03/07/2025
একটি কলেজের ক্লাসরুম। নতুন বছরের শুরু, অনেক নতুন মুখ। এক কোণে এক ছেলে বসে আছেন, ক্লাস চলছে। হঠাৎ শিক্ষক প্রশ্ন করলেন। একজন আত্মবিশ্বাসী মেয়ে সাবলীলভাবে উত্তর দিলেন। ছেলেটি তাকিয়ে দেখল তার নাম শৌন।
ক্লাস শেষে ছেলেটি পেছনে করে শৌনের পিছু নিয়েছে। বাইরে সে দেখতে পায় শৌন ও তার প্রেমিক আলভী হাসি মুখে কথা বলছে। তারা একসাথে সান্তাহার স্টেশনে গিয়ে আইসক্রিম খাচ্ছে।
ছেলেটি দূরে দাঁড়িয়ে দেখে, মনে মনে ভাবছে, “আমার স্বপ্নের ভালোবাসা কোথায়?” ট্রেন চলে যায়, শৌন আর আলভী ভিড়ে হারিয়ে যায়।
শেষে ছেলেটি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে বলে, “ভালোবাসা খুঁজে পাওয়া যায় না, ভালোবাসা তৈরি হয়… হয়তো কোনো একদিন, আমারও কারও সাথে দেখা হবে।”