Gora gori 01

Gora gori 01 Everything is Positive Nothing is Negative.

27/06/2025
20/06/2025

আব্দুল্লাহ ইবনে আমর (রা:) বলেন-
জনৈক ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল, ইসলামে কোন্‌ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে।

(২৮, ৬২৩৬; মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫) #হাদীস #হাদিসের

19/06/2025
18/06/2025

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে আমি বলতে শুনেছি, ‘নিশ্চয়ই অভিশাপকারী কখনো ক্বিয়ামতের মাঠে সাক্ষী ও সুপারিশকারী হতে পারবে না’ (মুসলিম, মিশকাত হা/৪৮২০; বাংলা মিশকাত ৯ম খণ্ড, হা/৪৬০৯)।

18/06/2025

মানুষ প্রতিদিন তার মত মানুষকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু নিজের মৃত্যুর কথা ভুলে যায় ।
-আলী (রা)

আজ সকালবেলা নাটোরে একটি জরুরি কাজে বের হয়েছিলাম। ড্রাইভার অন্য একটি গাড়ি নিয়ে বাইরে থাকায় লোকাল বাসে উঠতে হলো। বাসে উঠে ...
16/06/2025

আজ সকালবেলা নাটোরে একটি জরুরি কাজে বের হয়েছিলাম। ড্রাইভার অন্য একটি গাড়ি নিয়ে বাইরে থাকায় লোকাল বাসে উঠতে হলো। বাসে উঠে পেছনের দিকে জায়গা খুঁজতে গিয়ে চোখে পড়লো এক তরুণ-তরুণীর ঘ /নি /ষ্ঠ অবস্থান। তাঁদের আচরণ চোখে লাগার মতো।

হঠাৎ পেছন থেকে একজন যাত্রী জিজ্ঞেস করলেন, তোমাদের বাসা কোথায়? ছেলেটি উত্তর দিল, ধানাইদহ। তোমাদের সম্পর্ক কী? ছেলেটি থতমত খেয়ে গেল, কোনো উত্তর দিল না। চোখেমুখে পরিষ্কার অ 'স্ব 'স্তি ও ভ 'য়।

উক্ত ভদ্রলোক শুধু এটুকুই বললেন— এটা একটা পাবলিক বাস। নি /র্ল /জ্জ /তারও একটা সী 'মা থাকা উচিত।

সন্মানিত অভিভাবকগণ,
আপনার অবর্তমানে আপনার মেয়েকে যত্ন করে যাচ্ছে তার কথিত “প্রিয়তম”। দৃশ্যটি দেখে মনে হলো, সে যেন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে আপনার মেয়ের। আপনাকে আর ভাবার দরকার নেই। কারণ আপনার প্রা 'প্ত 'বয়স্ক মেয়ে এখন বিয়ে ছাড়াই “সঙ্গী” পেয়ে গেছে।

স্মরণ করিয়ে দিতে চাই— সন্তানদের প্রতি ভালোবাসা মানেই সবকিছুতে ছাড় দেওয়া নয়। সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াও দায়িত্বের অংশ। তাই দয়া করে আপনার ছেলে-মেয়েকে যথাসময়ে বিবাহের সিদ্ধান্তে পৌঁছান। সমাজের সুস্থতা, শা 'লী 'ন 'তা ও মূল্যবোধ রক্ষায় এটি অত্যন্ত প্রয়োজন।

(সংগৃহীত) লিংক কমেন্টে

পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির
16/06/2025

পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির

Address

Palash
Narsingdi
1610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gora gori 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share