I got over 30 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
20/06/2025
আমি কোন স্বপ্ন দেখবো,আর সেটা পু্র্নতা পাবে ,
এতো ভালো ভাগ্য আমার না🥲🖤
20/06/2025
শুভ সকাল 🌄
18/06/2025
সকাল ৯ টায় হঠাৎ ফোন আসলো রামুতে এক্সিডেন্ট হয়েছে। কোথায় এক্সিডেন্ট হয়েছে তা-ও জানি না! তারপরও পূরবী বাসের ক্লো নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগরের দিকে এগোতে লাগলাম। স্বপ্নতরী অতিক্রম করে জেডি রাস্তা এলাকায় পৌঁছলে প্রথমে দেখতে পেলাম একটি কাভার্ডভ্যান গাছে ধাক্কা দেয়া অবস্থায় । এর কিছুদূর পর দেখতে পেলাম একটি বাস খাদে পড়ে আছে। বৃষ্টি হওয়ায় এলাকার লোক নবনির্মিত কয়েকটি খালি দোকানের ছাউনিতে দাড়িয়ে আছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম ৩ জন নিহত হয়েছে। সেসাথে ১০ জনের মতো আহত হয়েছে। কিছুক্ষণ পর দেখতে পেলাম রিটন মামা হাতে একটি কাগজ নিয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দীন ভাইয়ের স্বাক্ষর নেয়ার জন্য দাড়িয়ে আছে। টিপটিপ বৃষ্টিতে রিটন মামার কাছে জিজ্ঞেস করলাম মামা আপনি এখানে কেন? মামা বললেন ৩ জন নিহতের মধ্যে একজন আমার মামার মেয়ে রিমঝিম। মুহূর্তের মধ্যে হতবাক হয়ে গেলাম। এরপর মামার থেকে যখন বক্তব্য নিচ্ছিলাম মামা তার বক্তব্যে বলল আগামী ৬ জুলাই রিমঝিমের বিয়ের দিনক্ষণ ধার্য্য করা ছিল। তাই বিয়ের বাজার করার জন্য সকালে পূরবী বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছিল সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হলো। এরপর আমার মামার বাড়ি গিয়ে দেখলাম অর্থাৎ রিমঝিমের গ্রামের বাড়ি রাজারকুলে শোকের ছায়া নেমে এসেছে। রিমঝিমের পাশেই কান্না করছেন তাঁর প্রিয় মানুষ সানি। রিমঝিমের মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তার শরীরে মোড়ানো কাফনের কাপড়ের ওপরে লাল বেনারসী শাড়ি বিছিয়ে দেয়া হয়েছে। আর তার রক্তাক্ত কপালে দেয়া হয়েছে গাঢ় লাল সিঁধুর। আহারে মৃত্যু।
18/06/2025
শুভ দুপুর
18/06/2025
সব মনেও রাখলাম
ভুলেও গেলাম😅
17/06/2025
😑
16/06/2025
মানুষ আপন সাজে
কিন্তু আপন হয় না।
বারবার শিক্ষা পাচ্ছি তবুও শিক্ষা হয় না 🥲
Be the first to know and let us send you an email when HiMu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.