21/10/2025
Finally Mahi TheChotoBhaia join the Hania Amir Craze with Rafsan TheChotoBhai !
সবাই শুধু হানিয়াকে নিয়ে কেন পাগল হচ্ছে? ফাহাদ মোস্তফা হানিয়া আমীরের চেয়েও বড় ষ্টার, ইন ফ্যাক্ট হানিয়া আমীরকে বড় ষ্টার তো ফাহাদ মোস্তফাই বানিয়েছে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে নিজের বেস্ট এক্টিং ট্যালেন্ট দেখিয়ে। তাই হানিয়ার পর ফাহাদ মোস্তফাকেও বাংলাদেশে আমন্ত্রণ জানানো উচিত। অধিকন্তু ফাহাদ ‘জিতো পাকিস্থান’ নামে একটি জনপ্রিয় ফ্যামিলি গেইম শো-ও হোস্ট করে থাকে, ঢাকা ও চট্টগ্রামে ফাহাদকে দিয়ে জিতো পাকিস্থানের মত ‘জিতো বাংলাদেশ’ তথা ‘জিতো ঢাকা’ বা ‘জিতো চট্টগ্রাম’ নামে দুটো ফ্যামিলি গেইম শো করলে ঐ দুটোও সুপারহিট যাবে।
এই প্রজন্মের কাছে অতীত মেটার করেনা, ভবিষ্যত ও রিয়ালিটি মেটার করে। হানিয়া আমীর এক রিয়ালিটি, GenZ ঘরানার এই ছোটখাট মেয়েটি পাকিস্তানী কোরিয়ান ও জাপানিজ মিক্সার বা ব্লেন্ডের এক অপূর্ব সৌন্দর্য ও মুগ্ধতা! কোটি ভক্তকে সে মাতিয়ে রাখে তার ছোট্ট দুষ্ট মিষ্ট পার্সনা দিয়ে। অভিনয় দক্ষতাও কম নয়, নাটক মুভি সব ফিল্ডে সে দক্ষতা দেখিয়েছে, অল্প সময়েই অনেকগুলো টিভি প্লে তে দারুন অভিনয় করেছে সে! অসাধারণ GenZ Beauty with Brain!
View My Full Blog Post:
https://shorturl.at/uYg1X