28/07/2025
🔍 আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির রেজাল্ট ভেরিফিকেশন ব্যবস্থা এখন সময়ের দাবি 🔍
আজ আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ও বাস্তব সমস্যার কথা বলতে চাই।
বর্তমানে বাংলাদেশের প্রায় ৯৮% বিশ্ববিদ্যালয়ের ফলাফল অনলাইনে সহজে যাচাই করা যায়। এমনকি আমাদের আশেপাশের শান্ত-মারিয়াম, ড্যাফোডিল, ইউআইইউ, ইন্ডিপেন্ডেন্ট এমনকি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোও এই ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে।
কিন্তু, দুঃখজনক হলেও সত্য — আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে এখনও কোনো পাবলিক রেজাল্ট ভেরিফিকেশন পোর্টাল চালু হয়নি।
হ্যাঁ, আমাদের একটি স্টুডেন্ট পোর্টাল রয়েছে, যেখানে নিজস্ব ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে রেজাল্ট দেখা যায়। কিন্তু বাহিরের কেউ — যেমন কোনো কোম্পানি, স্কলারশিপ কর্তৃপক্ষ, বা বিদেশি বিশ্ববিদ্যালয় — আমাদের রেজাল্ট যাচাই করতে পারেন না।
🎯 এর ফলে কী সমস্যা হচ্ছে?
সিভি জমা দিলেই নিয়োগদাতা রেজাল্ট যাচাই করতে পারেন না।
বিদেশে আবেদন করলে তারা রেজাল্ট ভেরিফিকেশনের জন্য ইমেইল করে, কিন্তু কোনো উত্তর না পেলে আমাদের সার্টিফিকেটকে সন্দেহের চোখে দেখে।
অনেকক্ষেত্রে শুধুমাত্র যাচাই না করতে পারার কারণে আমাদের বাদ দিয়ে দেয়।
সার্টিফিকেটের ডিজাইন এবং প্রিন্ট কোয়ালিটিও খুব দুর্বল — এম্বোসড সিল বা সিকিউরিটি ফিচার থাকে না।
একজন গ্র্যাজুয়েটের পরিচয় তার সার্টিফিকেট, আর সম্মানের বিষয় তার রেজাল্টের স্বচ্ছতা।
📢 আমার অনুরোধ: যারা এখনো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, বিশেষ করে প্রতিটি বিভাগের CR ও ছাত্রনেতৃবৃন্দ — আপনারা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে সরাসরি কথা বলুন। এটি আজকের চাহিদা, ভবিষ্যতের নিরাপত্তা।
👉 বিশ্ববিদ্যালয়ের বয়স এখন অনেক। সময় এসেছে আন্তর্জাতিক মানে পৌঁছানোর।
🙏 আসুন, সবাই মিলে দাবিটিকে সামনে আনুন — যাতে পরবর্তী প্রজন্মকে এই সমস্যার মুখোমুখি না হতে হয়।