
19/07/2025
রংপুর সিও বাজারে গ্যাস পাম্পের রিজার্ভ সিলিন্ডার বিস্ফোরণ-
বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে, আশপাশের ৩-৪ কিলোমিটার এলাকার থাই গ্লাস একে একে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। যত টিনের চাল ছিলো—সব উড়ে গিয়েছে দূরে। স্টেশনের পাশে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস আর অ্যাম্বুলেন্সগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি লোহার অ্যাঙ্গেল ছিটকে গিয়ে গাছের ওপর গিয়ে পড়েছে। চারপাশ যেন এক ভয়ংকর যুদ্ধক্ষেত্র!
FOLLOW Zukto BorNo