17/09/2025
খোলা ✉️
অন্যায়কারী মানুষকে কিছু বারন/মানা/শর্ত মেনে চলতে হয়।
কিন্তু কারুর বেপরোয়া কর্মকাণ্ড ক্রোধাগ্নি সংযোগ স্থাপনে বারুদের ন্যায় কাজ করে চললে, তা তো নিছকই মুশকিল!
যখন জানাই আছে যে কারুর সাথে কঠিন অন্যায় করা হয়েছে, তা সত্ত্বেও কেউ লড়াইয়ে আছে নিজের সাথে!, তখন তাঁর মানা করা বিষয় এড়িয়ে চলা তার উচিত ছিল!
হয়তো কারুর কাছে এটা একটা নিছকই ছোট বিষয়, কিন্তু একটা দীর্ঘ সময়, পাহাড় সমান অনুভূতি, হাজারো যন্ত্রনা সহ্য করা সমস্ত বিষয়কে কখনোই একজন ভুক্তভোগীর কাছে ছোট বিষয় বা উপেক্ষা করার মতো নয়!
কেউ নিজেকে হাতে পায়ে শিকল ⛓️পড়িয়ে রেখেছে মানে এই নয় সব সমাধান হয়ে গেছে!
#"জীবনটা_খুব_কম_ও_সীমিত...!" - সত্যি সত্যি হয়ে না দাড়ায় এমন যেন!
বড্ড সন্দিহান এখনও কেউ বিষের জ্বালা তার কন্ঠে, বুকে চাপা 💉রক্তক্ষরণ!
মস্তিষ্কে টগবগে রক্তের স্রোত প্রবাহমান!!!
অন্যায় মানে পাপ আর পাপ মানেই মৃত্যু!
ক্ষমার প্রসঙ্গ অবান্তর!
তথাপি কেউ চেষ্টা করে যাচ্ছে এটা অবান্তর নয়! তাঁর এই প্রচেষ্টা ব্যর্থ মানে ধ্বংস আহ্বান করা!
@সংগৃহিত ঋতুরাই(®)