21/05/2025
আব্দুল হান্নান মাসুদকে এনসিপির কারণ দর্শানোর নোটিশ প্রদানের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ফেসবুক পোস্টে আমিনুল ইসলাম এ কথা লেখেন।
পোস্টটিতে তিনি আরও লেখেন; এদিকে এনসিপি হান্নান মাসউদকে 'কারণ দর্শানোর' নোটিশ দিয়েছে! মানে বুঝেছেন তো?
কেন মাসউদ ওই সমন্বয়কদের (পড়ুন চোর/ডাকাতদের) ছাড়িয়ে আনতে গিয়েছে; সেই কারণ জানতে চায় এনসিপি।
তা নতুন দরবেশ, মানে কোটি টাকা হাতিয়ে নেয়া তানভীরকেও তো কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এরপর মাস পার হয়ে গেছে। কোন ফয়সালা কি হয়েছে?
হয় নাই। বাচ্চা কালে যেমন চোর-পুলিশ খেলতাম আমরা। এই দল এখন সেই চোর-পুলিশের দলে পরিণত হয়েছে!
#বাংলাদেশের_রাজনীতি #জাতীয়_নাগরিক_পার্টি #মাসুদ #সমন্বয়ক