22/07/2025
এনএসআইয়ের তথ্যে চৌগাছায় হোমিও ডাক্তার পরিচয়দানকারীকে ১৫ দিন জেল, জরিমানা
ডাক্তারি সার্টিফিকেট না থাকা সত্বেও ডা. পরিচয় দিয়ে রোগী দেখার অ'পরাধে জহির রায়হান (৩৭) নামে একব্যক্তিকে ১৫ দিনের জেল এবং ১০০০টাকা জরিমানা করা হয়েছে।
গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌরসভার কুঠিপাড়া মোড়ে সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যকটিশনার অধ্যাদেশ ১৯৮৩ এর ৩৯ ধারায় এই শাস্তি প্রদান করা হয়।
゚ ゚
Bangladesh Police চৌগাছা থানা, যশোর জেলা প্রশাসন, যশোর চৌগাছা থানা যশোর District Police Kushtia District Police Jashore Dr-Md Mokhles Ur Rahman Bangladesh Television Bangladesh Cricket : The Tigers Bangladesh Nationalist Party-BNP Bangladesh Football Federation Dhaka Metropolitan Police - DMP