
05/07/2025
🎉 শুভ জন্মদিন প্রিয় জনাব গোলাম কিবরিয়া স্যার 🎉
সহকারী শিক্ষক (ইংরেজি)
হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয়
মাটিভাঙ্গা, নাজিরপুর, পিরোজপুর
HAGSAA – হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে আপনার জন্মদিনে রইল অন্তরের গভীর থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনার শিক্ষাদান, শৃঙ্খলা ও উদার দৃষ্টিভঙ্গি আমাদের প্রেরণার উৎস। আপনি শুধু একজন শিক্ষক নন—আপনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। প্রতিটি ক্লাসে আপনি যেমন শিক্ষার্থীদের মাঝে আলো জ্বালিয়েছেন, তেমনি আমাদের হৃদয়েও স্থান করে নিয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনার নিরলস পরিশ্রম, সদা হাস্যোজ্জ্বল মুখ এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আচরণের জন্য।
🌺 আজকের এই বিশেষ দিনে, আমরা কামনা করি—আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও সফলতায় পরিপূর্ণ।
🎂 জন্মদিন হোক আনন্দে ভরপুর, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটুক মধুর স্মৃতিতে ভরা অসাধারণ একটি দিন। শুভ হোক আপনার আগামীর প্রতিটি পদক্ষেপ, আলোকিত হোক আপনার শিক্ষকতা ও জীবন পথ।
– আন্তরিক শুভেচ্ছায়,
HAGSAA পরিবার
(হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন)