা কারও সঙ্গে কোনো জোট না করে, তাহলে জামায়াত বাদে অন্য কোনো দল থেকে আমি দুয়েকজনের বেশি এমপি পাশ করার সম্ভাবনা দেখি না। এই দুয়েকজন পাশ করাও অনেক ঝুঁকিপূর্ণ হবে। তবে এ ক্ষেত্রে জামায়াত এককভাবে নির্বাচন করলেও ১০-১৫টি আসনে অনায়াসে জিতে আসবে বলে ধারণা করি।

Mawlana Abdul Kalam Azad

29/05/2025

"ক্ষমতা নয়, আদর্শ—নেতৃত্ব নয়, দায়িত্ব। সময় এসেছে ঐক্যবদ্ধ হবার।"

26/05/2025

Do not apply the proposed 10-year ILR rule to existing Skilled Worker visa holders. Keep the 5-year ILR route for those already in the UK on this visa. Apply any changes only to new applicants from the date of implementation.

22/05/2025

ড. ইউনুস কি পদত্যাগ করতে যাচ্ছেন?
তিনি পদত্যাগ করতে পারেন যদি বিএনপি ও অন্যান্য দল তাকে সরকার পরিচালনায় সমর্থন না করে — আর তাতে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।

Live Update:  খেলাফত মজলিস ও হেফাজতের নেতারা যমুনার তীরে অবস্থান করছেন**৮ মে ২০২৫:খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহ...
08/05/2025

Live Update: খেলাফত মজলিস ও হেফাজতের নেতারা যমুনার তীরে অবস্থান করছেন**

৮ মে ২০২৫:
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বিপ্লবী ছাত্র সমাজের নেতা হাসানাত আবদুল্লাহ ও নাহিদ ইসলামসহ উলামায়ে কেরাম বর্তমানে যমুনার তীরে অবস্থান করছেন। তারা ন্যায়বিচার, খুনী, অপহরণকারী ও ফ্যাসিস্টদের শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করছেন। নেতারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

এখনও তাদের অবস্থান চলমান, দাবি না মানা পর্যন্ত তারা এখানে থাকবেন।

03/12/2024

ভারত-বাংলাদেশ স্বার্থের দ্বন্দ্ব। বাংলাদেশে কোন ধর্মীয় সম্প্রতি সহিংসতার প্রমান নেই।

খেলাফত মজলিসের এক নেতার বাড়িতে ৫ আগস্টের পরে ভিক্কুব্দ জনতা হামলা চালায়, কারণ তাঁর এক ভাই আওয়ামী লীগ করতেন। যদিও তাঁর বিরুদ্ধে কোনো ধরনের জুলুমে শরিক থাকার অভিযোগ ছিল না। তবে মানুষ আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত ছিল, এবং যারা আওয়ামী লীগ করতেন তাদেরকে জুলুমের সঙ্গী হিসেবে দেখে কিছু জায়গায় হামলার অভিযোগ ওঠে। একইভাবে, আওয়ামী লীগের জুলুমের সহযোগী কিছু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তাদের বাড়ি ঘরে হামলার অভিযোগ রয়েছে, তবে তা হিন্দু হওয়ার কারণে নয়, বরং জুলুমের সঙ্গী হওয়ার কারণে। আমরা গ্রামে এখনও হিন্দুদের আত্মীয়-স্বজনের মতো সম্মান করি এবং তাদের সঙ্গে অধিকাংশ সময় চলাফেরা করি। সুতরাং এসব হামলার মূল কারণ ধর্ম নয়। এটি আসলে ভারত ও বাংলাদেশের স্বার্থের দ্বন্দ্বের ফলস্বরূপ। দেশ রক্ষায় আমরা সকল ধর্মের মানুষের সাথে একত্রিত, এবং ইনশাল্লাহ একত্রিতভাবে থাকব।"

03/12/2024

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SaTv24.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share