13/08/2025
জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য নয় — ফয়জুল করিম
কিশোরগঞ্জে এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আমরা শুধু নির্বাচন চাই না, চাই সংস্কার, অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন। এই পদ্ধতিতে সব দল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে — এর বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ফেল করেছে, জাতীয় পার্টি ফেল করেছে, বিএনপি ফেল করেছে — কিন্তু ইসলামকে এখনো সুযোগ দেওয়া হয়নি। একবার ইসলামকে পরীক্ষা করে দেখুন। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট বন্ধ হবে। মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা পাবে, সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে, স্বাধীন সংবাদমাধ্যম থাকবে এবং মাফিয়া মুক্ত বাংলাদেশ গড়া হবে।”
সভায় কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জেলা নেতা আজিজুর রহমান জার্মানি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
#জুলাইঅভ্যুত্থান #ফয়জুলকরিম #পিআরপদ্ধতি #গণতন্ত্র #ইসলামীআন্দোলনবাংলাদেশ #সংস্কার #বাংলাদেশরাজনীতি